ETV Bharat / state

6 ঘণ্টায় হীরের আংটি চুরির কিনারা করল পুলিশ - ডোভার লেনে হীরের আংটি চুরি

ডোভার লেনের বাসিন্দা অঞ্জলি মেহরা নামে এক মহিলার হীরের আংটি চুরি যায় । তিনি শাড়ির দোকানের মালকিন । গতকাল তাঁর বাড়িতে অনুষ্ঠান ছিল । অনুষ্ঠান শেষে অঞ্জলি দেখেন হীরের আংটি চুরি হয়েছে । এরপর তিনি গড়িয়াহাট থানায় অভিযোগ জানান পরিচারিকা সীমা সর্দারের বিরুদ্ধে ।

image
হীরের আংটি
author img

By

Published : Dec 2, 2019, 11:14 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : ডোভার লেনের অভিজাত এলাকার একটি বাড়ি থেকে চুরি গেল পাঁচ লাখ টাকার হীরের আংটি । গতকাল চুরি হয় । ঘটনাটি ঘটার 6 ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করল কলকাতা পুলিশ ।

ডোভার লেনের বাসিন্দা অঞ্জলি মেহরা নামে এক মহিলার হীরের আংটি চুরি যায় । তিনি শাড়ির দোকানের মালকিন । গতকাল তাঁর বাড়িতে অনুষ্ঠান ছিল । অনুষ্ঠান শেষে অঞ্জলি দেখেন হীরের আংটি চুরি হয়েছে । এরপর তিনি গড়িয়াহাট থানায় অভিযোগ জানান পরিচারিকা সীমা সর্দারের বিরুদ্ধে । কারণ,তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না । অঞ্জলির কাছ থেকে সীমার ফোন নম্বর নিয়ে তদন্ত শুরু করে পুলিশ । তদন্তে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা কার্তিক সর্দার নামে আরও এক ব্যক্তির নাম উঠে আসে ।

পরে গড়িয়াহাট থানার সিভিক ভলান্টিয়ার সত্যজিৎ হালদারের চেষ্টায় জানা যায় মন্দির বাজার এলাকার বাসিন্দা সীমা । সেখান থেকেই কলকাতার বাড়িতে পরিচারিকার কাজ করতে আসত সে । মন্দিরবাজার থানার সঙ্গে যোগাযোগ করা হলে খোঁজ পাওয়া যায় সীমার । সেখানেই উদ্ধার হয় পাঁচ লাখ টাকার হীরের আংটি । গ্রেপ্তার করা হয় সীমা সর্দারকে ।

কলকাতা, 2 ডিসেম্বর : ডোভার লেনের অভিজাত এলাকার একটি বাড়ি থেকে চুরি গেল পাঁচ লাখ টাকার হীরের আংটি । গতকাল চুরি হয় । ঘটনাটি ঘটার 6 ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করল কলকাতা পুলিশ ।

ডোভার লেনের বাসিন্দা অঞ্জলি মেহরা নামে এক মহিলার হীরের আংটি চুরি যায় । তিনি শাড়ির দোকানের মালকিন । গতকাল তাঁর বাড়িতে অনুষ্ঠান ছিল । অনুষ্ঠান শেষে অঞ্জলি দেখেন হীরের আংটি চুরি হয়েছে । এরপর তিনি গড়িয়াহাট থানায় অভিযোগ জানান পরিচারিকা সীমা সর্দারের বিরুদ্ধে । কারণ,তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না । অঞ্জলির কাছ থেকে সীমার ফোন নম্বর নিয়ে তদন্ত শুরু করে পুলিশ । তদন্তে দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা কার্তিক সর্দার নামে আরও এক ব্যক্তির নাম উঠে আসে ।

পরে গড়িয়াহাট থানার সিভিক ভলান্টিয়ার সত্যজিৎ হালদারের চেষ্টায় জানা যায় মন্দির বাজার এলাকার বাসিন্দা সীমা । সেখান থেকেই কলকাতার বাড়িতে পরিচারিকার কাজ করতে আসত সে । মন্দিরবাজার থানার সঙ্গে যোগাযোগ করা হলে খোঁজ পাওয়া যায় সীমার । সেখানেই উদ্ধার হয় পাঁচ লাখ টাকার হীরের আংটি । গ্রেপ্তার করা হয় সীমা সর্দারকে ।

Intro:কলকাতা, 2 ডিসেম্বর: না কোনও সিনেমার প্লট নয়। বাস্তবিকই আংটি রহস‍্যের খোঁজে সমস্যায় পড়তে হয়েছিল পুলিশকে। আসলে কোন সূত্র ছিল না। ছিল শুধু একটি ফোন নম্বর। আর সেখান থেকেই আংটি চুরি রহস্যের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। উদ্ধার করা গেছে পাঁচ লাখের হীরের আংটি।


Body:অঞ্জলি মেহরা। থাকেন ডোভার লেনের অভিজাত এলাকায়। একটি বিখ্যাত শাড়ির দোকানের মালকিন তিনি। গতকাল তার বাড়িতে গেট টুগেদার ছিল। সেখানে তার অনেক আত্মীয়স্বজন আসেন। ছিলেন অঞ্জলীর বাবা সূর্যকান্ত মেহরাও। অনুষ্ঠান শেষে হঠাৎই অঞ্জলি আবিষ্কার করেন বড় হিরে বসানো সোনার আংটিটা উধাও। মাথায় আকাশ ভেঙে পড়ে। ছুটে যান গরিয়াহাট থানায়। দায়ের করেন অভিযোগ। পুলিশকে তারা জানান কাজের মেয়েকে পাওয়া যাচ্ছে না। ওই পরিচারিকার নাম সীমা নস্কর। পুলিশ সীমার ঠিকানা ও অন্যান্য কাগজপত্র চায় অঞ্জলি দেবীর কাছে। দিতে পারেননি তিনি। পুলিশকে শুধুই দেন একটা ফোন নাম্বার। পুলিশ দ্রুত ওই ফোন নাম্বার এর যাবতীয় তথ্য যোগ করার চেষ্টা করে। দেখা যায় সেটি সীমার নয়। দক্ষিণ 24 পরগনার জয়নগর এর কার্তিক সর্দার নামে এক ব্যক্তির। কিছুটা হতাশা আসে তদন্তকারীদের মধ্যে।


Conclusion:অঞ্জলি মেহরা। থাকেন ডোভার লেনের অভিজাত এলাকায়। একটি বিখ্যাত শাড়ির দোকানের মালকিন তিনি। গতকাল তার বাড়িতে গেট টুগেদার ছিল। সেখানে তার অনেক আত্মীয়স্বজন আসেন। ছিলেন অঞ্জলীর বাবা সূর্যকান্ত মেহরাও। অনুষ্ঠান শেষে হঠাৎই অঞ্জলি আবিষ্কার করেন বড় হিরে বসানো সোনার আংটিটা উধাও। মাথায় আকাশ ভেঙে পড়ে। ছুটে যান গরিয়াহাট থানায়। দায়ের করেন অভিযোগ। পুলিশকে তারা জানান কাজের মেয়েকে পাওয়া যাচ্ছে না। ওই পরিচারিকার নাম সীমা নস্কর। পুলিশ সীমার ঠিকানা ও অন্যান্য কাগজপত্র চায় অঞ্জলি দেবীর কাছে। দিতে পারেননি তিনি। পুলিশকে শুধুই দেন একটা ফোন নাম্বার। পুলিশ দ্রুত ওই ফোন নাম্বার এর যাবতীয় তথ্য যোগ করার চেষ্টা করে। দেখা যায় সেটি সীমার নয়। দক্ষিণ 24 পরগনার জয়নগর এর কার্তিক সর্দার নামে এক ব্যক্তির। কিছুটা হতাশা আসে তদন্তকারীদের মধ্যে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.