কলকাতা, 29 ডিসেম্বর: ডান কাঁধে অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ শুক্রবার এ কথা জানালেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় । এখন তিনি ভালো আছেন এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
হাসপাতাল থেকে হাসিমুখেই বেরোতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ৷ তিনি হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে এসে বলেন, "নতুন বছরে ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ - সকলকে আমার অনেক অনেক শুভকামনা থাকবে ।"
আজ দুপুর 2টো 40 মিনিটে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী তখন জানিয়েছিলেন যে, রুটিন চেকআপ করানোর জন্যই তিনি হাসপাতালে গিয়েছেন । তবে হাসপাতালে যাওয়ার পর শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করার সময় তাঁর ডান কাঁধে পুরনো চোট খতিয়ে দেখেন চিকিৎসকরা ৷ সেখানে একটি গ্রোথ দেখতে পেয়ে তা অপারেশন করা প্রয়োজন বলে জানান তাঁরা ।
এরপর উডবার্ন ব্লকের অপারেশন থিয়েটারে মুখ্যমন্ত্রীর কাঁধে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, অর্থোপেডিক বিভাগের প্রধান মুকুল ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার হয় । এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালে বিভিন্ন বিভাগের প্রধান চিকিৎসকেরা ।
সূত্র মারফৎ পাওয়া খবরে জানা গিয়েছে যে, আজ বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত অস্ত্রোপচার হয় । তারপর তাঁকে রাখা হয় উডবার্ন ওয়ার্ডের সাড়ে 12 নম্বর কেবিনে । তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । হাসপাতাল থেকে আজই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আজ সন্ধেয় হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এছাড়াও ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও নগরপাল বিনীত গোয়েল ৷ তাঁদের উপস্থিতিতে সন্ধে 7.51-তে হাসপাতাল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রুটিন চেক আপ করার জন্য আজ এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, 2023 সালের শুরুতে উত্তরবঙ্গ ভ্রমণের সময় একটি হেলিকপ্টার থেকে নামার সময় তিনি হাঁটুতে আঘাত পান । উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে সেবকের আইএএফ হেলিপ্যাডে জরুরি অবতরণ করতে হয়েছিল হেলিকপ্টারটিকে । তখনই তিনি কাঁধেও চোট পেয়েছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এরপর স্পেন এবং দুবাইতে তাঁর 12 দিনের সফরের সময় গত সেপ্টেম্বরে আবার তাঁর বাম হাঁটুতে আঘাত পান মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন:
এসএসকেএমে মমতা, রুটিন চেকআপে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
সভা মঞ্চে মমতার পা ছুঁয়ে প্রণাম অর্জুনের, মাথায় হাত রাখলেন দলনেত্রীও