ETV Bharat / state

Nirmal Chandra Roy: রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল রায় - ধূপগুড়ির বিধায়ক

Dhupguri MLA Nirmal Chandra Roy: ধূপগুড়ির বিধায়ক নির্মল রায় শনিবার বিকেলে রাজভবনে বিধায়ক হিসেবে শপথ নিলেন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায় ৷

Nirmal Chandra Roy
Nirmal Chandra Roy
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:11 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: অবশেষে জটিলতা কাটল । রাজভবনে শপথ নিলেন জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায় । শনিবার বিকেল সাড়ে 4টে নাগাদ তিনি রাজভবনে শপথ গ্রহণ করেন । তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় শাসক দলের উপ মুখ্য সচেতক তাপস রায় । বিধায়ক নির্মলচন্দ্র রায়ের পরিবারের সদস্য়রাও উপস্থিত ছিলেন ৷ সকলের উপস্থিতিতে এ দিন শপথবাক্য পাঠ করেন এই তৃণমূল বিধায়ক । এর পর সই সবুদ সেরে ফেলা হয় । রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে দেন নির্মল । রাজ্যপাল তাঁর হাতে একটি বই তুলে দেন ।

Nirmal Chandra Roy
রাজভবনে শপথের পর ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়

পরে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বেটার লেট দ্যান নেভার । অর্থাৎ দেরিতে হলেও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । তবে এই বিষয়ে বিধায়ক নির্মলচন্দ্র রায় মুখ খুলতে চাননি ৷ বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘‘ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান‌ হল । আজকের পর থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের মানুষ সেবা পাবেন ।’’

2021 সালে ধূপগুড়ি থেকে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায় ৷ মাস দুয়েক আগে তিনি মারা যান ৷ সেই কারণে গত 5 সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপ-নির্বাচন হয় ৷ সেই ভোটে বিজেপিকে হারিয়ে জেতেন তৃণমূলের নির্মলচন্দ্র রায় ৷ কিন্তু তাঁর শপথগ্রহণ নিয়ে টালবাহানা তৈরি হয় ৷

Nirmal Chandra Roy
রাজভবনে শপথের পর ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েও শপথগ্রহণের অনুমতি মেলেনি বলে সরকারি তরফে অভিযোগ করা হয় ৷ শোনা যায় যে রাজ্যপাল রাজভবনে শপথগ্রহণ করাতে চাইছে ৷ কিন্তু সরকারপক্ষ তা মানতে নারাজ ৷ সেই নিয়ে দুইপক্ষের দড়ি টানাটানির পর অবশেষে জটিলতা কাটে ৷ আর শনিবার রাজভবনে গিয়েই শপথ নেন নির্মলচন্দ্র রায় ৷

Nirmal Chandra Roy
রাজভবনে শপথের পর ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়

কিন্তু এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ ছিলেন না রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও ৷ এই নিয়ে ধূপগুড়ির বিধায়ক বলেন, ‘‘বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থাকলে অবশ্যই ভালো লাগতো ।’’

আরও পড়ুন: রাজভবনের ডাকে সাড়া দিলেন না ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল রায় ! শপথ নিয়ে বাড়ল জটিলতা

কলকাতা, 30 সেপ্টেম্বর: অবশেষে জটিলতা কাটল । রাজভবনে শপথ নিলেন জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায় । শনিবার বিকেল সাড়ে 4টে নাগাদ তিনি রাজভবনে শপথ গ্রহণ করেন । তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় শাসক দলের উপ মুখ্য সচেতক তাপস রায় । বিধায়ক নির্মলচন্দ্র রায়ের পরিবারের সদস্য়রাও উপস্থিত ছিলেন ৷ সকলের উপস্থিতিতে এ দিন শপথবাক্য পাঠ করেন এই তৃণমূল বিধায়ক । এর পর সই সবুদ সেরে ফেলা হয় । রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে দেন নির্মল । রাজ্যপাল তাঁর হাতে একটি বই তুলে দেন ।

Nirmal Chandra Roy
রাজভবনে শপথের পর ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়

পরে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বেটার লেট দ্যান নেভার । অর্থাৎ দেরিতে হলেও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । তবে এই বিষয়ে বিধায়ক নির্মলচন্দ্র রায় মুখ খুলতে চাননি ৷ বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘‘ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান‌ হল । আজকের পর থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের মানুষ সেবা পাবেন ।’’

2021 সালে ধূপগুড়ি থেকে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায় ৷ মাস দুয়েক আগে তিনি মারা যান ৷ সেই কারণে গত 5 সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপ-নির্বাচন হয় ৷ সেই ভোটে বিজেপিকে হারিয়ে জেতেন তৃণমূলের নির্মলচন্দ্র রায় ৷ কিন্তু তাঁর শপথগ্রহণ নিয়ে টালবাহানা তৈরি হয় ৷

Nirmal Chandra Roy
রাজভবনে শপথের পর ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েও শপথগ্রহণের অনুমতি মেলেনি বলে সরকারি তরফে অভিযোগ করা হয় ৷ শোনা যায় যে রাজ্যপাল রাজভবনে শপথগ্রহণ করাতে চাইছে ৷ কিন্তু সরকারপক্ষ তা মানতে নারাজ ৷ সেই নিয়ে দুইপক্ষের দড়ি টানাটানির পর অবশেষে জটিলতা কাটে ৷ আর শনিবার রাজভবনে গিয়েই শপথ নেন নির্মলচন্দ্র রায় ৷

Nirmal Chandra Roy
রাজভবনে শপথের পর ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়

কিন্তু এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ৷ ছিলেন না রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও ৷ এই নিয়ে ধূপগুড়ির বিধায়ক বলেন, ‘‘বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় থাকলে অবশ্যই ভালো লাগতো ।’’

আরও পড়ুন: রাজভবনের ডাকে সাড়া দিলেন না ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল রায় ! শপথ নিয়ে বাড়ল জটিলতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.