কলকাতা, 14 জানুয়ারি: "বাংলায় সরকারি ব্যবস্থা কাজ করছে না ৷ এখানে দুর্নীতি রাজ্য সরকারের নীতিতে পরিণত হয়েছে ৷" শনিবার রাজ্য সফরে এসে এই ভাষাতেই তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এদিন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার দলীয় কর্মসূচিতে যোগ দেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan in Kolkata) ৷
রাজ্য সরকারকে বিঁধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Union Education Minister Dharmendra Pradhan) এদিন আরও জানান, বাংলার সরকারের দুর্নীতির নীতি এই মুহূর্তে কেন্দ্র সরকারের কাছেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে । তাঁর দাবি, এখানে মানুষের জীবন সুরক্ষিত নয় । গণতান্ত্রিকভাবে পরের নির্বাচনে এদের হারাতেই হবে । সম্প্রতি ময়ূরেশ্বরের দাসপলসা গ্রাম পঞ্চায়েত এলাকার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের ডালে সাপ পড়েছিল বলে অভিযোগ তোলেন অভিভাবকরা । এর জেরে বহু পড়ুয়া অসুস্থও হয়ে পড়েন ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র সরকার । শিশুদের প্রাণ সংশয় হতে পারে এর ফলে । এই ধরনের একাধিক ঘটনা নিয়ে বিভিন্ন সময় কেন্দ্র সরকারের কাছে লিখিত রিপোর্ট জমা পড়েছে । এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছেন । এই বিষয়গুলি খতিয়ে দেখতেই কেন্দ্রের পক্ষ থেকে জয়েন্ট রিভিউ মিশন (জেআরএম) গঠন করা হয়েছে ।
আরও পড়ুন: আবাসে গর্জে উঠেও মমতার কাছে কাজ শেখার নিদান শত্রুঘ্নর !
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত ও 2024 এর লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক দিক থেকে এরাজ্যে দলকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের পাঠাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ সেরকমই দায়িত্ব পেয়েছেন ধর্মেন্দ্র প্রধানও ৷ তাঁকে দক্ষিণ কলকাতা-সহ রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ মন্ত্রী জানিয়েছেন, তিনি তিনি সংগঠন নিয়ে এরাজ্যে দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করবেন, পরামর্শ দেবেন ৷ এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে সেগুলি এরাজ্যে বাস্তবায়নের কাজ কতদূর সম্পন্ন হয়েছে তা নিয়েও পর্যালোচনা করা হবে কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে বলে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন ।