ETV Bharat / state

DGP Calls Virtual Meet: মুখ্যমন্ত্রীর বকুনি ! আজ ভার্চুয়াল বৈঠকের ডাক ডিজি মনোজ মালব্যর

বাগুইআটিতে দুই ছাত্রের খুনের (Baguiati Students Murder) ঘটনায় ফের নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এতে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, ডিজিকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি পুলিশি ব্যর্থতা মেনে নেবেন না (Mamata Banerjee unsatisfied over Police) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 8, 2022, 11:12 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ৷ বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ সাফ জানিয়ে দেন, বগটুই (Bagtui Massacre) থেকে হাঁসখালি, বাগুইআটি খুনের ঘটনায় (Baguiati Double Murder) বারেবারে পুলিশি ব্যর্থতায় অসন্তুষ্ট তিনি (Bengal CM Mamata Banerjee) । এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব দূর করতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য । বৈঠকে থাকবেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম-সহ (Jawed Shamim) রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা (DGP Manoj Malaviya calls for virtual meeting to enhance police coordination) ।

বুধবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে প্রথমেই ডিজির খোঁজ করেন মুখ্যমন্ত্রী । তাঁর কাছে জানতে চান, "এটা কী হচ্ছে ?" বাগুইআটির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই ধরনের একটা সেনসিটিভ ইস্যু, কেন কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ?" যেহেতু এটি দু'জন মাধ্যমিক পরীক্ষার্থীর বিষয়, তাই তিনি স্পষ্ট জানান এখানে তিনি কোনওভাবে কোনও গাফিলতি বরদাস্ত করবেন না । নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী ডিজির কাছে জানতে চান, একের পর এক ঘটনায় কেন রাজ্য পুলিশের এই ব্যর্থতা হচ্ছে ? কেন প্রশ্নের মুখে পড়ছে রাজ্য পুলিশের ভূমিকা ! এক্ষেত্রে প্রথম দিন থেকেই যে পদক্ষেপ করার প্রয়োজন ছিল, তা কেন করা হয়নি । বিশেষ করে যখন দুই ছাত্রের বাবা প্রথম থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, পুলিশের উপর ভরসা করছে, সেখানে এ ধরনের গাফিলতি তিনি কোনওভাবে মেনে নেবেন না ।

আরও পড়ুন: বগটুই থেকে বাগুইআটি, বারবার পুলিশি ব্যর্থতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বুধবার রাজ্য পুলিশের তরফ থেকে প্রত্যেকটি জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের সিপি-সহ সব পুলিশ আধিকারিকদের এই ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । তবে এই বৈঠকে থাকবে না কলকাতা পুলিশ ।

বাগুইআটি থানা এলাকায় দুই যুবকের অপহরণ এবং খুনের ঘটনায় বসিরহাট জেলা পুলিশের সঙ্গে বিধান নগর কমিশনারেটের সমন্বয়ের অভাব নিয়ে অভিযোগ উঠেছে । ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ এবং ঘটনার তদন্তকারী আধিকারিক প্রীতম সিংকে । বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে এই কঠিন পদক্ষেপ করা হয়েছে ৷ এই সমন্বয়ের অভাব মেটাতে একটি বৈঠকের নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুযায়ী আজ এই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি (DGP Manoj Malaviya) ৷

সকাল এগারোটা থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব কেন হচ্ছে, সেই দিকগুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে । পুলিশকর্মীদের কাজ করতে কোথায় কোথায় অসুবিধে হচ্ছে এবং গাফিলতি থেকে যাচ্ছে, তারও চুলচেরা বিশ্লেষণ হবে ।

আরও পড়ুন: 2 সপ্তাহ ধরে মর্গে পড়ে অপহৃত দুই ছাত্রের দেহ, অভিযোগ পেয়েও কেন দেহ শনাক্তকরণে দেরি ?

কলকাতা, 8 সেপ্টেম্বর: নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ৷ বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ সাফ জানিয়ে দেন, বগটুই (Bagtui Massacre) থেকে হাঁসখালি, বাগুইআটি খুনের ঘটনায় (Baguiati Double Murder) বারেবারে পুলিশি ব্যর্থতায় অসন্তুষ্ট তিনি (Bengal CM Mamata Banerjee) । এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব দূর করতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য । বৈঠকে থাকবেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম-সহ (Jawed Shamim) রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা (DGP Manoj Malaviya calls for virtual meeting to enhance police coordination) ।

বুধবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে প্রথমেই ডিজির খোঁজ করেন মুখ্যমন্ত্রী । তাঁর কাছে জানতে চান, "এটা কী হচ্ছে ?" বাগুইআটির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই ধরনের একটা সেনসিটিভ ইস্যু, কেন কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ?" যেহেতু এটি দু'জন মাধ্যমিক পরীক্ষার্থীর বিষয়, তাই তিনি স্পষ্ট জানান এখানে তিনি কোনওভাবে কোনও গাফিলতি বরদাস্ত করবেন না । নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী ডিজির কাছে জানতে চান, একের পর এক ঘটনায় কেন রাজ্য পুলিশের এই ব্যর্থতা হচ্ছে ? কেন প্রশ্নের মুখে পড়ছে রাজ্য পুলিশের ভূমিকা ! এক্ষেত্রে প্রথম দিন থেকেই যে পদক্ষেপ করার প্রয়োজন ছিল, তা কেন করা হয়নি । বিশেষ করে যখন দুই ছাত্রের বাবা প্রথম থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, পুলিশের উপর ভরসা করছে, সেখানে এ ধরনের গাফিলতি তিনি কোনওভাবে মেনে নেবেন না ।

আরও পড়ুন: বগটুই থেকে বাগুইআটি, বারবার পুলিশি ব্যর্থতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বুধবার রাজ্য পুলিশের তরফ থেকে প্রত্যেকটি জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের সিপি-সহ সব পুলিশ আধিকারিকদের এই ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । তবে এই বৈঠকে থাকবে না কলকাতা পুলিশ ।

বাগুইআটি থানা এলাকায় দুই যুবকের অপহরণ এবং খুনের ঘটনায় বসিরহাট জেলা পুলিশের সঙ্গে বিধান নগর কমিশনারেটের সমন্বয়ের অভাব নিয়ে অভিযোগ উঠেছে । ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ এবং ঘটনার তদন্তকারী আধিকারিক প্রীতম সিংকে । বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে এই কঠিন পদক্ষেপ করা হয়েছে ৷ এই সমন্বয়ের অভাব মেটাতে একটি বৈঠকের নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অনুযায়ী আজ এই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি (DGP Manoj Malaviya) ৷

সকাল এগারোটা থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব কেন হচ্ছে, সেই দিকগুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে । পুলিশকর্মীদের কাজ করতে কোথায় কোথায় অসুবিধে হচ্ছে এবং গাফিলতি থেকে যাচ্ছে, তারও চুলচেরা বিশ্লেষণ হবে ।

আরও পড়ুন: 2 সপ্তাহ ধরে মর্গে পড়ে অপহৃত দুই ছাত্রের দেহ, অভিযোগ পেয়েও কেন দেহ শনাক্তকরণে দেরি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.