ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত রাজ্যের DGP - P Birendra

এদিন নবান্নের সভাঘরে বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি ৷ সে বিষয়ে জানাতে গিয়ে তাঁর কোরোনা পজ়িটিভ হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী ৷

P Birendra
বীরেন্দ্র কুমার
author img

By

Published : Nov 10, 2020, 5:41 PM IST

Updated : Nov 10, 2020, 7:35 PM IST

কলকাতা, 10 নভেম্বর : কোরোনা পজ়িটিভ রাজ্য পুলিশের DG পি বীরেন্দ্র ৷ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নের সভাঘরে বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি ৷ সে বিষয়ে জানতে গিয়েই তাঁর কোরোনা পজ়িটিভ হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী ৷

চিকিৎসকদের পাশাপাশি কোরোনা যুদ্ধে একদম সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ - প্রশাসন । তাঁদের উদ্যোগেই সম্ভব হয়েছে লকডাউন প্রক্রিয়া সফল করা । সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য উদয়-অস্ত কাজ করে চলেছেন তাঁরা । যার ফলে একের পর এক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হচ্ছেন । এমনকী বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যুও ঘটেছে সংক্রমণে । কিছুদিন আগে কোরোনা আক্রান্ত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । হোম আইসোলেশনে ছিলেন তিনি । এবারে আক্রান্ত হলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র কুমার । আক্রান্ত হওয়ার কারণে আজ নবান্ন সভাঘরের শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি । DG এর উপস্থিত না থাকার কারণ সভায় প্রকাশ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে তাঁর শারীরিক অবস্থার খুঁটিনাটি সম্পর্কে তেমন কিছুই জানাননি তিনি । এমনকী হাসপাতাল কিংবা হোম আইসোলেশন রয়েছেন কি না সে খবরও মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে জানা যায়নি ।

অন্যদিকে, দুর্গাপুজো ভালোভাবে পরিচালনা করার জন্য আজকের শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান থেকে ক্লাব ও পুলিশকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী । একই রকম ভাবে আসন্ন কালীপুজো সহ অন্যান্য পুজোর দিন গুলোতেও কোভিড সচেতনতা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 10 নভেম্বর : কোরোনা পজ়িটিভ রাজ্য পুলিশের DG পি বীরেন্দ্র ৷ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নের সভাঘরে বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি ৷ সে বিষয়ে জানতে গিয়েই তাঁর কোরোনা পজ়িটিভ হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী ৷

চিকিৎসকদের পাশাপাশি কোরোনা যুদ্ধে একদম সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ - প্রশাসন । তাঁদের উদ্যোগেই সম্ভব হয়েছে লকডাউন প্রক্রিয়া সফল করা । সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য উদয়-অস্ত কাজ করে চলেছেন তাঁরা । যার ফলে একের পর এক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হচ্ছেন । এমনকী বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যুও ঘটেছে সংক্রমণে । কিছুদিন আগে কোরোনা আক্রান্ত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । হোম আইসোলেশনে ছিলেন তিনি । এবারে আক্রান্ত হলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র কুমার । আক্রান্ত হওয়ার কারণে আজ নবান্ন সভাঘরের শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি । DG এর উপস্থিত না থাকার কারণ সভায় প্রকাশ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে তাঁর শারীরিক অবস্থার খুঁটিনাটি সম্পর্কে তেমন কিছুই জানাননি তিনি । এমনকী হাসপাতাল কিংবা হোম আইসোলেশন রয়েছেন কি না সে খবরও মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে জানা যায়নি ।

অন্যদিকে, দুর্গাপুজো ভালোভাবে পরিচালনা করার জন্য আজকের শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান থেকে ক্লাব ও পুলিশকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী । একই রকম ভাবে আসন্ন কালীপুজো সহ অন্যান্য পুজোর দিন গুলোতেও কোভিড সচেতনতা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ।

Last Updated : Nov 10, 2020, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.