ETV Bharat / state

ইসকনের সুবর্ণ জয়ন্তী রথযাত্রা উৎসবেও প্রবেশ নিষেধ ভক্তদের - Lord Jagannath

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নানযাত্রা এবং রথযাত্রা উৎসবের প্রতিটি মুহূর্ত ভক্তরা ভার্চুয়ালি দেখতে পারবেন । কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের মন্দিরের মোট পঞ্চাশ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল । করোনার জেরে তাও বাতিল করা হয়েছে ।

ISCKON
ISCKON
author img

By

Published : Jun 24, 2021, 4:34 AM IST

কলকাতা , 24 জুন : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমলেও স্থগিত ইসকনের (ISKCON) রথযাত্রা । গতবছরও কোভিডের প্রথম ধাক্কায় রথযাত্রা আয়োজিত হয়নি । আগামীকাল শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা । 12 জুলাই রথযাত্রা ।

কলকাতায় মহা ধুমধামের সঙ্গে রথযাত্রার আয়োজন করে থাকে ইসকন । এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ । সেই কথা মাথায় রেখে ইসকন কর্তৃপক্ষ বিরাট আয়োজনের পরিকল্পনা করেছিল । কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে ।

ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ প্রভু বলেন,"স্নানযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ । সব আচারবিধি পালিত হবে । তবে সাধারণ ভক্তরা স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না । কোভিড পরিস্থিতির কারণেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে । 12 জুলাই রথযাত্রা নিয়ম মেনে অনুষ্ঠিত হবে ৷ সেদিনও সাধারণ ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে । "

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নানযাত্রা এবং রথযাত্রা উৎসবের প্রতিটি মুহূর্ত ভক্তরা ভার্চুয়ালি দেখতে পারবেন । দেড়শোটি দেশে ইসকনের বারোশোটি মন্দির রয়েছে । কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের মন্দিরের মোট পঞ্চাশ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল । করোনার জেরে তাও বাতিল করা হয়েছে ।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার একটু ভিন্নভাবে রথযাত্রার পরিকল্পনা করা হয়েছিল । রেড রোডে দুর্গাপূজার কার্নিভালের ঢংয়ে রথ পরিক্রমার পরিকল্পনা ছিল । যা শেষ হত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । ভক্তরা সেখানে জগন্নাথ দেবের দর্শন করতে পারতেন । এছাড়াও বিশ্বের 120টি ভাষায় ভজন শোনানোর ব্যবস্থা করা হয়ছিল । কিন্তু সবকিছুই বন্ধ রাখতে হচ্ছে ।

আরও পড়ুন : মালদার আমে মজেছে ইংল্যান্ড-জার্মানি-ইতালি

কোভিড পরিস্থিতির কারণে পুরীর রথযাত্রায় ভক্তদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে । সেই পথ অনুসরণ করছেন বাকি রথযাত্রার আয়োজকরাও । রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম নয়, পথে ভক্তদের লুটিয়ে পড়াও নয় । করোনার সংক্রমের জেরে এবারও ভার্চুয়ালি জগন্নাথ দর্শন করতে হবে ভক্তদের ।

কলকাতা , 24 জুন : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমলেও স্থগিত ইসকনের (ISKCON) রথযাত্রা । গতবছরও কোভিডের প্রথম ধাক্কায় রথযাত্রা আয়োজিত হয়নি । আগামীকাল শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা । 12 জুলাই রথযাত্রা ।

কলকাতায় মহা ধুমধামের সঙ্গে রথযাত্রার আয়োজন করে থাকে ইসকন । এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ । সেই কথা মাথায় রেখে ইসকন কর্তৃপক্ষ বিরাট আয়োজনের পরিকল্পনা করেছিল । কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে ।

ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ প্রভু বলেন,"স্নানযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ । সব আচারবিধি পালিত হবে । তবে সাধারণ ভক্তরা স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না । কোভিড পরিস্থিতির কারণেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে । 12 জুলাই রথযাত্রা নিয়ম মেনে অনুষ্ঠিত হবে ৷ সেদিনও সাধারণ ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে । "

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নানযাত্রা এবং রথযাত্রা উৎসবের প্রতিটি মুহূর্ত ভক্তরা ভার্চুয়ালি দেখতে পারবেন । দেড়শোটি দেশে ইসকনের বারোশোটি মন্দির রয়েছে । কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের মন্দিরের মোট পঞ্চাশ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল । করোনার জেরে তাও বাতিল করা হয়েছে ।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার একটু ভিন্নভাবে রথযাত্রার পরিকল্পনা করা হয়েছিল । রেড রোডে দুর্গাপূজার কার্নিভালের ঢংয়ে রথ পরিক্রমার পরিকল্পনা ছিল । যা শেষ হত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । ভক্তরা সেখানে জগন্নাথ দেবের দর্শন করতে পারতেন । এছাড়াও বিশ্বের 120টি ভাষায় ভজন শোনানোর ব্যবস্থা করা হয়ছিল । কিন্তু সবকিছুই বন্ধ রাখতে হচ্ছে ।

আরও পড়ুন : মালদার আমে মজেছে ইংল্যান্ড-জার্মানি-ইতালি

কোভিড পরিস্থিতির কারণে পুরীর রথযাত্রায় ভক্তদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে । সেই পথ অনুসরণ করছেন বাকি রথযাত্রার আয়োজকরাও । রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম নয়, পথে ভক্তদের লুটিয়ে পড়াও নয় । করোনার সংক্রমের জেরে এবারও ভার্চুয়ালি জগন্নাথ দর্শন করতে হবে ভক্তদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.