কলকাতা, 12 জানুয়ারি: উত্তর কলকাতায় স্বামীজীর বাড়িতে দাঁড়িয়ে সকালেই সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বলেছিলেন, চোরেদের বাড়িতে ইডি যাবে । পুরো দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নিয়ে বক্তব্য রেখেছিলেন তিনি । এ বার বিকেলে সেখানে এসেই নাম না করে শুভেন্দুর দিকে কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় । বললেন, রাজনীতির কথা বলব না । যাঁরা এখানে এসে রাজনীতির কথা বলেন এটা তাঁদের শিক্ষা ।
প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিকদের ভিড় । একা শুভেন্দু অধিকারী নন, এ দিন শাসকদলের অনেক নেতাও স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন । অভিষেক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে উত্তর কলকাতায় স্বামীজীর বাড়িতে এলেও সেখানে কোনও রাজনৈতিক মন্তব্য এড়িয়ে গেলেন ।
![Abhishek Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-01-2024/_12012024161208_1201f_1705056128_667.jpg)
পূর্ব ঘোষিত সূচি মেনে উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিকেল তিনটের কিছু পরে তিনি পৌঁছন সেখানে । প্রথমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন, এরপর সরাসরি মহারাজদের সঙ্গে বাড়ির ভেতরে চলে যান । এ দিন স্বামী বিবেকানন্দের বাড়িতে মিনিট কুড়ি ছিলেন অভিষেক । স্বামীজীর বাড়ির বিভিন্ন প্রান্ত ঘুরেও দেখেন তিনি । এরপর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তবে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও রাজনৈতিক বক্তব্য রাখতে চাননি তিনি । বরং তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, স্বামী বিবেকানন্দের বাড়ি রাজনীতির জায়গা নয় । কোনও রাজনীতির প্রশ্ন করতে হলে অন্য সময় করতে পারেন, কিন্তু আজ তিনি রাজনীতির কোনও কথা বলবেন না ।
![Abhishek Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-01-2024/_12012024161208_1201f_1705056128_485.jpg)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমি স্বামী বিবেকানন্দের বাড়িতে এসে কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না । কারণ এটা অশোভনীয় । অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটূ ।" তিনি বলেন, "সকলেরই এখানে আসার অধিকার রয়েছে । স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোরও অধিকার রয়েছে । কেউ যদি এখানে এসে রাজনীতির কথা বলেন এটা তাঁর শিক্ষার পরিচয় । আমি গত বছর বা তার আগের বছরও যখন এসেছি কোনও রাজনৈতিক কথা বলিনি । এই মাটিতে দাঁড়িয়ে কোনও রাজনৈতিক কথা বলা শোভনীয় নয় । যদি কোনও প্রশ্ন থাকে, পরবর্তী সময়ে যখন আপনাদের সঙ্গে মিলিত হব, কারও কোনও প্রশ্ন থাকলে তখন জবাব দেব ।"
অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি শুভেন্দু অধিকারীর নাম না করলেও এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । তিনি এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেছেন, এ ধরনের আচরণ প্রমাণ করে, কে কীভাবে প্রতিপালিত হয়েছেন, তাঁর শিক্ষা কী ! আপনার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন । তিনি কিন্তু এখানে কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি । এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আপনার মধ্যে তফাৎ ৷"
আরও পড়ুন: