কলকাতা, 5 অক্টোবর: দেখা করতে হলে উত্তরবঙ্গে প্রতিনিধি পাঠান ৷ তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যপালের সময় চাওয়া হলে নাকি এটাই বলা হয়েছিল রাজভবনের তরফে ৷ রাজ্যের শাসকদল সেই কথার পালটা জবাব দেওয়ায় সংঘাত আরও জোরালো হল ৷ রাজ্যপালের এই কথাকে জমিদারি কালচার বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস ৷ পাশাপাশি রাজ্যপালের সময় চেয়ে ফের রাজভবনে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷
রাজ্যপাল-শূন্য রাজভবন অভিযানে যাচ্ছে তৃণমূল কংগ্রেস । এই কথা তুলে বিরোধীরা বিতর্ক শুরু করায় তার জবাব দিয়ে তৃণমূলও জানিয়ে দিয়েছে যে, তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চেয়েই আবারও সময় চেয়েছে রাজভবনের কাছে ৷ রাজভবনকে লেখা জবাবী চিঠিতে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন কটাক্ষ করে বলেছেন, রাজ্যপাল 'জমিদারি সংস্কৃতি'র পরিচয় দিচ্ছেন ৷
তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বুধবার রাজ্যপালের অফিসিয়াল ই-মেল আইডিতে তাঁর সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন । কিন্তু তৃণমূলের দাবি, রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন তিনি উত্তরবঙ্গ থাকবেন । পারলে সেখানে গিয়ে তৃণমূলের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করুন । এই পরামর্শ একেবারেই অবাস্তব বলে জাবি করে একে রাজ্যপালের 'জমিদারি' হিসেবে দেখছে তৃণমূল ।
বৃহস্পতিবার তৃণমূলের তরফের সংবাদ মাধ্যমকে জানানো হয়, আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চেয়ে, গতকালই রাজভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়েছিল । কিন্তু রাজভবন জানিয়ে দেয় যে, আজ রাজ্যপাল কলকাতাতে থাকবেন না । আজ ফের তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন রাজ্যপালকে ই-মেল করেন । রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে ফিরে এলে তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয় ।
আরও পড়ুন: ত্রাণশিবিরে গিয়ে অর্থসাহায্য রাজ্যপালের, 100 দিনের কাজ চালুর দাবি বানভাসিদের
কিন্তু রাজ্যপাল যে আজ উত্তরবঙ্গে থাকবেন এবং সেখানে তৃণমূলের প্রতিনিধিকে পাঠানোর যে কথা বলা হয়েছে, তাকে অবাস্তব এবং জমিদারি সংস্কৃতি বলে মনে করছে তৃণমূল কংগ্রেস । একইসঙ্গে তৃণমূলের রাজভবন অভিযানের সময়, রাজ্যপাল রাজভবনে না-থাকায় শাসক দলের তরফ থেকে এ বিষয়ে কটাক্ষ করা হয়েছে । রাজ্যপাল পালিয়েছেন বলে তৃণমূলের একাংশ দাবি করছে । এমনকি আজ শিলিগুড়িতে সার্কিট হাউসের সামনে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় । একইসঙ্গে তোলা হয় গো ব্যাক স্লোগান ৷
100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে সদলবলে দিল্লিতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ অপেক্ষার পরও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ । এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলে তৃণমূল নেতৃত্বকে আটক করা হয় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রদের টেনে-হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে ৷ এই ঘটনার প্রতিবাদে ও রাজ্যের বকেয়া পাওনার দাবির কথা জানাতে আজ রাজ্যের রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর পরেই এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করা শুরু করেন বিরোধীরা ৷ যে দিন রাজভবনে রাজ্যপাল থাকবেন না, সেই দিন রাজভবন অভিযানের ডাক দেওয়ায় সেটিং-তত্ত্বও টেনে আনেন বিরোধীদের একাংশ ৷