ETV Bharat / state

Derek on Parliament Inauguration Boycott: স্বৈরাচারী সরকারের সংসদীয় রীতি বয়কটের জবাব দিয়েছে বিরোধীরা, টুইট ডেরেকের - once large coalition now virtually extinct

নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উত্তাল দেশের রাজনীতি ৷ ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ 19টি দল এই অনুষ্ঠান বয়কট করবে বলে জানিয়েছে ৷ এবার এই নিয়েই টুইট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷

ETV Bharat
ডেরেক ও ব্রায়েন
author img

By

Published : May 25, 2023, 12:56 PM IST

নয়াদিল্লি, 25 মে: "একসময়ের একটা বিশাল জোট এখন অবলুপ্ত", লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর সমানতালে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চড়ছে দেশের রাজনৈতিক পারদ ৷ সেই প্রসঙ্গেই টুইট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ৷ সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে দু'টি পর্বেই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে ৷ এমনকী মোদি সরকার সংসদীয় রীতিনীতি মানছে না বলেও সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ এবার এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট আসলে তারই যোগ্য জবাব বলে উল্লেখ করলেন সুবক্তা হিসেবে পরিচিত ডেরক ৷ এর আগে মহুয়া মৈত্রও এই বিষয়ে টুইট করেছেন ৷ উল্লেখ্য, 2023 সালের বাজেট অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতুবি হয়ে যায় ৷

28 মে রবিবার, সাভারকর জয়ন্তীতে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা ৷ উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার এর বিরোধিতা করে তৃণমূল প্রথম এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দেয় ৷ এর পরদিন বুধবারই কংগ্রেস-সহ দেশের 19টি দল এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে একটি বিবৃতি জারি করেছে ৷

  • Boycott of #ParliamentBuilding opening by 20 parties representing the diversity and pluralism of India is a response to BOYCOTT OF PARLIAMENTARY TRADITIONS BY AN AUTHORITARIAN GOVT. The ‘NDA statement’ pulled out by BJP is telling. A once large coalition now virtually extinct!

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার ডেরেক টুইট করে লেখেন, 20টি দল ভারতের বৈচিত্র এবং বহুত্ববাদের প্রতিনিধিত্ব করছে ৷ তারা নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে ৷ এটা স্বৈরাচারী সরকারের সংসদীয় রীতিকে বয়কটের প্রত্যুত্তর ৷ এনডিএ-এর বক্তব্য থেকে সরে এসেছে বিজেপি ৷ এবার তার জবাব দেওয়ার সময় এসেছে ৷ একসময়ের একটা বিশাল জোট এখন ভার্চুয়ালি অবলুপ্ত !

বিবৃতিতে বিরোধীদের আরও অভিযোগ, নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটে এক হয়েছে বিরোধী দলগুলি ৷ দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্বোধন করতে না-দিয়ে তাঁকে অসম্মান করা হয়েছে ৷ এটা দেশের গণতন্ত্রের অপমান ৷ প্রধানমন্ত্রী নিজে নিজেই ঠিক করেছেন তিনি নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন ৷ বিরোধীরা ওই বিবৃতিতে আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই আচরণ নতুন নয় ৷

আরও পড়ুন: রাহুলের 'গণতন্ত্র বিপন্ন' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, 25 মে: "একসময়ের একটা বিশাল জোট এখন অবলুপ্ত", লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর সমানতালে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চড়ছে দেশের রাজনৈতিক পারদ ৷ সেই প্রসঙ্গেই টুইট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ৷ সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে দু'টি পর্বেই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে ৷ এমনকী মোদি সরকার সংসদীয় রীতিনীতি মানছে না বলেও সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ এবার এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট আসলে তারই যোগ্য জবাব বলে উল্লেখ করলেন সুবক্তা হিসেবে পরিচিত ডেরক ৷ এর আগে মহুয়া মৈত্রও এই বিষয়ে টুইট করেছেন ৷ উল্লেখ্য, 2023 সালের বাজেট অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতুবি হয়ে যায় ৷

28 মে রবিবার, সাভারকর জয়ন্তীতে নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার কথা ৷ উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার এর বিরোধিতা করে তৃণমূল প্রথম এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দেয় ৷ এর পরদিন বুধবারই কংগ্রেস-সহ দেশের 19টি দল এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে একটি বিবৃতি জারি করেছে ৷

  • Boycott of #ParliamentBuilding opening by 20 parties representing the diversity and pluralism of India is a response to BOYCOTT OF PARLIAMENTARY TRADITIONS BY AN AUTHORITARIAN GOVT. The ‘NDA statement’ pulled out by BJP is telling. A once large coalition now virtually extinct!

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার ডেরেক টুইট করে লেখেন, 20টি দল ভারতের বৈচিত্র এবং বহুত্ববাদের প্রতিনিধিত্ব করছে ৷ তারা নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করেছে ৷ এটা স্বৈরাচারী সরকারের সংসদীয় রীতিকে বয়কটের প্রত্যুত্তর ৷ এনডিএ-এর বক্তব্য থেকে সরে এসেছে বিজেপি ৷ এবার তার জবাব দেওয়ার সময় এসেছে ৷ একসময়ের একটা বিশাল জোট এখন ভার্চুয়ালি অবলুপ্ত !

বিবৃতিতে বিরোধীদের আরও অভিযোগ, নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কটে এক হয়েছে বিরোধী দলগুলি ৷ দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্বোধন করতে না-দিয়ে তাঁকে অসম্মান করা হয়েছে ৷ এটা দেশের গণতন্ত্রের অপমান ৷ প্রধানমন্ত্রী নিজে নিজেই ঠিক করেছেন তিনি নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন ৷ বিরোধীরা ওই বিবৃতিতে আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই আচরণ নতুন নয় ৷

আরও পড়ুন: রাহুলের 'গণতন্ত্র বিপন্ন' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.