ETV Bharat / state

জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সুদীপ জৈনের

কোরোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা সম্ভব হবে , সেই বিষয় নির্বাচনের কয়েক মাস আগেই বিস্তারিত আলোচনা সেরে নিতে চাইছে নির্বাচন কমিশন । তাই রাজ্যে এসেছেন উপ-নির্বাচন কমিশনর সুদীপ জৈন । তবে জানা গেছে , সফরের মেয়াদ আরও দু'দিন বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে ।

Sudip Jain
সুদীপ জৈন
author img

By

Published : Dec 17, 2020, 10:38 PM IST

কলকাতা , 17 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন । কলকাতা প্রেসিডেন্সি রেঞ্জ-সহ 14টি জেলার এসপি, ডিএম, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন তিনি । কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি বৈঠকের ব্যবস্থা করা হয় । সেইসঙ্গে আজ বিকেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি ।

কোরোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা সম্ভব হবে , সেই বিষয় নির্বাচনের কয়েক মাস আগেই বিস্তারিত আলোচনা সেরে নিতে চাইছে নির্বাচন কমিশন । কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে পাখির চোখ করছে সব দল । তাই শান্তিপূর্ণ ভোট করার জন্য চাপে রয়েছে কমিশন ।

আরও পড়ুন , '21-এর নির্বাচনে দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কমিশনে আর্জি বিজেপি-র


সেইসঙ্গে সুদীপ জৈনের রাজ্য সফরের মেয়াদ বেড়েছে বলেও জানা গেছে । তাঁর এখানে তিনদিন থাকার কথা ছিল । তবে তা বেড়ে পাঁচদিন করা হয়েছে। আগামীকাল তিনি বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে করে সোজা চলে যাবেন মালদা । সেখানের বৈঠক শেষ করে তিনি শিলিগুড়ি ও তারপর বাগডোগরা হয়ে ফিরে যাবেন ।

কলকাতা , 17 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন । কলকাতা প্রেসিডেন্সি রেঞ্জ-সহ 14টি জেলার এসপি, ডিএম, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন তিনি । কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি বৈঠকের ব্যবস্থা করা হয় । সেইসঙ্গে আজ বিকেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি ।

কোরোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা সম্ভব হবে , সেই বিষয় নির্বাচনের কয়েক মাস আগেই বিস্তারিত আলোচনা সেরে নিতে চাইছে নির্বাচন কমিশন । কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে পাখির চোখ করছে সব দল । তাই শান্তিপূর্ণ ভোট করার জন্য চাপে রয়েছে কমিশন ।

আরও পড়ুন , '21-এর নির্বাচনে দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কমিশনে আর্জি বিজেপি-র


সেইসঙ্গে সুদীপ জৈনের রাজ্য সফরের মেয়াদ বেড়েছে বলেও জানা গেছে । তাঁর এখানে তিনদিন থাকার কথা ছিল । তবে তা বেড়ে পাঁচদিন করা হয়েছে। আগামীকাল তিনি বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে করে সোজা চলে যাবেন মালদা । সেখানের বৈঠক শেষ করে তিনি শিলিগুড়ি ও তারপর বাগডোগরা হয়ে ফিরে যাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.