ETV Bharat / state

Weather Forecast: বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ, শনিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ ৷ ফলে শনিবার থেকে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

Weather Forecast
বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ, শনিবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
author img

By

Published : Sep 10, 2021, 6:51 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের জেরে আগামী শনিবার থেকে লাগাতার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর । এই নিম্নচাপ রবিবার আরও ঘনীভূত হবে । এর প্রভাবে শনিবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর । মৎস্যজীবীদের আগামী শনিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে । আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে ।

আরও পড়ুন: আর্থিক প্রতারণায় অভিযুক্তকে ধরতে ছত্তিশগড়ে বাধা, হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুলিশ

কলকাতাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি হবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রার পারদও। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল 97 শতাংশ।

কলকাতা, 10 সেপ্টেম্বর: ফের রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের জেরে আগামী শনিবার থেকে লাগাতার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর । এই নিম্নচাপ রবিবার আরও ঘনীভূত হবে । এর প্রভাবে শনিবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর । মৎস্যজীবীদের আগামী শনিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে । নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে । আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে ।

আরও পড়ুন: আর্থিক প্রতারণায় অভিযুক্তকে ধরতে ছত্তিশগড়ে বাধা, হাইকোর্টের দ্বারস্থ কলকাতা পুলিশ

কলকাতাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি হবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রার পারদও। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল 97 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.