ETV Bharat / state

ফণী : রিজ়ার্ভ হাসপাতালের বেড, হাই অ্যালার্ট স্বাস্থ্য দপ্তরের - কলকাতা

ফণীর মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার । এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সরকারি হাসপাতালগুলিতে বেড রিজ়ার্ভ রাখার নির্দেশ দেওয়া হল । পাশাপাশি ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও তৈরি রাখার কথা বলা হয়েছে । জারি করা হয়েছে হাই অ্যালার্ট ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 3, 2019, 3:33 AM IST

কলকাতা, ৩ মে : সাইক্লোন ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় সবরকমভাবে তৈরি রাজ্য । আর তাই সরকারি হাসপাতালগুলিতে বেড রিজ়ার্ভ রাখার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । পাশাপাশি ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও তৈরি রাখার কথা বলা হয়েছে । জারি করা হয়েছে হাই অ্যালার্ট । কন্ট্রোলরুম চালুসহ সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফণীর আঘাত হানার সম্ভাবনা রয়েছে । এই ধরনের পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির যাতে মোকাবিলা করা সম্ভব হয় তার জন্য মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ, উপাধ্যক্ষ তথা MSVP ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে । বিশেষভাবে আগামী ৬ মে পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে । ব্লক লেভেলের হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিটিস্তরের হাসপাতালের মেডিকেল টিমকে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ।

সম্ভাব্য ক্ষয়ক্ষতির জেরে আহতদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তার জন্য আগামী ৬ মে পর্যন্ত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, ও কলকাতার মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ কিছু বেড রিজ়ার্ভ করে রাখার কথা বলা হয়েছে । মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির শিক্ষক-চিকিৎসক, RMO (রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার) এবং বিশেষ করে জেনেরাল সার্জারি, অর্থোপেডিক, অ্যানাস্থেসিস্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের যাতে যে কোনও ধরনের আপৎকালীন পরিস্থিতিতে পাওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ।

ফণীর জেরে যদি কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়, তা মোকাবিলার জন্য গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর্মীদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। ফণীর জেরে সম্ভাব্য যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য, ওষুধ ও চিকিৎসা-যন্ত্রসহ চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যে কোনও ধরনের সহায়তার জন্য, ২৪ ঘণ্টা স্টেট নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর । ৩ মে থেকে ৬ মে পর্যন্ত জেলা এবং রাজ্যস্তরে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম চালু থাকবে বলেও জানানো হয়েছে ।

কলকাতা, ৩ মে : সাইক্লোন ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় সবরকমভাবে তৈরি রাজ্য । আর তাই সরকারি হাসপাতালগুলিতে বেড রিজ়ার্ভ রাখার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । পাশাপাশি ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও তৈরি রাখার কথা বলা হয়েছে । জারি করা হয়েছে হাই অ্যালার্ট । কন্ট্রোলরুম চালুসহ সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফণীর আঘাত হানার সম্ভাবনা রয়েছে । এই ধরনের পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির যাতে মোকাবিলা করা সম্ভব হয় তার জন্য মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ, উপাধ্যক্ষ তথা MSVP ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে । বিশেষভাবে আগামী ৬ মে পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে । ব্লক লেভেলের হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিটিস্তরের হাসপাতালের মেডিকেল টিমকে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ।

সম্ভাব্য ক্ষয়ক্ষতির জেরে আহতদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তার জন্য আগামী ৬ মে পর্যন্ত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, ও কলকাতার মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে বেশ কিছু বেড রিজ়ার্ভ করে রাখার কথা বলা হয়েছে । মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির শিক্ষক-চিকিৎসক, RMO (রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার) এবং বিশেষ করে জেনেরাল সার্জারি, অর্থোপেডিক, অ্যানাস্থেসিস্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের যাতে যে কোনও ধরনের আপৎকালীন পরিস্থিতিতে পাওয়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ।

ফণীর জেরে যদি কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়, তা মোকাবিলার জন্য গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর্মীদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। ফণীর জেরে সম্ভাব্য যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য, ওষুধ ও চিকিৎসা-যন্ত্রসহ চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যে কোনও ধরনের সহায়তার জন্য, ২৪ ঘণ্টা স্টেট নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর । ৩ মে থেকে ৬ মে পর্যন্ত জেলা এবং রাজ্যস্তরে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম চালু থাকবে বলেও জানানো হয়েছে ।

Intro:কলকাতা, ২ মে: সাইক্লোন ফণীর সম্ভাব্য ক্ষয়-ক্ষতির মোকাবিলায়, সরকারি হাসপাতালগুলিতে বেড রিজার্ভ রাখার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রেডি রাখার কথা বলা হয়েছে।জারি হয়েছে হাই অ্যালার্ট। তবে শুধুমাত্র, এমন নয়। কন্ট্রোল রুম চালু সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
Body:বৃহস্পতিবার, ২ মে এই নির্দেশ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই নির্দেশে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সাইক্লোন ফণীর আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, সম্ভাব্য ক্ষয়-ক্ষতি যাতে মোকাবিলা করা সম্ভব হয়, তার জন্য মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ, উপাধ্যক্ষ তথা MSVP এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। বিশেষভাবে আগামী ৬ মে পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ব্লক লেভেলের হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিটি স্তরের হাসপাতালের মেডিকেল টিমকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে ওই নির্দেশে। মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং ব্লক হাসপাতালের এই মেডিকেল টিমগুলিকে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।

সম্ভাব্য ক্ষয়-ক্ষতির জেরে আহতদের যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, তার জন্য আগামী ৬ মে পর্যন্ত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতার মেডিকেল কলেজগুলি সহ বিভিন্ন সরকারি হাসপাতালের প্রতীটিতে কিছু বেড রিজার্ভ করে রাখার কথা বলা হয়েছে এ দিনের ওই নির্দেশে। মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির শিক্ষক-চিকিৎসক, RMO (রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার) এবং, বিশেষ করে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অ্যানাস্থেসিস্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের যাতে যে কোনও ধরনের ইমারজেন্সি পরিস্থিতিতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এই নির্দেশে।
Conclusion:ফণীর জেরে যদি কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়, তা মোকাবিলার জন্য গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর্মীদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। ফণীর জেরে সম্ভাব্য যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য, ওষুধ, চিকিৎসা-যন্ত্র সহ চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যে কোনও ধরনের সহায়তার জন্য, ২৪ ঘন্টা স্টেট নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাবে। ৩ মে থেকে ৬ মে পর্যন্ত জেলা এবং রাজ্যস্তরে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম চালু থাকবে বলেও জানানো হয়েছে এ দিনের এই নির্দেশে।
_______
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.