কলকাতা,9 ডিসেন্বর : SSKM হাসপাতালে অবস্থান বিক্ষোভ শুরু করলেন সরকারি নার্সরা SSKM হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের সামনে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় । আজ বেলা প্রায় 12 থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ।
সরকারি নার্সদের এই অংশ নার্সদের সংগঠন নার্সেস ইউনিটের সদস্য । মহিলাদের ধর্ষণ ও খুনের ঘটনা বেড়ে চলার প্রতিবাদে, বেতন বৈষম্য দূর, দুর্নীতিমুক্ত পদোন্নতির নীতি সহ অন্য আরও নানা দাবির ভিত্তিতে এই অবস্থান বিক্ষোভ চলছে । দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে ।
গত সেপ্টেম্বর মাসেও SSKM হাসপাতালের এই স্কুল অফ নার্সিংয়ের সামনে অবস্থান-বিক্ষোভ দেখিয়েছিলেন নার্সরা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান-বিক্ষোভ জারি রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল । শেষ পর্যন্ত, নার্সেস ইউনিটির প্রতিনিধিদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয় আলোচনার জন্য । স্বাস্থ্য ভবন থেকে প্রতিশ্রুতি মেলার পরে প্রায় 36 ঘণ্টা ধরে চলা এই অবস্থান-বিক্ষোভ তুলে নেওয়া হয়েছিল । নার্সেস ইউনিটির তরফে জানানো হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হলেও দাবি পূরণ হয়নি । যদিও, দীর্ঘ বছর ধরে সরকারি নার্সরা বঞ্চনার শিকার হয়ে চলেছেন বলে জানানো হয়েছে।
সোমবার বেলা প্রায় 12টা থেকে ফের অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন এই সরকারি নার্সরা । ধর্ষণ এবং মহিলাদের খুনের ঘটনা বেড়ে চলেছে। এই অবস্থার প্রতিবাদের পাশাপাশি বেতন কাঠামো সংশোধন তথা কেন্দ্রীয় হারে বেতন, দুর্নীতিমুক্ত পদোন্নতির নীতি চালু সহ অন্যান্য দাবিতে এই অবস্থান চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে।