কলকাতা, 20 এপ্রিল : এবার খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যের লাগজ়ারি ট্যাক্সিচালক ও মালিকরা । পাশাপাশি, EMI স্থগিত ও 10 লাখ টাকার স্বাস্থ্য বিমা দেওয়ার অনুরোধও জানানো হয়েছে তাঁদের তরফে ।
কোরোনা সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । জরুরি পরিষেবা ছাড়া আপাতত সব পরিষেবা বন্ধ । বন্ধ রয়েছে ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও লাগজ়ারি ট্যাক্সি পরিষেবাও। ফলে অন্যদের মতো আর্থিক সমস্যায় পড়েছেন লাগজ়ারি ট্যাক্সিচালক ও মালিকরা । রাজ্যে লাগজ়ারি ট্যাক্সির সংখ্যা প্রায় 50 হাজার। বর্তমানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 10 -12 হাজার গাড়ি। এই লকডাউন পরিস্থিতিতে বাকিরা বিপাকে পড়েছেন। একে খাবার জোগাড়ের চিন্তা, তার উপর EMI ।
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কাউন্সিল অফ লাগজ়ারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রতশঙ্কর ঘোষ বলেন, ""এই ব্যবসার সঙ্গে হাজার হাজার মানুষ ও তাদের পরিবার যুক্ত। লকডাউনের ফলে আমাদের ব্যবসা বন্ধ রয়েছে। আমাদের আয় পুরোপুরি বন্ধ । কবে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে তাও কিছু বলা যাচ্ছে না। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খাদ্য, ওষুধ ও অন্য করের উপর ছাড় দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছি। পরিবহন দপ্তরকেও চিঠি দিয়েছি।"
তিনি আরও বলেন, "আমরা CF ও রোড ট্যাক্সের উপর ছাড়, অন্যান্য জরিমানা ও ইনসিওরেন্সের টাকা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছি । কয়েক মাসের জন্য EMI স্থগিত রাখার কথাও বলা হয়েছে । চালক ও মালিকদের রেশন সামগ্রী দেওয়ার আবেদনও জানিয়েছি । এছাড়াও যে চালকরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আমরা 10 লাখ টাকার স্বাস্থ্য বিমার অনুরোধও জানিয়েছি।"