ETV Bharat / state

ট্য়াক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি 6টি সংগঠনের

ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আজ সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন সহ আরও ছ'টি সংগঠন ।

6টি সংগঠন
author img

By

Published : Jul 8, 2019, 10:59 PM IST

Updated : Jul 8, 2019, 11:07 PM IST

কলকাতা, 8 জুলাই : দাম বেড়েছে ডিজ়েল ও পেট্রলের । তাই বাড়াতে হবে ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়া । এই দাবি জানাল বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন । আজ এই দাবিতে সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন সহ আরও ছ'টি সংগঠন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বেঙ্গল ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "2012 সালে শেষ বারের মতো ভাড়া বেড়ে ছিল ট্যাক্সির । তারপর থেকে বহুবার পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে । তাই ট্য়াক্সির ফার্স্ট ডাউন ভাড়া 30টাকা থেকে বাড়িয়ে 40টাকা করা হোক । পাশাপাশি বাসের ভাড়া 7টাকা থেকে বাড়িয়ে 9টাকা করা হোক ।" তিনি বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি । আগামী 15 দিনের মধ্য়ে যদি কোনওরকম সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব । প্রয়োজনে বৃহত্তরে আন্দোলনের পথেও হাঁটব ।"

ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপক্যাব অপারেটরসের পক্ষ থেকে ইন্দ্রনীল ঘোষ বলেন, "1 ও 2 জুলাই ওলা, উবারের ভাড়া বৃদ্ধি নিয়ে আমরা ধর্মঘট ডেকেছিলাম । আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক ।"

লাগজ়ারি ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সম্পাদক সৈকত পাল বলেন, "লাগজ়ারি ট্য়াক্সির ক্ষেত্রে সারাদিনে মাত্র 465 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া নেওয়া যায় । তেলের খরচ, ড্রাইভারের মাইনে ও গাড়ির মেরামতের খরচের পর মালিকের হাতে কোনও টাকাই থাকে না । তাই আমরা চাই, অবিলম্বে ভাড়া বাড়িয়ে 1200 টাকা করা হোক ।"

কলকাতা, 8 জুলাই : দাম বেড়েছে ডিজ়েল ও পেট্রলের । তাই বাড়াতে হবে ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়া । এই দাবি জানাল বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন । আজ এই দাবিতে সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ট্যাক্সি অ্য়াসোসিয়েশন সহ আরও ছ'টি সংগঠন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বেঙ্গল ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "2012 সালে শেষ বারের মতো ভাড়া বেড়ে ছিল ট্যাক্সির । তারপর থেকে বহুবার পেট্রল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে । তাই ট্য়াক্সির ফার্স্ট ডাউন ভাড়া 30টাকা থেকে বাড়িয়ে 40টাকা করা হোক । পাশাপাশি বাসের ভাড়া 7টাকা থেকে বাড়িয়ে 9টাকা করা হোক ।" তিনি বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি । আগামী 15 দিনের মধ্য়ে যদি কোনওরকম সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব । প্রয়োজনে বৃহত্তরে আন্দোলনের পথেও হাঁটব ।"

ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপক্যাব অপারেটরসের পক্ষ থেকে ইন্দ্রনীল ঘোষ বলেন, "1 ও 2 জুলাই ওলা, উবারের ভাড়া বৃদ্ধি নিয়ে আমরা ধর্মঘট ডেকেছিলাম । আমরা চাই সরকার আমাদের দাবি মেনে নিক ।"

লাগজ়ারি ট্য়াক্সি অ্য়াসোসিয়েশনের সম্পাদক সৈকত পাল বলেন, "লাগজ়ারি ট্য়াক্সির ক্ষেত্রে সারাদিনে মাত্র 465 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া নেওয়া যায় । তেলের খরচ, ড্রাইভারের মাইনে ও গাড়ির মেরামতের খরচের পর মালিকের হাতে কোনও টাকাই থাকে না । তাই আমরা চাই, অবিলম্বে ভাড়া বাড়িয়ে 1200 টাকা করা হোক ।"

Intro:বাজেটে ডিজেল ও পেট্রোলের বৃদ্ধি পাওয়া দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়াতে হবে ট্যাক্সি, প্রাইভেট বাস ও মিনি বাসের ভাড়াও। এই দাবি নিয়েই আজ বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও আরও ছ'টি সংগঠন যৌথভাবে একটি সাংবাদিক বৈঠক করেন।




Body:2012 সালে শেষবারের মতো ট্যাক্সির ভাড়া বেড়ে ছিল তারপর থেকে দফায় দফায় ডিজেল পেট্রোলের দাম বাড়লেও ট্যাক্সি ভাড়া বাড়ানো হয়নি। তাই পরিবহন ব্যবস্থাকে সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগঠনগুলির তরফে পরিবহন ভবনে একটি চিঠির মাধ্যমে পুরো বিষয়টি জানানো হয়েছে। ট্যাক্সির ক্ষেত্রে ন্যূনতম ভাড়া বা ফার্স্ট ডাউন 30 থেকে বাড়িয়ে 40 করা হোক। পাশাপাশি বাসের ভাড়া 7 টাকা থেকে বাড়িয়ে 9 টাকা করার দাবি রাখেন তারা।

এছাড়াও বাড়াতে হবে মিনি বাসের ভাড়াও।

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, "আমরা পরিবহন ভবন তথা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি যে যে হারে লাফিয়ে লাফিয়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তার সাথে সামঞ্জস্য রেখে বাস ও ট্যাক্সি ভাড়া কমপক্ষে 25 পার্সেন্ট বাড়াতে হবে না হলে গাড়ি গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে পাশাপাশি আমরা বলেছি আমরা আমাদের চিঠিতে জানিয়েছি যে আমরা আগামী 15 দিন দেখব যদি তার মধ্যে কোন রকম সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে আমরা বিষয়টি বিবেচনা করবো এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।"

ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপক্যাব অপারেটরসের পক্ষ থেকে ইন্দ্রনিল ঘোষ বলেন, "সম্প্রতি 1 ও 2 জুলাই ওলা ও উবের কোম্পানির বিভিন্ন নীতির বিরোধিতা করে ধর্মঘট ডাকি। যখন জানিয়েছি যে আমাদের এই ধর্মঘটের জের কী হয় সেটা আমরা দেখব এববগ তারপর প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আজ আমরা এখানে বলতে চাই যে অ্যাপ ক্যাবের ক্ষেত্রে ভাড়ায় স্বচ্ছতা আনতে ও ভাড়ার তারতম্য মেটাতে সরকারি নিয়ন্ত্রণ প্রয়োজন।"




Conclusion:লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈকত পাল বলেন, " লাক্সারি ট্যাক্সর ক্ষেত্রে সারা দিনের জন্য মাত্র 465 টাকা দিয়ে একটি লাক্সারি গাড়ি ভাড়া নেওয়া হয়। তেলের খরচ, ড্রাইভারের মাইনে ও গাড়ির মেরামতের খরচ চালিয়ে মালিকের হাতে প্রায় কিছুই পরে থাকে না। তাই অবিলম্বে ভাড়া বাড়িয়ে প্রতিদিন 1200 টাকা করা হোক।"
Last Updated : Jul 8, 2019, 11:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.