কলকাতা, 9 জুলাই : লাগাতার জ্বালানির দাম বেড়ে চলেছে । তার সাথে সামঞ্জস্য রেখে চলতে চাইছে কলকাতার হলুদ ট্যাক্সি সংগঠন । দাবি, ন্যূনতম ভাড়া 30 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা করা হোক । এই ইশুতে বৃহস্পতিবার ট্যাক্সি অপারেটরগুলি বিক্ষোভ সভার আয়োজন করে। বিক্ষোভ কর্মসূচির পর তারা বেলতলা পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টে ডেপুটেশন জমা দেয়।
জ্বালানি তেলের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। তাই সংগঠনের তরফে অবিলম্বে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানানো হয় আজ । ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস
কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, “কেন্দ্রে BJP সরকার আসার পর থেকেই পরিবহনশিল্প ধীরে ধীরে শেষ হতে বসেছে । 7 জুন থেকে প্রতিদিন পেট্রল ও ডিজ়েলের দাম বেড়ে চলেছে । বর্তমানে ডিজ়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে 75.64 টাকা প্রতি লিটার । ফলে মালিক ও চালক আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন গুজরান করছে ।”
তিনি আরও বলেন, “এমনিতেই লকডাউন ও কোরোনা আতঙ্কে যাত্রীরা গণপরিবহন আর ব্যবহার করতে চাইছে না । এমন কী, খুব প্রয়োজন না থাকলে বহু মানুষ বাড়ি থেকেই বের হচ্ছেন না । শুধু তেলের দামই নয়, বেড়েছে যন্ত্রাংশের দামও । তাই তেল খরচ ও গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা বেরিয়ে যাচ্ছে তা বর্তমান পরিস্থিতিতে মালিকদের শ্বাসরুদ্ধ করেছে প্রায় । তাই বাধ্য হয়ে ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে আজ পরিবহন দপ্তরে অ্যাডিশনাল ডিরেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দিলাম । যদি ট্যাক্সি ভাড়া অবিলম্বে বাড়ানো না হয় তাহলে ট্যাক্সি চালানো অসম্ভব হয়ে পড়বে । ”