ETV Bharat / state

Kolkata Durga Puja: কলকাতায় ফের পুজো পরিদর্শনে ইউনেসকোর প্রতিনিধিরা, 26টি মণ্ডপ ঘুরবেন তাঁরা

গতবছর স্বীকৃতি উদযাপনে কলকাতা তথা বাংলার দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ৷ এবারও পুজোর ঠিক আগেই ফের তিলোত্তমায় পা রাখছে 'ইউনেসকো'র প্রতিনিধি দল। 11-15 অক্টোবর উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখবেন তাঁরা।

Kolkata Durga Puja
কলকাতায় পুজো দেখতে আসছেন ইউনেসকোর প্রতিনিধিরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:20 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন বিশ্বজনীন ৷ গত বছরই বাংলার শ্রেষ্ঠ উৎসবের মুকুটে জুড়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেসকো দিয়েছে অধরা ঐতিহ্যের স্বীকৃতি। গতবছর সেই স্বীকৃতি উদযাপনে কলকাতা তথা বাংলার দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ৷ এবারও পুজোর ঠিক আগেই ফের তিলোত্তমায় পা রাখছে 'ইউনেসকো'র একটি প্রতিনিধি দল। 11-15 অক্টোবর উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখবেন তাঁরা।

উমাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আপামর বাঙালি ৷ বেজে গিয়েছে আগমনীর সুর। মণ্ডপে মণ্ডপ এখন ব্যস্ততা চূড়ান্ত। আমজনতা সেইসব মণ্ডপে যাওয়ার আগেই ইউনেসকো'র প্রতিনিধি দল ঘুরে ফেলবে । সূত্রের খবর, কলকাতার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম মিলিয়ে মোট 26 টি পুজো ঘুরে দেখবে ইউনেসকো'র এই প্রতিনিধি দল। যে 9টি ক্যাটেগরি তাঁরা পরিদর্শন করবেন সেগুলো হলো- আর্টিস্ট ফ্রম আর্টস ইনস্টিটিউশনাল ব্যকগ্রাউন্ড। এর মধ্যে আছে শিল্পী ভবতোষ সুতারের অর্জুনপুর আমরা সবাই ক্লাব। শিল্পী দেবাশিস বারুইয়ের চোরবাগান সর্বজনীন। শিল্পী প্রদীপ পালের দমদম তরুণ দল। শিল্পী সুশান্ত পালের টালা প্রত্যয়।

আর্টিস্ট ফ্রম আদার্স ইনস্টিটিউশনাল ব্যকগ্রাউন্ড ক্যাটেগরিতে রয়েছে শিল্পী অনির্বাণ দাসের গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। বিশ্বনাথ দে'র কালীঘাট মিলন সংঘ। শিল্পী মলয় রায় ও শুভময় সিনহার রাজডাঙা নব উদয়ন সংঘ। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বেলেঘাটা 33 পল্লী। অন্য একটি ক্যাটেগরি ওমেন আর্টিস্ট ৷ এই ক্যাটেগরিতে থাকছে শিল্পী উপাসনা চট্টোপাধ্যায়ের বেহালা ফ্রেন্ডস। দুর্গাপুজো আর্টস্ট ইন কোলাবরেশন উইথ ফরেন আর্টিস্ট ক্যাটাগরিতে আছে বেহালা নতুন দল। শিল্পী অয়ন সাহার সঙ্গে বিদেশি শিল্পীর যৌথ উপস্থাপনা দেখা যাবে সেখানে।

আরও পড়ুন: দুর্গাপুজোকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াবে রাজ্যের পর্যটন, দাবি ফিরহাদের

কনসিসটেন্ট কনটেম্পোরারি দুর্গাপুজো আর্টস ইনস্টলেশন ক্যাটাগরিতে আছে 95 পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী, দমদম পার্ক তরুণ সংঘ, কাশীবোস লেন দুর্গাপুজো সমিতি, নাকতলা উদয়ন সংঘ, সমাজসেবী সংঘ, সুরুচি সংঘ, ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, ত্রিধারা অকাল বোধন। আইডিয়াল স্পনসর্ড প্রজেক্টেড দুর্গাপুজো আর্টস ক্যাটেগরিতে আছে দমদম পার্ক ভারত চক্রের পুজো। মডেল অর্গানাইজার ড্রিভেন দুর্গাপুজো আর্টস ক্যাটাগরিতে রয়েছে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ট্র্যাডিশনাল দুর্গা পুজো আর্টস ক্যাটাগরিতে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অ্যারিস্ট্রোকেট হাউজ হোল্ড (বনেদি বাড়ি) দুর্গাপুজো আর্টস ক্যাটাগরিতে থাকছে কলুটোলা রায় বাড়ি ও জোড়াসাঁকো দাঁ বাড়ি।

কলকাতা, 30 সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন বিশ্বজনীন ৷ গত বছরই বাংলার শ্রেষ্ঠ উৎসবের মুকুটে জুড়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেসকো দিয়েছে অধরা ঐতিহ্যের স্বীকৃতি। গতবছর সেই স্বীকৃতি উদযাপনে কলকাতা তথা বাংলার দুর্গাপুজোয় হাজির হয়েছিলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ৷ এবারও পুজোর ঠিক আগেই ফের তিলোত্তমায় পা রাখছে 'ইউনেসকো'র একটি প্রতিনিধি দল। 11-15 অক্টোবর উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখবেন তাঁরা।

উমাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আপামর বাঙালি ৷ বেজে গিয়েছে আগমনীর সুর। মণ্ডপে মণ্ডপ এখন ব্যস্ততা চূড়ান্ত। আমজনতা সেইসব মণ্ডপে যাওয়ার আগেই ইউনেসকো'র প্রতিনিধি দল ঘুরে ফেলবে । সূত্রের খবর, কলকাতার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম মিলিয়ে মোট 26 টি পুজো ঘুরে দেখবে ইউনেসকো'র এই প্রতিনিধি দল। যে 9টি ক্যাটেগরি তাঁরা পরিদর্শন করবেন সেগুলো হলো- আর্টিস্ট ফ্রম আর্টস ইনস্টিটিউশনাল ব্যকগ্রাউন্ড। এর মধ্যে আছে শিল্পী ভবতোষ সুতারের অর্জুনপুর আমরা সবাই ক্লাব। শিল্পী দেবাশিস বারুইয়ের চোরবাগান সর্বজনীন। শিল্পী প্রদীপ পালের দমদম তরুণ দল। শিল্পী সুশান্ত পালের টালা প্রত্যয়।

আর্টিস্ট ফ্রম আদার্স ইনস্টিটিউশনাল ব্যকগ্রাউন্ড ক্যাটেগরিতে রয়েছে শিল্পী অনির্বাণ দাসের গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। বিশ্বনাথ দে'র কালীঘাট মিলন সংঘ। শিল্পী মলয় রায় ও শুভময় সিনহার রাজডাঙা নব উদয়ন সংঘ। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বেলেঘাটা 33 পল্লী। অন্য একটি ক্যাটেগরি ওমেন আর্টিস্ট ৷ এই ক্যাটেগরিতে থাকছে শিল্পী উপাসনা চট্টোপাধ্যায়ের বেহালা ফ্রেন্ডস। দুর্গাপুজো আর্টস্ট ইন কোলাবরেশন উইথ ফরেন আর্টিস্ট ক্যাটাগরিতে আছে বেহালা নতুন দল। শিল্পী অয়ন সাহার সঙ্গে বিদেশি শিল্পীর যৌথ উপস্থাপনা দেখা যাবে সেখানে।

আরও পড়ুন: দুর্গাপুজোকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াবে রাজ্যের পর্যটন, দাবি ফিরহাদের

কনসিসটেন্ট কনটেম্পোরারি দুর্গাপুজো আর্টস ইনস্টলেশন ক্যাটাগরিতে আছে 95 পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী, দমদম পার্ক তরুণ সংঘ, কাশীবোস লেন দুর্গাপুজো সমিতি, নাকতলা উদয়ন সংঘ, সমাজসেবী সংঘ, সুরুচি সংঘ, ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, ত্রিধারা অকাল বোধন। আইডিয়াল স্পনসর্ড প্রজেক্টেড দুর্গাপুজো আর্টস ক্যাটেগরিতে আছে দমদম পার্ক ভারত চক্রের পুজো। মডেল অর্গানাইজার ড্রিভেন দুর্গাপুজো আর্টস ক্যাটাগরিতে রয়েছে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ট্র্যাডিশনাল দুর্গা পুজো আর্টস ক্যাটাগরিতে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অ্যারিস্ট্রোকেট হাউজ হোল্ড (বনেদি বাড়ি) দুর্গাপুজো আর্টস ক্যাটাগরিতে থাকছে কলুটোলা রায় বাড়ি ও জোড়াসাঁকো দাঁ বাড়ি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.