কলকাতা, 2 মার্চ: কলকাতা পুরসভার 2022-23 অর্থবছরের 177 কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম । ক্রমশ অর্থসংকটে জেরবার হচ্ছে কলকাতা পৌরসভা । কর্পোরেশনের তথ্যেই ক্রমশ স্পষ্ট হচ্ছে (Deficit Budget Table 2022-2023) । গত অর্থবছরে 161 কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করেন মেয়র (Kolkata Municipal Corporation)।
জানা গিয়েছে, চলতি বছরে কলকাতা কর্পোরেশনে ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 580 কোটি 75 লক্ষ টাকা । এই বিপুল পরিমাণ ঘাটতি অবশ্য করোনা পরিস্থিতির ওপরই চাপিয়েছেন ফিরহাদ হাকিম । তিনি এদিন জানান, করোনার চতুর্থ ঢেউ না এলে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঘাটতির পরিমাণ কমবে । আগামী বছরের লক্ষ্য আয় বাড়ানোর । তাই ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা ।
আরও পড়ুন: Bengal Civic Polls Result 2022: তৃণমূল ছাড়া অন্য কাউকে ভরসাই করছে না মানুষ, মন্তব্য ফিরহাদের
ইতিমধ্যেই সম্পত্তি কর এবং লাইসেন্স বিভাগ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করেছে । যার ফলে আয় অনেকটা বেড়েছে । আগামী বছরে মানুষ আরও সম্পত্তি কর জমা দেবে বলেই মনে করেছেন মেয়র ফিরহাদ হাকিম । সেই সঙ্গে বেআইনি বিজ্ঞাপন বন্ধের দিকে জোর দেওয়ার কথা জানান । বিজ্ঞাপন নীতির বদলে আয়ের পথ খানিকটা প্রশস্ত করতে চলেছে কলকাতা পুরসভা । ফিরহাদ হাকিমের কথায় কিছু মানুষ বাড়ির ছাদে লোয়ার স্ট্রাকচার করে বিজ্ঞাপন লাগিয়ে আয় করছে । কলকাতা পুরসভার কোনও অনুমতি দিচ্ছে না এই ক্ষেত্রে এরকম বেআইনি বিজ্ঞাপন বন্ধ করা হবে বলে উল্লেখ করেন মেয়র ।
আরও পড়ুন: Firhad Hakim blames Left front : খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের
যে সকল বাড়িতে স্ট্রাকচার আছে সেই বাড়ি কমার্শিয়াল টেক্স ধরা হবে । পরিবেশের দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন । তিনি জানিয়েছেন আমফানের মত প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কায় শহরে প্রায় 31 শতাংশ গাছ নষ্ট হয়ে গিয়েছে । গাছ লাগানো হবে । পাশাপাশি প্রয়োজন মতো সৌন্দর্যায়ন করা হবে কলকাতায় । আদিগঙ্গা সংস্কারের কাজ শুরু হবে দ্রুত বলেই জানান তিনি ।
এই ঘাটতি বাজেট পেশের পরেই মেয়র উল্লেখ করেন, এতদিন সংযুক্ত এলাকাগুলি যুক্ত হলেও সেভাবে বেশকিছু ওয়ার্ডে উন্নয়ন করা সম্ভব হয়ে ওঠেনি । আবার বেশ কয়েকটি ওয়ার্ড দারুণভাবে উন্নয়নের কাজ করা হয়েছে । তাই সংযুক্ত এলাকার যে ওয়ার্ডগুলো এখনও পিছিয়ে আছে, সেগুলিকে ব্যাকওয়ার্ড ওয়ার্ড হিসেবে চিহ্নিত করে একটি ফান্ড দেওয়া হবে । যাতে সেই সমস্ত ওয়ার্ডের পরিকাঠামো উন্নত করা যায় । পরিষেবা আরও উন্নত করা যায় ।