ETV Bharat / state

Debasish Kumar: দূত দেবাশিস, পার্থর কেন্দ্রে শুরু 'দিদির সুরক্ষা কবচ'

পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) এলাকায় দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচি পালন করলেন দেবাশিস কুমার (Debasish Kumar) ৷ কী বললেন তিনি ?

Debasish Kumar starts Didir Suraksha Kawach campaign in Partha Chatterjee constituency
পার্থ চট্টোপাধ্য়ায়ের এলাকায় দেবাশিস কুমার ৷
author img

By

Published : Jan 8, 2023, 8:19 PM IST

Updated : Jan 8, 2023, 9:46 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: দুর্নীতির দায়ে জেলে রয়েছেন রাজ্যেক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এই অবস্থায় তিনি যে বিধানসভা এলাকার বিধায়ক, অর্থাৎ সেই বেহালা পশ্চিমে দলের মুখ হবেন কে ? গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল ৷ এদিকে, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস কুমার জানিয়ে দিয়েছিলেন, যে বিধানসভাগুলিতে এই মুহূর্তের তৃণমূল কংগ্রেসের কোনও বিধায়ক নেই, সেখানে দলের অন্য বিধায়করা দলীয় কর্মসূচির প্রচার করবেন ৷ এর জেরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তাহলে নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) অভিযুক্ত বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে দলের হয়ে প্রচার করবেন কে ? রবিবার অবশেষে এর উত্তর পাওয়া গেল ! সেখানে 'দিদির দূত' (Didir Doot) হয়ে মানুষের দরজায় পৌঁছলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার (Debasish Kumar) স্বয়ং !

উল্লেখ্য, নতুন বছরের শুরু থেকেই নয়া জনসংযোগ কর্মসূচি শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) ৷ দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) নামে নতুন এই জনসংযোগ কর্মসূচির পুরোভাগে থাকছেন এলাকার জনপ্রতিনিধিরা ৷ যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে বেহালা পশ্চিমে নেই, তাই এই দায়িত্ব পালন করলেন শাসকদলেরই সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক জেলা সভাপতি।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ-অর্পিতাকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

এদিন দলের নয়া কর্মসূচি প্রসঙ্গে দেবাশিস বলেন, "তৃণমূল কংগ্রেস স্বচ্ছতায় বিশ্বাসী এবং রাজ্য সরকারও তাই ৷ দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে না ৷ একথা আগেই জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে, তার জন্য কোনও এলাকায় কাজও থমকে থাকবে না ৷" এদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও মুখ খুলেছেন দেবাশিস ৷ তিনি জানিয়েছেন, "ইতিমধ্যেই দল পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তার অবস্থান প্রকাশ্যে এনেছে ৷ তাঁর বিষয়টি আপাতত ভারতীয় বিচারব্যবস্থার অধীনে রয়েছে ৷"

এছাড়াও, দেবাশিস এদিন বোঝান, তৃণমূলে ব্যক্তি কোনও বিষয় নয়, দল এবং প্রতীকই আসল ৷ দেবাশিসের কথায়, "পার্থ চট্টোপাধ্যায় বা নির্দিষ্ট কোনও ব্যক্তি কোনও বিষয় নয় ৷ প্রতীকটাই আসল ৷ সকলে মুখ্যমন্ত্রীকে চেনেন ৷ তাঁকে বিশ্বাস করেন ৷ দল পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নেই ৷ তাই তাঁকে নিয়ে দলের অস্বস্তির কোনও প্রশ্ন নেই ৷ কারণ, এই দল সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী ৷"

কলকাতা, 8 জানুয়ারি: দুর্নীতির দায়ে জেলে রয়েছেন রাজ্যেক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এই অবস্থায় তিনি যে বিধানসভা এলাকার বিধায়ক, অর্থাৎ সেই বেহালা পশ্চিমে দলের মুখ হবেন কে ? গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছিল ৷ এদিকে, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস কুমার জানিয়ে দিয়েছিলেন, যে বিধানসভাগুলিতে এই মুহূর্তের তৃণমূল কংগ্রেসের কোনও বিধায়ক নেই, সেখানে দলের অন্য বিধায়করা দলীয় কর্মসূচির প্রচার করবেন ৷ এর জেরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তাহলে নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) অভিযুক্ত বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে দলের হয়ে প্রচার করবেন কে ? রবিবার অবশেষে এর উত্তর পাওয়া গেল ! সেখানে 'দিদির দূত' (Didir Doot) হয়ে মানুষের দরজায় পৌঁছলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার (Debasish Kumar) স্বয়ং !

উল্লেখ্য, নতুন বছরের শুরু থেকেই নয়া জনসংযোগ কর্মসূচি শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) ৷ দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) নামে নতুন এই জনসংযোগ কর্মসূচির পুরোভাগে থাকছেন এলাকার জনপ্রতিনিধিরা ৷ যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে বেহালা পশ্চিমে নেই, তাই এই দায়িত্ব পালন করলেন শাসকদলেরই সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক জেলা সভাপতি।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ-অর্পিতাকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

এদিন দলের নয়া কর্মসূচি প্রসঙ্গে দেবাশিস বলেন, "তৃণমূল কংগ্রেস স্বচ্ছতায় বিশ্বাসী এবং রাজ্য সরকারও তাই ৷ দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে না ৷ একথা আগেই জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে, তার জন্য কোনও এলাকায় কাজও থমকে থাকবে না ৷" এদিন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও মুখ খুলেছেন দেবাশিস ৷ তিনি জানিয়েছেন, "ইতিমধ্যেই দল পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তার অবস্থান প্রকাশ্যে এনেছে ৷ তাঁর বিষয়টি আপাতত ভারতীয় বিচারব্যবস্থার অধীনে রয়েছে ৷"

এছাড়াও, দেবাশিস এদিন বোঝান, তৃণমূলে ব্যক্তি কোনও বিষয় নয়, দল এবং প্রতীকই আসল ৷ দেবাশিসের কথায়, "পার্থ চট্টোপাধ্যায় বা নির্দিষ্ট কোনও ব্যক্তি কোনও বিষয় নয় ৷ প্রতীকটাই আসল ৷ সকলে মুখ্যমন্ত্রীকে চেনেন ৷ তাঁকে বিশ্বাস করেন ৷ দল পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নেই ৷ তাই তাঁকে নিয়ে দলের অস্বস্তির কোনও প্রশ্ন নেই ৷ কারণ, এই দল সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী ৷"

Last Updated : Jan 8, 2023, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.