ETV Bharat / state

রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 187 - corona death

এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা 187 । আক্রান্ত 3 হাজার 197 জন ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : May 22, 2020, 12:17 AM IST

কলকাতা, 21 মে : 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় মৃত্যু হল ছ'জনের । এর ফলে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 187 ।

এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 197 । গত 24 ঘণ্টায় 94 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে ।

রাজ্যে এখনও পর্যন্ত 1 লাখ 15 হাজার 244 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 1 হাজার 280 জনের পরীক্ষা করা হয়েছে । বর্তমানে কোরোনা আক্রান্তের হার 2.27 শতাংশ ।

এখনও পর্যন্ত 1 হাজার 193জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি পেয়েছে । সরকারি, বেসরকারি মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত 69টি কোরোনো চিকিৎসাকেন্দ্রে চালু আছে ।

কলকাতা, 21 মে : 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় মৃত্যু হল ছ'জনের । এর ফলে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 187 ।

এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 197 । গত 24 ঘণ্টায় 94 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে ।

রাজ্যে এখনও পর্যন্ত 1 লাখ 15 হাজার 244 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 1 হাজার 280 জনের পরীক্ষা করা হয়েছে । বর্তমানে কোরোনা আক্রান্তের হার 2.27 শতাংশ ।

এখনও পর্যন্ত 1 হাজার 193জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি পেয়েছে । সরকারি, বেসরকারি মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত 69টি কোরোনো চিকিৎসাকেন্দ্রে চালু আছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.