ETV Bharat / state

Newtown Bike Accident: দশমীর ভোরে দ্রুত গতির বলি বাইক আরোহী ! জখম যাত্রী - Death by bike accident on Dashami

ভোর 4টে 10-15 মিনিট নাগাদ এক পথচারী দেখতে পান রাস্তার পাশে একটি বাইক পড়ে আছে ৷ কাছে এসে দেখেন রাস্তার ধারে দু'জন রক্তাক্ত অবস্থায় ৷ তাঁর থেকেই খবর পায় পুলিশ (Road Accident in Newtown) ৷

Newtown Road Accident on Dashami
ETV Bharat
author img

By

Published : Oct 5, 2022, 2:27 PM IST

নিউটাউন, 5 অক্টোবর: দশমীর ভোরে গতির বলি বাইক আরোহী । গুরুতর জখম অন্য যাত্রী ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ইকোপার্ক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে নিউটাউন রাম মন্দির আইল্যান্ডের কাছে ৷ বাইকচালক এবং আরোহী দু'জনেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷

সারচি সিগন্যাল থেকে নবাবপুর মোড়ের দিকে যাওয়ার সময় গাড়ির গতিবেগ এত বেশি ছিল যে রামমন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি ৷ রাস্তার পাশে লাইট পোস্টে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন দু'জন । পথচলতি মানুষ এসে ইকোপার্ক থানায় খবর দেন । পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা । অন্যজনকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার দুই পর্যটকের

ভোরবেলা ওই পথ দিয়ে যাচ্ছিলেন অরুণাভ সিংহ ৷ তিনি বলেন, "ভোর 4টে 10 মিনিট নাগাদ আসছিলাম ৷ দূর থেকে দেখি একটা গাড়ি পড়ে রয়েছে ৷ ভাবছিলাম কেউ হয়তো ভিডিয়ো করছে ৷ তারপর কাছে আসতে দেখি একজন মাথা ফেটে পড়ে রয়েছেন । অন্যজনের পায়ে চোট লেগেছে । "

নিউটাউন, 5 অক্টোবর: দশমীর ভোরে গতির বলি বাইক আরোহী । গুরুতর জখম অন্য যাত্রী ৷ ঘটনাস্থলে পৌঁছেছে ইকোপার্ক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে নিউটাউন রাম মন্দির আইল্যান্ডের কাছে ৷ বাইকচালক এবং আরোহী দু'জনেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷

সারচি সিগন্যাল থেকে নবাবপুর মোড়ের দিকে যাওয়ার সময় গাড়ির গতিবেগ এত বেশি ছিল যে রামমন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি ৷ রাস্তার পাশে লাইট পোস্টে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন দু'জন । পথচলতি মানুষ এসে ইকোপার্ক থানায় খবর দেন । পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা । অন্যজনকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার দুই পর্যটকের

ভোরবেলা ওই পথ দিয়ে যাচ্ছিলেন অরুণাভ সিংহ ৷ তিনি বলেন, "ভোর 4টে 10 মিনিট নাগাদ আসছিলাম ৷ দূর থেকে দেখি একটা গাড়ি পড়ে রয়েছে ৷ ভাবছিলাম কেউ হয়তো ভিডিয়ো করছে ৷ তারপর কাছে আসতে দেখি একজন মাথা ফেটে পড়ে রয়েছেন । অন্যজনের পায়ে চোট লেগেছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.