ETV Bharat / state

আলোচনায় বসার জন্য সরকারকে 26 জানুয়ারি পর্যন্ত ডেডলাইন পার্শ্বশিক্ষকদের - ডেডলাইন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের

সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভের 37 দিন হয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক বার্তা মেলেনি । আর তাই তৃণমূল সরকারকে 26 জানুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার ডেডলাইন দিল পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।

agitation of para teachers
পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ
author img

By

Published : Jan 23, 2021, 7:52 AM IST

Updated : Jan 23, 2021, 8:00 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : দেখতে দেখতে 37(আজ) দিন হয়ে গেল সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভের । কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে পারল না পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ । তাই গতকাল পার্শ্বশিক্ষকরা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে 26 জানুয়ারি পর্যন্ত ডেডলাইন দিলেন আলোচনায় বসার জন্য । না হলে 27 জানুয়ারি তাঁরা বিধানসভা পর্যন্ত পৌঁছে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

18 ডিসেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে চলে আসা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের অবস্থান বিক্ষোভের 37তম দিন । অবস্থান বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তাঁরা ব্যর্থ হয়েছেন । তাই গতকাল সরকারকে ডেডলাইন দেয় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।

মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা এই সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি যে 26 জানুয়ারি পর্যন্ত আমরা এই সরকারকে ডেডলাইন দিলাম । 26 জানুয়ারি আলাপ-আলোচনা করে আমাদের দাবি পূরণে এই সরকার যদি কোনও ভূমিকা গ্রহণ না করে তাহলে কিন্তু আমরা 27 জানুয়ারি পথে বুঝে নেব কীভাবে আমাদের দাবি আদায় করতে হয় । 26 তারিখের মধ্যে যদি কোনও কিছু ঘোষণা না হয় তাহলে 27 জানুয়ারি আমরা বিধানসভার স্পিকারের কাছে ডেপুটেশন দেব ।"

আরও পড়ুন : 24তম দিনে পার্শ্ব শিক্ষকদের অবস্থান; লড়াই আরও দীর্ঘ হবে, বলছেন আন্দোলনকারীরা

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আর এক যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, "আমরা এই মানবিক সরকারের কাছে, মা মাটি মানুষের সরকারের কাছে আর কয়েকটা দিন আস্থা রাখছি । আগামী 26 জানুয়ারি আমাদের অবস্থানের 40 দিন পূরণ হচ্ছে । ওইদিন পর্যন্ত আমরা সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রাখছি । আমরা আশা রাখছি, মুখ্যমন্ত্রী 2011 সালে তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত তিনি কার্যকর করবেন । এই আস্থা, এই ভরসা আমরা রাখছি । যদি তা না হয় তাহলে 41তম দিনটা খুব একটা ভালো হবে না ।"

কলকাতা, 23 জানুয়ারি : দেখতে দেখতে 37(আজ) দিন হয়ে গেল সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভের । কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে পারল না পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ । তাই গতকাল পার্শ্বশিক্ষকরা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে 26 জানুয়ারি পর্যন্ত ডেডলাইন দিলেন আলোচনায় বসার জন্য । না হলে 27 জানুয়ারি তাঁরা বিধানসভা পর্যন্ত পৌঁছে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

18 ডিসেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে চলে আসা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের অবস্থান বিক্ষোভের 37তম দিন । অবস্থান বিক্ষোভ চলাকালীন বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তাঁরা ব্যর্থ হয়েছেন । তাই গতকাল সরকারকে ডেডলাইন দেয় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ।

মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা এই সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি যে 26 জানুয়ারি পর্যন্ত আমরা এই সরকারকে ডেডলাইন দিলাম । 26 জানুয়ারি আলাপ-আলোচনা করে আমাদের দাবি পূরণে এই সরকার যদি কোনও ভূমিকা গ্রহণ না করে তাহলে কিন্তু আমরা 27 জানুয়ারি পথে বুঝে নেব কীভাবে আমাদের দাবি আদায় করতে হয় । 26 তারিখের মধ্যে যদি কোনও কিছু ঘোষণা না হয় তাহলে 27 জানুয়ারি আমরা বিধানসভার স্পিকারের কাছে ডেপুটেশন দেব ।"

আরও পড়ুন : 24তম দিনে পার্শ্ব শিক্ষকদের অবস্থান; লড়াই আরও দীর্ঘ হবে, বলছেন আন্দোলনকারীরা

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আর এক যুগ্ম সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, "আমরা এই মানবিক সরকারের কাছে, মা মাটি মানুষের সরকারের কাছে আর কয়েকটা দিন আস্থা রাখছি । আগামী 26 জানুয়ারি আমাদের অবস্থানের 40 দিন পূরণ হচ্ছে । ওইদিন পর্যন্ত আমরা সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রাখছি । আমরা আশা রাখছি, মুখ্যমন্ত্রী 2011 সালে তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত তিনি কার্যকর করবেন । এই আস্থা, এই ভরসা আমরা রাখছি । যদি তা না হয় তাহলে 41তম দিনটা খুব একটা ভালো হবে না ।"

Last Updated : Jan 23, 2021, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.