বিধাননগর, ১৭ ডিসেম্বর : কেষ্টপুর খাল থেকে উদ্ধার হল IT কর্মীর দেহ । নাম নিকেত সিং । তিনি সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । তাঁর বাড়ি বা অন্য কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ।
আজ সকালে মহিষাবাথান উদয়ন পল্লির বাসিন্দারা দেখতে পায়, কেষ্টপুর খালে একটি মৃতদেহ পড়ে রয়েছে । তারা ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেয় । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । তাঁর পকেটে থাকা ID কার্ড দেখে নাম এবং যে সংস্থায় কাজ করতেন তার নাম জানা যায় । বাকি তথ্যের জন্য ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, পায়ে কোনও জুতো ছিল না মৃতদেহটির । স্থানীয়রা জানায়, ওই যুবক এই এলাকার বাসিন্দাও নন । ফলে অন্য কোথাও থেকে ভাসতে ভাসতে মৃতদেহটি এখানে এসে থাকতে পারে । এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ।