ETV Bharat / state

কেষ্টপুর খাল থেকে উদ্ধার IT কর্মীর দেহ - উদ্ধার হল IT কর্মীর দেহ

কেষ্টপুর খাল থেকে উদ্ধার হল নিকেত সিং নামে এক IT কর্মীর দেহ ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 17, 2019, 11:41 PM IST

বিধাননগর, ১৭ ডিসেম্বর : কেষ্টপুর খাল থেকে উদ্ধার হল IT কর্মীর দেহ । নাম নিকেত সিং । তিনি সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । তাঁর বাড়ি বা অন্য কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ।

দেখুন ভিডিয়ো...

আজ সকালে মহিষাবাথান উদয়ন পল্লির বাসিন্দারা দেখতে পায়, কেষ্টপুর খালে একটি মৃতদেহ পড়ে রয়েছে । তারা ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেয় । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । তাঁর পকেটে থাকা ID কার্ড দেখে নাম এবং যে সংস্থায় কাজ করতেন তার নাম জানা যায় । বাকি তথ্যের জন্য ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, পায়ে কোনও জুতো ছিল না মৃতদেহটির । স্থানীয়রা জানায়, ওই যুবক এই এলাকার বাসিন্দাও নন । ফলে অন্য কোথাও থেকে ভাসতে ভাসতে মৃতদেহটি এখানে এসে থাকতে পারে । এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ।

বিধাননগর, ১৭ ডিসেম্বর : কেষ্টপুর খাল থেকে উদ্ধার হল IT কর্মীর দেহ । নাম নিকেত সিং । তিনি সল্টলেকের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । তাঁর বাড়ি বা অন্য কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ।

দেখুন ভিডিয়ো...

আজ সকালে মহিষাবাথান উদয়ন পল্লির বাসিন্দারা দেখতে পায়, কেষ্টপুর খালে একটি মৃতদেহ পড়ে রয়েছে । তারা ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেয় । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । তাঁর পকেটে থাকা ID কার্ড দেখে নাম এবং যে সংস্থায় কাজ করতেন তার নাম জানা যায় । বাকি তথ্যের জন্য ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, পায়ে কোনও জুতো ছিল না মৃতদেহটির । স্থানীয়রা জানায়, ওই যুবক এই এলাকার বাসিন্দাও নন । ফলে অন্য কোথাও থেকে ভাসতে ভাসতে মৃতদেহটি এখানে এসে থাকতে পারে । এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:বিধাননগর, ১৭ ডিসেম্বর: কেষ্টপুর খাল থেকে এক আইটি কর্মীর মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার।মৃতের নাম নিকেত সিং বলে জানিয়েছে পুলিশ। টিসিএস নামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল ঐ ব্যক্তি। তবে তার বাড়ির ঠিকানা কিংবা ইদানিং কোথায় থাকত ঐ ব্যক্তি তা জানা যায়নি। সেই সব তথ্য জানতে তার অফিসের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। Body:স্থানীয়দের দাবি, এদিন সকালে মহিষবাথান উদয়ন পল্লীর বাসিন্দারা দেখতে পান কেষ্টপুর খালে একটি মৃতদেহ ভাসছে।তড়িঘড়ি তারা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।মৃতদহের এক পায়ে জুতো ছিল না।তার পকেট থেকে একটি ইমপ্লয় কার্ড পাওয়া গেছে সেই থেকে তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।তবে এলাকার দাবি এই যুবক এখানে থাকে না।তবে কোথায় থাকে।মনে করা হচ্ছে কেষ্টপুর এর দিক থেকে ভাসতে ভাসতে এখানে এসে আটকে যায়।খুন নাকি অন্য কোনো ঘটনা মৃত্যুর পিছনে খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.