ETV Bharat / state

বন্ধুদের ডাকে বেরিয়ে নিখোঁজ, 2 দিন পর খালের ধারে দেহ - রাজারহাটে উদ্ধার মৃতদেহ

মাঠে কাজ করতে যাওয়ার সময় গাজিপাড়ার একটি খালের মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন । খবর দেওয়া হয় নিউটাউন ও রাজারহাট থানায় ।

মৃতযুবক
author img

By

Published : Sep 15, 2019, 9:54 PM IST

রাজারহাট, 15 সেপ্টেম্বর : ফোন করে ডেকে পাঠিয়েছিল বন্ধুরা । দুইদিন পর যুবকের রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল খালের ধারে । মৃত যুবকের নাম খবিরুল গাজি (রাহুল) । বাড়ি রাজারহাটের মহম্মদপুর গাজিপাড়ায় । মৃতদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ ।

আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় খালের জলের মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন । খবর দেওয়া হয় নিউটাউন ও রাজারহাট থানায় । বাড়ির লোকজন এসে মৃতদেহ চিহ্নিত করে । বছর তেইশের খবিরুল নিউটাউনের একটি স্কুলের গাড়ি চালাতেন ৷ পাশাপাশি ছাতুর ব্যবসাও করতেন ।

মৃতের পরিবার জানিয়েছে, বন্ধুদের ফোন পেয়ে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান খবিরুল ৷ পরিজনদের অভিযোগ, বন্ধুরাই রাতে ফোন করে ডেকে হয়ত খবিরুলকে পিটিয়ে খুন করে খালে ফেলে দিয়েছে । স্থানীয়দের অভিযোগ, রাজারহাট আর নিউটাউনের মাঝখানের এই জায়গায়টা ফাঁকা থাকায় এখানে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে । তাদের দাবি, তাড়াতাড়ি প্রশাসন এই সব জায়গায় যেন আলোর ব্যবস্থা করে ।

যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তবুও তারা ময়নাতদন্তের রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে । যুবকের কল লিস্ট খতিয়ে দেখা হবে জানিয়েছে রাজারহাট থানার পুলিশ ।

রাজারহাট, 15 সেপ্টেম্বর : ফোন করে ডেকে পাঠিয়েছিল বন্ধুরা । দুইদিন পর যুবকের রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল খালের ধারে । মৃত যুবকের নাম খবিরুল গাজি (রাহুল) । বাড়ি রাজারহাটের মহম্মদপুর গাজিপাড়ায় । মৃতদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ ।

আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় খালের জলের মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন । খবর দেওয়া হয় নিউটাউন ও রাজারহাট থানায় । বাড়ির লোকজন এসে মৃতদেহ চিহ্নিত করে । বছর তেইশের খবিরুল নিউটাউনের একটি স্কুলের গাড়ি চালাতেন ৷ পাশাপাশি ছাতুর ব্যবসাও করতেন ।

মৃতের পরিবার জানিয়েছে, বন্ধুদের ফোন পেয়ে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান খবিরুল ৷ পরিজনদের অভিযোগ, বন্ধুরাই রাতে ফোন করে ডেকে হয়ত খবিরুলকে পিটিয়ে খুন করে খালে ফেলে দিয়েছে । স্থানীয়দের অভিযোগ, রাজারহাট আর নিউটাউনের মাঝখানের এই জায়গায়টা ফাঁকা থাকায় এখানে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে । তাদের দাবি, তাড়াতাড়ি প্রশাসন এই সব জায়গায় যেন আলোর ব্যবস্থা করে ।

যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তবুও তারা ময়নাতদন্তের রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে । যুবকের কল লিস্ট খতিয়ে দেখা হবে জানিয়েছে রাজারহাট থানার পুলিশ ।

Intro:



ফোন করে ডেকে পাঠিয়েছিল বন্ধুরা। দুই দিন পর যুবকের রক্তাক্ত মৃতদেহ মিলল খালের ধারে। মৃত যুবকের নাম খবিরুল গাজী (রাহুল)। বাড়ি রাজারহাটের মহম্মদপুর গাজীপাড়ায়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ।

Body:আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় খালের মধ্যে মৃত দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।খবর দেওয়া হয় নিউটাউন ও রাজারহাট থানায়। পুলিশের তৎপরতায় বাড়ির লোকজন এসে মৃতদেহ চিন্নিত করে। জানা যায় মৃত যুবক স্থানীয় গাজীপাড়ার বাসিন্দা।গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল সে। ফোন আসে তার কাছে তার পরই বাড়ি থেকে বেরিয়ে যায়।নিউটাউন এর একটি স্কুল এ কাজ করতো এছাড়া ছাতুর ব্যবসাও করতো মৃত যুবক।

Conclusion:পরিবারের অভিযোগ তার বন্ধুরাই রাতে ফোন করে ডেকে হয়তো তারাই তাকে পিটিয়ে খুন করে খালে ফেলে দিয়েছে।স্থানীয়দের অভিযোগ যেখানে বডি পাওয়া গেছে সেই জায়গায়টা ফাঁকা জায়গা থাকায় এখানে দুষ্কৃতী দৌরাত্ম বেড়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হোক।রাজারহাট থানার পুলিশের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ এই সব জায়গায় আলোর ব্যবস্থা নেই সেই কারণেই দুষ্কৃতীদের আনা গোনা। পুলিশ সূত্রে খবর , খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান তবুও তারা ময়নাতদন্তের রিপোর্টের ওপর অনেকটাই নির্ভর করছে। যুবকের কল লিস্ট খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.