রাজারহাট, 15 সেপ্টেম্বর : ফোন করে ডেকে পাঠিয়েছিল বন্ধুরা । দুইদিন পর যুবকের রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল খালের ধারে । মৃত যুবকের নাম খবিরুল গাজি (রাহুল) । বাড়ি রাজারহাটের মহম্মদপুর গাজিপাড়ায় । মৃতদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে । ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ ।
আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় খালের জলের মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন । খবর দেওয়া হয় নিউটাউন ও রাজারহাট থানায় । বাড়ির লোকজন এসে মৃতদেহ চিহ্নিত করে । বছর তেইশের খবিরুল নিউটাউনের একটি স্কুলের গাড়ি চালাতেন ৷ পাশাপাশি ছাতুর ব্যবসাও করতেন ।
মৃতের পরিবার জানিয়েছে, বন্ধুদের ফোন পেয়ে শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান খবিরুল ৷ পরিজনদের অভিযোগ, বন্ধুরাই রাতে ফোন করে ডেকে হয়ত খবিরুলকে পিটিয়ে খুন করে খালে ফেলে দিয়েছে । স্থানীয়দের অভিযোগ, রাজারহাট আর নিউটাউনের মাঝখানের এই জায়গায়টা ফাঁকা থাকায় এখানে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে । তাদের দাবি, তাড়াতাড়ি প্রশাসন এই সব জায়গায় যেন আলোর ব্যবস্থা করে ।
যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তবুও তারা ময়নাতদন্তের রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে । যুবকের কল লিস্ট খতিয়ে দেখা হবে জানিয়েছে রাজারহাট থানার পুলিশ ।