ETV Bharat / state

বেহালায় গলায় গামছা জড়ানো অবস্থায় মেঝেতে পড়ে বৃদ্ধার দেহ ! - wset bengal

বছর পঁচাত্তরের বৃদ্ধা শুভ্রাঘোষ দস্তিদার ছেলে-বউমা ও নাতনির সঙ্গে বেহালার বাড়িতে থাকতেন । আজ সকালে ছেলে ও বউমা কাজে বেরিয়ে যান ৷ পরিচারিকা এসে দেখে মেঝেতে ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছেন শুভ্রাদেবী ৷ গলায় গামছা জড়ানো এবং মুখের সামনে একটা চাদর রাখা । ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 25, 2019, 9:25 PM IST

Updated : Jul 25, 2019, 11:30 PM IST

কলকাতা, ২৫ জুলাই : বাড়ির মেঝেতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ ৷ মৃতের নাম শুভ্রাঘোষ দস্তিদার । ঘটনাটি বেহালার 126 B শিশিরবাগানের ৷ পুলিশের প্রাথমিক অনুমান, গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বৃদ্ধাকে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বছর পঁচাত্তরের ওই বৃদ্ধা ছেলে-বউমা ও নাতনির সঙ্গে বেহালার বাড়িতে থাকতেন । বাড়ির কাজের জন্য একজন পরিচারিকা ছিল ৷ আজ সকালে ছেলে ও বউমা কাজে বেরিয়ে যান ৷ নাতনি স্কুলে গেছিল পড়তে । বাড়িতে একাই ছিলেন শুভ্রাদেবী । পরিচারিকা সকাল 11 টায় এসে দেখেন, বাড়ির সদর দরজা খোলা কিন্তু ভিতরের দরজা বন্ধ ৷ ডাকাডাকি করে সাড়া পাননি । প্রথমে চলে যান । পরে আবার ঘুরে এসে বৃদ্ধাকে ডাকেন । কিন্তু সাড়া মেলেনি । সন্দেহ হয় তাঁর ৷ বিষয়টি প্রতিবেশীদের জানান ৷ দরজা খুলে ভিতরে ঢুকলে দেখা যায়, মেঝেতে ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছেন শুভ্রাদেবী ৷ গলায় গামছা জড়ানো এবং মুখের সামনে একটা চাদর রাখা । জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে রয়েছে ।

ভিডিয়োয় শুনুন তদন্তকারী অফিসারের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । ঘটনাস্থানে যান, গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মা, DC DD স্পেশাল, সাউথ ওয়েস্ট DC ও বেহালা থানার পুলিশ । ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনার তদন্ত করছেন ৷ বৃদ্ধার মোবাইল ফোনও খুঁজে পাওয়া যায়নি ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দিন কয়েক আগে ওই বাড়িতে রং ও কাঠের কাজ হয়েছে । রং ও কাঠমিস্ত্রিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

কলকাতা, ২৫ জুলাই : বাড়ির মেঝেতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল বৃদ্ধার মৃতদেহ ৷ মৃতের নাম শুভ্রাঘোষ দস্তিদার । ঘটনাটি বেহালার 126 B শিশিরবাগানের ৷ পুলিশের প্রাথমিক অনুমান, গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বৃদ্ধাকে ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বছর পঁচাত্তরের ওই বৃদ্ধা ছেলে-বউমা ও নাতনির সঙ্গে বেহালার বাড়িতে থাকতেন । বাড়ির কাজের জন্য একজন পরিচারিকা ছিল ৷ আজ সকালে ছেলে ও বউমা কাজে বেরিয়ে যান ৷ নাতনি স্কুলে গেছিল পড়তে । বাড়িতে একাই ছিলেন শুভ্রাদেবী । পরিচারিকা সকাল 11 টায় এসে দেখেন, বাড়ির সদর দরজা খোলা কিন্তু ভিতরের দরজা বন্ধ ৷ ডাকাডাকি করে সাড়া পাননি । প্রথমে চলে যান । পরে আবার ঘুরে এসে বৃদ্ধাকে ডাকেন । কিন্তু সাড়া মেলেনি । সন্দেহ হয় তাঁর ৷ বিষয়টি প্রতিবেশীদের জানান ৷ দরজা খুলে ভিতরে ঢুকলে দেখা যায়, মেঝেতে ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছেন শুভ্রাদেবী ৷ গলায় গামছা জড়ানো এবং মুখের সামনে একটা চাদর রাখা । জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে রয়েছে ।

ভিডিয়োয় শুনুন তদন্তকারী অফিসারের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । ঘটনাস্থানে যান, গোয়েন্দাপ্রধান মুরলিধর শর্মা, DC DD স্পেশাল, সাউথ ওয়েস্ট DC ও বেহালা থানার পুলিশ । ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনার তদন্ত করছেন ৷ বৃদ্ধার মোবাইল ফোনও খুঁজে পাওয়া যায়নি ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দিন কয়েক আগে ওই বাড়িতে রং ও কাঠের কাজ হয়েছে । রং ও কাঠমিস্ত্রিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

sample description
Last Updated : Jul 25, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.