ETV Bharat / state

Bye-Election : 30 অক্টোবর বাকি চার কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের - নির্বাচন কমিশন

খড়দা, শান্তিপুর,দিনহাটা ও গোসাবায় 30 অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ গণনা হবে 2 নভেম্বর ৷

30 অক্টোবর বাকি চার কেন্দ্রে উপনির্বাচন
30 অক্টোবর বাকি চার কেন্দ্রে উপনির্বাচন
author img

By

Published : Sep 28, 2021, 10:17 AM IST

Updated : Sep 28, 2021, 12:44 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : পুজো পরে ফের ভোট রাজ্যে ৷ বাকি থাকা চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ খড়দা, শান্তিপুর,দিনহাটা ও গোসাবায় 30 অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ গণনা হবে 2 নভেম্বর ৷

নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ যে রাজ্যগুলিতে নির্বাচনের দিন ঘোষণা করা হল, সেখানকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ মোট 14টি রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে ৷ এছাড়া তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হবে একইদিনে ৷

নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা জারি হবে, 1 অক্টোবর ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 8 অক্টোবর ৷ মনোনয়ন স্ক্রুটিনি করে দেখা হবে 11 অক্টোবর ৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 16 অক্টোবর ৷ 30 তারিখ ভোট ও গণনার দিন ঠিক করা হয়েছে 2 নভেম্বর ৷

আরও পড়ুন, Bhabanipur By Election : ভবানীপুর উপনির্বাচনে কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট



সাত কেন্দ্রে উপনির্বাচন বাকি ছিল ৷ যদিও, এই সাতটি কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সাধারণ নির্বাচন হবে ৷ কারণ, ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ সেক্ষেত্রে দুই কেন্দ্র উপনির্বাচনের আওতায় পড়ে না ৷ এই দুই কেন্দ্র ও ভবানীপুর উপনির্বাচনের দিন ঘোষণা আগেই করা হয়েছে ৷ 30 সেপ্টেম্বর ভোট রয়েছে এই তিন কেন্দ্রে ৷ যার প্রচারও গতকাল শেষ হয়ে গিয়েছে ৷

বাকি আরও চার কেন্দ্রে উপনির্বাচন ৷ এই চারটি কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ যে চার কেন্দ্রে 30 অক্টোবর ভোট হবে সেগুলি হল- 7-দিনহাটা, 86-শান্তিপুর, 109 খড়দা, 127-গোসাবা ৷ কোচবিহারের দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার ৷ সাংসদ পদে থাকার জন্য তাঁরা বিধায়কের পদ ছাড়েন ৷ এছাড়া খড়দার ও গোসাবার দুই তৃণমূল প্রার্থী যথাক্রমে কাজল সিং ও জয়ন্ত নস্কর মারা যান ৷ এই চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷

আরও পড়ুন, Bhabanipur By Election : গোটা ভবানীপুর কেন্দ্রে 144 ধারা লাগু হোক, দাবি বিজেপির

প্রচার সংক্রান্ত বেশ কয়েকটি ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ৷ ইনডোর অর্থাৎ বদ্ধ ক্ষেত্রে 30 শতাংশ বা 200 জন সভায় থাকতে পারবে ৷ তাছাড়া বাইরে তারকা প্রচারের ক্ষেত্রে 50 শতাংশ অথবা 1000 জন থাকতে পারবে ৷ সাধারণ প্রচারের ক্ষেত্রে 50 শতাংশ বা 500 জন লোক থাকতে পারবে ৷ তবে কোভিড বিধি -নিষেধ মেনেই ৷

এছাড়া কেন্দ্র বা রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলি তারকা প্রচারে 20 জনের বেশি কাউকে রাখতে পারবে না ৷ ডোর টু ডোর ভোট প্রচারে প্রার্থী-সহ পাঁচজন থাকতে পারবে ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : পুজো পরে ফের ভোট রাজ্যে ৷ বাকি থাকা চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ খড়দা, শান্তিপুর,দিনহাটা ও গোসাবায় 30 অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ৷ গণনা হবে 2 নভেম্বর ৷

নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ যে রাজ্যগুলিতে নির্বাচনের দিন ঘোষণা করা হল, সেখানকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ মোট 14টি রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে ৷ এছাড়া তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হবে একইদিনে ৷

নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা জারি হবে, 1 অক্টোবর ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 8 অক্টোবর ৷ মনোনয়ন স্ক্রুটিনি করে দেখা হবে 11 অক্টোবর ৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 16 অক্টোবর ৷ 30 তারিখ ভোট ও গণনার দিন ঠিক করা হয়েছে 2 নভেম্বর ৷

আরও পড়ুন, Bhabanipur By Election : ভবানীপুর উপনির্বাচনে কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট



সাত কেন্দ্রে উপনির্বাচন বাকি ছিল ৷ যদিও, এই সাতটি কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সাধারণ নির্বাচন হবে ৷ কারণ, ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ সেক্ষেত্রে দুই কেন্দ্র উপনির্বাচনের আওতায় পড়ে না ৷ এই দুই কেন্দ্র ও ভবানীপুর উপনির্বাচনের দিন ঘোষণা আগেই করা হয়েছে ৷ 30 সেপ্টেম্বর ভোট রয়েছে এই তিন কেন্দ্রে ৷ যার প্রচারও গতকাল শেষ হয়ে গিয়েছে ৷

বাকি আরও চার কেন্দ্রে উপনির্বাচন ৷ এই চারটি কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ যে চার কেন্দ্রে 30 অক্টোবর ভোট হবে সেগুলি হল- 7-দিনহাটা, 86-শান্তিপুর, 109 খড়দা, 127-গোসাবা ৷ কোচবিহারের দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার ৷ সাংসদ পদে থাকার জন্য তাঁরা বিধায়কের পদ ছাড়েন ৷ এছাড়া খড়দার ও গোসাবার দুই তৃণমূল প্রার্থী যথাক্রমে কাজল সিং ও জয়ন্ত নস্কর মারা যান ৷ এই চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷

আরও পড়ুন, Bhabanipur By Election : গোটা ভবানীপুর কেন্দ্রে 144 ধারা লাগু হোক, দাবি বিজেপির

প্রচার সংক্রান্ত বেশ কয়েকটি ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন ৷ ইনডোর অর্থাৎ বদ্ধ ক্ষেত্রে 30 শতাংশ বা 200 জন সভায় থাকতে পারবে ৷ তাছাড়া বাইরে তারকা প্রচারের ক্ষেত্রে 50 শতাংশ অথবা 1000 জন থাকতে পারবে ৷ সাধারণ প্রচারের ক্ষেত্রে 50 শতাংশ বা 500 জন লোক থাকতে পারবে ৷ তবে কোভিড বিধি -নিষেধ মেনেই ৷

এছাড়া কেন্দ্র বা রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলি তারকা প্রচারে 20 জনের বেশি কাউকে রাখতে পারবে না ৷ ডোর টু ডোর ভোট প্রচারে প্রার্থী-সহ পাঁচজন থাকতে পারবে ৷

Last Updated : Sep 28, 2021, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.