ETV Bharat / state

Darjeeling Pollution: ভ্রমণকারীদের জন্য দুঃসংবাদ ! দার্জিলিং হতে চলেছে রাজ্যের অন্যতম দূষিত শহর

ভ্রমণকারীদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে ৷ একটি গবেষণায় জানা গিয়েছে যে, দার্জিলিং খুব শিগগিরই হতে চলেছে রাজ্যের অন্যতম দূষিত শহর ৷

Darjeeling Pollution
Darjeeling Pollution
author img

By

Published : May 26, 2023, 7:25 PM IST

Updated : May 26, 2023, 8:02 PM IST

দার্জিলিং হতে চলেছে রাজ্যের অন্যতম দূষিত শহর

কলকাতা, 26 মে: দূষণে জর্জরিত মহানগরের থেকে দূরে কয়েক দিন মুক্ত বাতাসের খোঁজে বহু মানুষের গন্তব্য হয় পাহাড়ের রানি দার্জিলিং । তবে পাহাড়প্রেমীদের জন্য এ বার রয়েছে দুঃসংবাদ । বায়ু দূষণের নিরিখে রাজ্যের অন্যতম দূষিত শহর হতে চলেছে দার্জিলিং । একটি গবেষণা রিপোর্ট এমনই চমকে দেওয়া তথ্য সামনে এনেছে । কলকাতার বোস ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায় এই গবেষণায় নেতৃত্ব দেন । অ্যাটমোস্ফিয়ারিক এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ।

গবেষণা অনুসারে তথ্য বলছে, দ্রুত রাজ্যের 6টি দূষিত শহরের পরেই 2024 সাল নাগাদ দার্জিলিং-ও সেই তালিকায় স্থান করে নেবে । 2009-2021 পর্যন্ত টানা এই গবেষণা চালানো হয়েছে দার্জিলিং শহরে । এই গবেষণায় অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, কানপুরের ইন্ডিয়ান ইনস্টটিউট অফ টেকনোলজির অধ্যাপক অভিনন্দন ঘোষ ও বোস ইনস্টিটিউটের অধ্যাপক মনামি দত্ত এই গবেষণা করেছেন ।

গোটা দেশের 131টি দূষিত শহরের মধ্যে রাজ্যের থেকে শুধু দার্জিলিং অন্তর্ভুক্ত হতে চলেছে । অধিকাংশ মানুষের কাছেই দার্জিলিং স্বপ্নের ভ্রমণস্থান । পর্যটকদের মতে, এখানকার পাহাড়ি বায়ু দূষণমুক্ত । তবে গবেগণায় তার উলটো চিত্র উঠে আসছে । জানা যাচ্ছে, পিএম 10 মাত্রার উপর লক্ষ্য রাখা হয় প্রথমে । দেখা গিয়েছে, গরমের সময় মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিএম 10 মাত্রা সূচক অতিক্রম করে ফেলছে । তা থাকার কথা প্রতি ঘনমিটারে 60 মাইক্রোগ্রাম, তবে ওই দুই মরশুমে পেরিয়ে যাচ্ছে 70 মাইক্রোগ্রাম । পিএম 2.5 মাত্রাও নির্ধারিত সূচক পেরিয়ে যাচ্ছে ।

ড. অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ভারতের উঁচু পর্যটন গন্তব্য দার্জিলিং-এর প্রতি নীতিনির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন । ভৌগোলিক, জলবায়ু এবং পরিবেশগত গুরুত্ব থাকা সত্ত্বেও দার্জিলিং নীতি নির্ধারকদের দ্বারা উপেক্ষিত থেকে যাচ্ছে বলে মনে করেন তিনি । তাঁর মতে, গবেষণাটি যথেষ্ট উদ্বেগের, কারণ দার্জিলিং শীঘ্রই একটি অতিদূষিত শহর হয়ে উঠতে পারে । এই ধরনের অঞ্চলে বায়ুদূষণকারীদের জন্য অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের দরকার । রাজ্য দষণূ নিয়ন্ত্রণ পর্ষদের এ দিকে নজর দেওয়া উচিত বলে জানান তিনি ।

আরও পড়ুন: ছুটি কাটাতে টাইগার হিল যাওয়ার পরিকল্পনা করছেন? মাথায় রাখুন নয়া নির্দেশিকাগুলি...

কলকাতার মতো শহরে 15 বছরের বেশি বয়সের গাড়ি নিষিদ্ধ । দার্জিলিং-এও সেই বিষয়গুলির দিকে নজর দিতে হবে বলে জানান অধ্যাপক চট্টোপাধ্যায় । কারণ গরমে বাতাস দূষণের মূল কারণ হিসেবে দেখা গিয়েছে, গাড়ির জ্বালানি অন্যতম প্রধান কারণ । শীতে ডাল বা কাঠ পোড়ানো হল দূষণের মূল কারণ । ফলে দ্রুত প্রশাসনিক তৎপরতা না দেখা দিলে দূষণের কবল থেকে রক্ষা করা যাবে না পাহাড়প্রেমীদের অন্যতম পছন্দের দার্জিলিং শহরকে ।

দার্জিলিং হতে চলেছে রাজ্যের অন্যতম দূষিত শহর

কলকাতা, 26 মে: দূষণে জর্জরিত মহানগরের থেকে দূরে কয়েক দিন মুক্ত বাতাসের খোঁজে বহু মানুষের গন্তব্য হয় পাহাড়ের রানি দার্জিলিং । তবে পাহাড়প্রেমীদের জন্য এ বার রয়েছে দুঃসংবাদ । বায়ু দূষণের নিরিখে রাজ্যের অন্যতম দূষিত শহর হতে চলেছে দার্জিলিং । একটি গবেষণা রিপোর্ট এমনই চমকে দেওয়া তথ্য সামনে এনেছে । কলকাতার বোস ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায় এই গবেষণায় নেতৃত্ব দেন । অ্যাটমোস্ফিয়ারিক এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ।

গবেষণা অনুসারে তথ্য বলছে, দ্রুত রাজ্যের 6টি দূষিত শহরের পরেই 2024 সাল নাগাদ দার্জিলিং-ও সেই তালিকায় স্থান করে নেবে । 2009-2021 পর্যন্ত টানা এই গবেষণা চালানো হয়েছে দার্জিলিং শহরে । এই গবেষণায় অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, কানপুরের ইন্ডিয়ান ইনস্টটিউট অফ টেকনোলজির অধ্যাপক অভিনন্দন ঘোষ ও বোস ইনস্টিটিউটের অধ্যাপক মনামি দত্ত এই গবেষণা করেছেন ।

গোটা দেশের 131টি দূষিত শহরের মধ্যে রাজ্যের থেকে শুধু দার্জিলিং অন্তর্ভুক্ত হতে চলেছে । অধিকাংশ মানুষের কাছেই দার্জিলিং স্বপ্নের ভ্রমণস্থান । পর্যটকদের মতে, এখানকার পাহাড়ি বায়ু দূষণমুক্ত । তবে গবেগণায় তার উলটো চিত্র উঠে আসছে । জানা যাচ্ছে, পিএম 10 মাত্রার উপর লক্ষ্য রাখা হয় প্রথমে । দেখা গিয়েছে, গরমের সময় মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিএম 10 মাত্রা সূচক অতিক্রম করে ফেলছে । তা থাকার কথা প্রতি ঘনমিটারে 60 মাইক্রোগ্রাম, তবে ওই দুই মরশুমে পেরিয়ে যাচ্ছে 70 মাইক্রোগ্রাম । পিএম 2.5 মাত্রাও নির্ধারিত সূচক পেরিয়ে যাচ্ছে ।

ড. অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ভারতের উঁচু পর্যটন গন্তব্য দার্জিলিং-এর প্রতি নীতিনির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন । ভৌগোলিক, জলবায়ু এবং পরিবেশগত গুরুত্ব থাকা সত্ত্বেও দার্জিলিং নীতি নির্ধারকদের দ্বারা উপেক্ষিত থেকে যাচ্ছে বলে মনে করেন তিনি । তাঁর মতে, গবেষণাটি যথেষ্ট উদ্বেগের, কারণ দার্জিলিং শীঘ্রই একটি অতিদূষিত শহর হয়ে উঠতে পারে । এই ধরনের অঞ্চলে বায়ুদূষণকারীদের জন্য অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের দরকার । রাজ্য দষণূ নিয়ন্ত্রণ পর্ষদের এ দিকে নজর দেওয়া উচিত বলে জানান তিনি ।

আরও পড়ুন: ছুটি কাটাতে টাইগার হিল যাওয়ার পরিকল্পনা করছেন? মাথায় রাখুন নয়া নির্দেশিকাগুলি...

কলকাতার মতো শহরে 15 বছরের বেশি বয়সের গাড়ি নিষিদ্ধ । দার্জিলিং-এও সেই বিষয়গুলির দিকে নজর দিতে হবে বলে জানান অধ্যাপক চট্টোপাধ্যায় । কারণ গরমে বাতাস দূষণের মূল কারণ হিসেবে দেখা গিয়েছে, গাড়ির জ্বালানি অন্যতম প্রধান কারণ । শীতে ডাল বা কাঠ পোড়ানো হল দূষণের মূল কারণ । ফলে দ্রুত প্রশাসনিক তৎপরতা না দেখা দিলে দূষণের কবল থেকে রক্ষা করা যাবে না পাহাড়প্রেমীদের অন্যতম পছন্দের দার্জিলিং শহরকে ।

Last Updated : May 26, 2023, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.