ETV Bharat / state

মৃতের সংখ্যায় রেকর্ড গড়লেও রাজ্যে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নীচে

author img

By

Published : May 15, 2021, 8:32 PM IST

শেষ কয়েকদিন রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছিল 20 হাজারের গণ্ডি ৷ গতকালও আক্রান্ত হন 20 হাজার 846 জন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 হাজার 211 জন ৷ যা গতকালের থেকে খানিকটা বেশি ৷ 15 মে পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 31 হাজার 948 জন ৷

করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত

কলকাতা, 15 মে : ফের রেকর্ড গড়ল রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 144 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 136 ৷ তবে ভাল খবর, আজ সংক্রমণের সংখ্যা নামল 20 হাজারের নীচে ৷ আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 19 হাজার 511 জন ৷

শেষ কয়েকদিন রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছিল 20 হাজারের গণ্ডি ৷ গতকালও আক্রান্ত হন 20 হাজার 846 জন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 হাজার 211 জন ৷ যা গতকালের থেকে খানিকটা বেশি ৷ 15 মে পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 31 হাজার 948 জন ৷

আজ লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে 66 হাজার 563 টি ৷ এই নিয়ে মোট 1 কোটি 13 লাখ 76 হাজার 30টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ রাজ্যে আজ সুস্থতার হার 86.98 শতাংশ ৷ যা গতকালের থেকে সামান্য বেশি ৷

আরও পড়ুন : বন্ধ থাকবে মদের দোকান, 15 দিনের রসদ গোছাতে ব্যস্ত সুরাপ্রেমীরা

রাজ্যে করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত দেখে আজ থেকে ফের রাজ্যজুড়ে বিধিনিষেধের কড়াকড়ি জারি করেছে রাজ্য সরকার ৷ আগামিকাল থেকে 30 মে পর্যন্ত রাজ্য কার্যত লকডাউনে ৷ একাধিক পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷

কলকাতা, 15 মে : ফের রেকর্ড গড়ল রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 144 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 136 ৷ তবে ভাল খবর, আজ সংক্রমণের সংখ্যা নামল 20 হাজারের নীচে ৷ আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 19 হাজার 511 জন ৷

শেষ কয়েকদিন রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছিল 20 হাজারের গণ্ডি ৷ গতকালও আক্রান্ত হন 20 হাজার 846 জন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 হাজার 211 জন ৷ যা গতকালের থেকে খানিকটা বেশি ৷ 15 মে পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 31 হাজার 948 জন ৷

আজ লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে 66 হাজার 563 টি ৷ এই নিয়ে মোট 1 কোটি 13 লাখ 76 হাজার 30টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ রাজ্যে আজ সুস্থতার হার 86.98 শতাংশ ৷ যা গতকালের থেকে সামান্য বেশি ৷

আরও পড়ুন : বন্ধ থাকবে মদের দোকান, 15 দিনের রসদ গোছাতে ব্যস্ত সুরাপ্রেমীরা

রাজ্যে করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত দেখে আজ থেকে ফের রাজ্যজুড়ে বিধিনিষেধের কড়াকড়ি জারি করেছে রাজ্য সরকার ৷ আগামিকাল থেকে 30 মে পর্যন্ত রাজ্য কার্যত লকডাউনে ৷ একাধিক পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.