ETV Bharat / state

কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 69 হাজার 145 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 19 লাখ 25 হাজার 561টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.62 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷

corona infection in west bengal
corona infection in west bengal
author img

By

Published : May 23, 2021, 9:03 PM IST

কলকাতা, 23 মে : রাজ্যে কিছুটা কমল করোনা সংক্রমণ ৷ বাড়ল সুস্থতার হার ৷ একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে 19 হাজার লোক ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার 88.57 শতাংশ ৷

শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 18 হাজার 422 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 18 হাজার 863 জন ৷ অন্যদিকে 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 19 হাজার 429 জন ৷ গতকাল সুস্থ হয়েছিলেন 19 হাজার 202 জন ৷ তবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা চিন্তায় রাখছে সরকারকে ৷ আজও রাজ্যে 156 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 14 হাজার 364 জনের ৷ 23 মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 30 হাজার 525 জন ৷

আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 69 হাজার 145 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 19 লাখ 25 হাজার 561টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.62 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : গলায় টিউমার, ফুসফুসে সংক্রমণ, হাসপাতালেই মদন

আজও রাজ্যে করোনা সংক্রমণে সবার উপরে আছে উত্তর 24 পরগনা জেলা ৷ গত 24 ঘণ্টায় জেলার 3 হাজার 771 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ শহর কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 56 জন ৷

কলকাতা, 23 মে : রাজ্যে কিছুটা কমল করোনা সংক্রমণ ৷ বাড়ল সুস্থতার হার ৷ একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে 19 হাজার লোক ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার 88.57 শতাংশ ৷

শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 18 হাজার 422 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 18 হাজার 863 জন ৷ অন্যদিকে 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 19 হাজার 429 জন ৷ গতকাল সুস্থ হয়েছিলেন 19 হাজার 202 জন ৷ তবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা চিন্তায় রাখছে সরকারকে ৷ আজও রাজ্যে 156 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 14 হাজার 364 জনের ৷ 23 মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 30 হাজার 525 জন ৷

আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 69 হাজার 145 জনের ৷ এই নিয়ে মোট 1 কোটি 19 লাখ 25 হাজার 561টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হল ৷ আজ পরীক্ষা করা মোট নমুনার 10.62 শতাংশ লোক করোনা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : গলায় টিউমার, ফুসফুসে সংক্রমণ, হাসপাতালেই মদন

আজও রাজ্যে করোনা সংক্রমণে সবার উপরে আছে উত্তর 24 পরগনা জেলা ৷ গত 24 ঘণ্টায় জেলার 3 হাজার 771 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ শহর কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 56 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.