ETV Bharat / state

Corona in bengal : 2 হাজারের নিচেই দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু - করোনা আপডেট বাংলা

উত্তর 24 পরগনা জেলাতেও সংক্রমণ সামান্য বেড়েছে ৷ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 237 জন ৷

Corona Tracker
Corona Tracker
author img

By

Published : Jun 25, 2021, 8:53 PM IST

কলকাতা, 25 জুন : রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে সামান্য বাড়ল ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 923 ৷ আজ সংখ্যাটা বেড়ে হয়েছে 1 হাজার 933 ৷ পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে 35 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 41 ৷

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14 লাখ 91 হাজার 219 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 231 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 551 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছে 14 লাখ 51 হাজার 437 জনের ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.33 শতাংশ ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 39 লাখ 50 হাজার 686 টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আরও পড়ুন: কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

উত্তর 24 পরগনা জেলাতেও সংক্রমণ সামান্য বেড়েছে ৷ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 237 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 217 ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ কলকাতায় আক্রান্ত হয়েছেন 190 জন ৷ মৃত্যু হয়েছে 6 জনের ৷ এই মুহূর্তে জেলাগুলির মধ্যে সব থেকে কম আক্রান্ত পুরুলিয়ায় ৷

কলকাতা, 25 জুন : রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে সামান্য বাড়ল ৷ গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 1 হাজার 923 ৷ আজ সংখ্যাটা বেড়ে হয়েছে 1 হাজার 933 ৷ পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে 35 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 41 ৷

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14 লাখ 91 হাজার 219 জন ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 231 জন ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 551 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছে 14 লাখ 51 হাজার 437 জনের ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.33 শতাংশ ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 39 লাখ 50 হাজার 686 টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আরও পড়ুন: কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

উত্তর 24 পরগনা জেলাতেও সংক্রমণ সামান্য বেড়েছে ৷ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 237 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 217 ৷ মৃত্যু হয়েছে 7 জনের ৷ কলকাতায় আক্রান্ত হয়েছেন 190 জন ৷ মৃত্যু হয়েছে 6 জনের ৷ এই মুহূর্তে জেলাগুলির মধ্যে সব থেকে কম আক্রান্ত পুরুলিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.