ETV Bharat / state

Corona in bengal : সংক্রমণ নামল সাড়ে তিন হাজারের নিচে - corona update

রাজ্যে করোনা সংক্রমণ বর্তমানে অনেকটাই কম ৷ মে মাসের শেষের দিকে তুলনায় সংক্রমণ অনেকটাই কমে এসেছে ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷

daily corona report of west bengal
daily corona report of west bengal
author img

By

Published : Jun 15, 2021, 8:48 PM IST

কলকাতা, 15 জুন : রাজ্যে আরও 15 দিন বেড়েছে করোনা বিধিনিষেধ ৷ 30 জুন পর্যন্ত বহাল থাকবে করোনা বিধিনিষেধ ৷ সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের এই কড়া মনোভাবের সুফল মিলছে ৷ মে মাসের তুলনায় জুন মাসে সংক্রমণ বেশ কম ৷ গতমাসের মাঝামাঝি সময়ে রাজ্যে সংক্রমণের হার ছিল উর্ধ্বমুখী ৷

রাজ্যে দৈনিক সংক্রমণ নেমে গেল সাড়ে তিন হাজারের ঘরে ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 3 হাজার 268 জন ৷ গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 3,519 জন । গতকালের চেয়ে কমেছে মৃতের সংখ্যা ৷ মৃত্যু হয়েছে 75 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 78 ৷ রাজ্য়ে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 হাজার 46 জন ৷ একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 হাজার 68 জন ৷ সুস্থতার হার বেড়েছে 97.47 শতাংশ ৷ রাজ্য মোট করোনায় সুস্থ হয়েছেন 14 লাখ 30 হাজার 949 জন ৷

আরও পড়ুন : Sourav Ganguly : মহারাজের উদ্যোগে 150-র বেশি মানুষকে টিকা

উত্তর 24 পরগনা এবং শহর কলকাতাতেও সংক্রমণের হার বেশ কম ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে 370 জন ৷ মৃত্যু হয়েছে 21 জনের ৷ পাশাপাশি উত্তর 24 পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা 465 জন ৷ মৃত্যু হয়েছে 23 জনের ৷ এই দুটি জেলা ছাড়া দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা দুশোর উপরে রয়েছে ৷

কলকাতা, 15 জুন : রাজ্যে আরও 15 দিন বেড়েছে করোনা বিধিনিষেধ ৷ 30 জুন পর্যন্ত বহাল থাকবে করোনা বিধিনিষেধ ৷ সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের এই কড়া মনোভাবের সুফল মিলছে ৷ মে মাসের তুলনায় জুন মাসে সংক্রমণ বেশ কম ৷ গতমাসের মাঝামাঝি সময়ে রাজ্যে সংক্রমণের হার ছিল উর্ধ্বমুখী ৷

রাজ্যে দৈনিক সংক্রমণ নেমে গেল সাড়ে তিন হাজারের ঘরে ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 3 হাজার 268 জন ৷ গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন 3,519 জন । গতকালের চেয়ে কমেছে মৃতের সংখ্যা ৷ মৃত্যু হয়েছে 75 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 78 ৷ রাজ্য়ে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 20 হাজার 46 জন ৷ একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 2 হাজার 68 জন ৷ সুস্থতার হার বেড়েছে 97.47 শতাংশ ৷ রাজ্য মোট করোনায় সুস্থ হয়েছেন 14 লাখ 30 হাজার 949 জন ৷

আরও পড়ুন : Sourav Ganguly : মহারাজের উদ্যোগে 150-র বেশি মানুষকে টিকা

উত্তর 24 পরগনা এবং শহর কলকাতাতেও সংক্রমণের হার বেশ কম ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে 370 জন ৷ মৃত্যু হয়েছে 21 জনের ৷ পাশাপাশি উত্তর 24 পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা 465 জন ৷ মৃত্যু হয়েছে 23 জনের ৷ এই দুটি জেলা ছাড়া দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা দুশোর উপরে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.