ETV Bharat / state

Corona in bengal : সাড়ে তিন হাজারের কাছাকাছি দৈনিক সংক্রমণ - Corona in bengal

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 373 জন । উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 584 ।

COVID Tracker
COVID Tracker
author img

By

Published : Jun 14, 2021, 8:52 PM IST

কলকাতা, 14 জুন : সাড়ে তিন হাজারের ঘরে নামল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ । করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে রাজ্য । শেষ 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3,519 জন । গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক মৃত্যু । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 78 জনের ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছেন, তার ফল দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে । আজ ফের 30 জুন পর্যন্ত করোনা বিধিনিষেধ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ কলকাতা ও উত্তর 24 পরগনার করোনা সংক্রমণ বেশ কমে এসেছে । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 373 জন । মৃত্যু হয়েছে 11 জনের ৷ উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 584 । মৃতের সংখ্যা 17 ৷

আরও পড়ুন : তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি , মালদা মেডিকেলের কোভিড ইউনিটে চালু চাইল্ড ওয়ার্ড

মে মাসের শেষের দিকেও পরিস্থিতি এতটা ভাল ছিল না । 31 মে কলকাতায় হাজারের উপর দিয়ে যাচ্ছিল দৈনিক সংক্রমণ । উত্তর 24 পরগনায় ছিল দুই হাজারেরও বেশি । রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার 921 জন । শেষ 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1 হাজার 270 জন ।

কলকাতা, 14 জুন : সাড়ে তিন হাজারের ঘরে নামল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ । করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছে রাজ্য । শেষ 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 3,519 জন । গতকালের তুলনায় সামান্য কমেছে দৈনিক মৃত্যু । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 78 জনের ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছেন, তার ফল দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে । আজ ফের 30 জুন পর্যন্ত করোনা বিধিনিষেধ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ কলকাতা ও উত্তর 24 পরগনার করোনা সংক্রমণ বেশ কমে এসেছে । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 373 জন । মৃত্যু হয়েছে 11 জনের ৷ উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 584 । মৃতের সংখ্যা 17 ৷

আরও পড়ুন : তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি , মালদা মেডিকেলের কোভিড ইউনিটে চালু চাইল্ড ওয়ার্ড

মে মাসের শেষের দিকেও পরিস্থিতি এতটা ভাল ছিল না । 31 মে কলকাতায় হাজারের উপর দিয়ে যাচ্ছিল দৈনিক সংক্রমণ । উত্তর 24 পরগনায় ছিল দুই হাজারেরও বেশি । রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 18 হাজার 921 জন । শেষ 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1 হাজার 270 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.