ETV Bharat / state

টেস্ট বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা, করোনায় আশার আলো - করোনা আপডেট পশ্চিমবঙ্গ

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 13 হাজার 46 জন ৷ আজ সেটা কমে হয়েছে 12 হাজার 193

COVID Tracker WB
COVID Tracker WB
author img

By

Published : May 28, 2021, 9:05 PM IST

কলকাতা, 28 মে : রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ এতে অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ পাশাপাশি রাজ্যে করোনায় সুস্থতার হার আশা জোগাচ্ছে ৷ বর্তমানে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি ৷ রাজ্যে এখন করোনায় সুস্থতার হার 90.70 শতাংশ ৷

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 13 হাজার 46 জন ৷ আজ সেটা কমে হয়েছে 12 হাজার 193 ৷ গতকালের থেকে করোনা পরীক্ষা বেড়েছে ৷ 28 মে-র সরকারি বুলেটিন বলছে গত 24 ঘণ্টায় 59 হাজার 188 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ তা সত্ত্বেও কমছে দৈনিক আক্রান্তের হার ৷ একদিনে 19 হাজার 396 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ তবে মৃত্যুর সংখ্যা এখনও দেড়শোর কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ একদিনের রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন 145 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 148 ৷

আরও পড়ুন : করোনামুক্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ বাড়ি ফিরলেন

উত্তর 24 পরগনা ও কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা এখন অনেকটাই কম ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 525 জন ৷ কলকাতায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 857 জন ৷ দুটি জেলায় দৈনিক মৃত্যু 43 ও 30 জন ৷ এরপর রয়েছে দক্ষিণ 24 পরগনা (957), হাওড়া (753), পশ্চিম বর্ধমান (659), হুগলি (583) ৷

কলকাতা, 28 মে : রাজ্যজুড়ে চলছে কড়া বিধিনিষেধ ৷ এতে অনেকটাই কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ পাশাপাশি রাজ্যে করোনায় সুস্থতার হার আশা জোগাচ্ছে ৷ বর্তমানে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি ৷ রাজ্যে এখন করোনায় সুস্থতার হার 90.70 শতাংশ ৷

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 13 হাজার 46 জন ৷ আজ সেটা কমে হয়েছে 12 হাজার 193 ৷ গতকালের থেকে করোনা পরীক্ষা বেড়েছে ৷ 28 মে-র সরকারি বুলেটিন বলছে গত 24 ঘণ্টায় 59 হাজার 188 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ তা সত্ত্বেও কমছে দৈনিক আক্রান্তের হার ৷ একদিনে 19 হাজার 396 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ তবে মৃত্যুর সংখ্যা এখনও দেড়শোর কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ একদিনের রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন 145 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 148 ৷

আরও পড়ুন : করোনামুক্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ বাড়ি ফিরলেন

উত্তর 24 পরগনা ও কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা এখন অনেকটাই কম ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 2 হাজার 525 জন ৷ কলকাতায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 857 জন ৷ দুটি জেলায় দৈনিক মৃত্যু 43 ও 30 জন ৷ এরপর রয়েছে দক্ষিণ 24 পরগনা (957), হাওড়া (753), পশ্চিম বর্ধমান (659), হুগলি (583) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.