ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন নয়, কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ - Panchayat Elections

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ ৷ রবিবার তাদের পাঁচ সদ্যসের প্রতিনিধি দল দেখা করতে যায় নির্বাচন কমিশনের সঙ্গে ৷

DA protestors
সংগ্রামী যৌথ মঞ্চ
author img

By

Published : Jun 25, 2023, 10:37 PM IST

কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ

কলকাতা, 25 জুন: ডিএ'র দাবিতে ধরনার 150 দিন উপলক্ষে রবিবার মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ । কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দেওয়ার পাশাপাশি তাঁদের বর্তমানে মূল দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন । 822 কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টে । তাতে কোনওভাবেই সুষ্ঠ ভাবে নির্বাচন করানো সম্ভব নয় বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ । তাই তাঁদের পক্ষ থেকে ধরনার এই 150তম দিনে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানানো হয়েছিল । সেই অনুযায়ী ওই সংগঠনের প্রধান ভাস্কর ঘোষ-সহ পাঁচ সদ্যসের প্রতিনিধি দল এ দিন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যায় ।

কমিশনে যাওয়ার আগে ভাস্বর ঘোষ জানান, প্রতিটি বুথে যাতে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকে তার আবেদন করা হবে । এছাড়া পুনির্বাচন প্রক্রিয়ার যাতে ভিডিয়োগ্রাফি করা হয় সেই আবেদনও করবেন তাঁরা । প্রতি ঘণ্টায় ঘণ্টায় প্রিজাইডিং অফিসার যে রিপোর্ট পাঠায় তা যেন সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ করা থাকে । এই সমস্ত দাবিগুলি নিয়েই তাঁরা রবিবার কমিশনে যান । মহার্ঘ্য ভাতার আন্দোলনকারীদের মধ্যে অনেকেরই আজ পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশিক্ষণ পড়েছিল । তবে নিজেদের দাবি তুলে ধরতে তাঁরা আজ যোগ দেন 150 দিনের সমাবেশে ।

আরও পড়ুন: আজই আসছে 315, আরও 485 কোম্পানি বাহিনী চাইল কমিশন

অন্যদিকে তাদের ধরনার 150 দিন উপলক্ষে সংগ্রামী যৌথ মঞ্চ শিয়ালদা এবং হাওড়া থেকে মহামিছিল করেন রবিবার । সেই মিছিল শেষে হয় শহিদ মিনারে তাদের ধরনামঞ্চের সামনে গিয়ে । সেখানে একটি বিরাট সমাবেশের ডাক দিয়েছিল তারা । তাদের মিছিলের আজ মূল স্লোগান ছিল, কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন নয় ।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট কেবল আর কয়েকদিনের অপেক্ষা ৷ তারই মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে নানা টালবাহানা ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যে ইতিমধ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ জেলার গ্রামে গ্রামে পৌঁছতে শুরু করেছে তারা ৷ চলছে রুট মার্চ ।

কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ

কলকাতা, 25 জুন: ডিএ'র দাবিতে ধরনার 150 দিন উপলক্ষে রবিবার মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ । কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দেওয়ার পাশাপাশি তাঁদের বর্তমানে মূল দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন । 822 কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টে । তাতে কোনওভাবেই সুষ্ঠ ভাবে নির্বাচন করানো সম্ভব নয় বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ । তাই তাঁদের পক্ষ থেকে ধরনার এই 150তম দিনে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানানো হয়েছিল । সেই অনুযায়ী ওই সংগঠনের প্রধান ভাস্কর ঘোষ-সহ পাঁচ সদ্যসের প্রতিনিধি দল এ দিন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যায় ।

কমিশনে যাওয়ার আগে ভাস্বর ঘোষ জানান, প্রতিটি বুথে যাতে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকে তার আবেদন করা হবে । এছাড়া পুনির্বাচন প্রক্রিয়ার যাতে ভিডিয়োগ্রাফি করা হয় সেই আবেদনও করবেন তাঁরা । প্রতি ঘণ্টায় ঘণ্টায় প্রিজাইডিং অফিসার যে রিপোর্ট পাঠায় তা যেন সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ করা থাকে । এই সমস্ত দাবিগুলি নিয়েই তাঁরা রবিবার কমিশনে যান । মহার্ঘ্য ভাতার আন্দোলনকারীদের মধ্যে অনেকেরই আজ পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশিক্ষণ পড়েছিল । তবে নিজেদের দাবি তুলে ধরতে তাঁরা আজ যোগ দেন 150 দিনের সমাবেশে ।

আরও পড়ুন: আজই আসছে 315, আরও 485 কোম্পানি বাহিনী চাইল কমিশন

অন্যদিকে তাদের ধরনার 150 দিন উপলক্ষে সংগ্রামী যৌথ মঞ্চ শিয়ালদা এবং হাওড়া থেকে মহামিছিল করেন রবিবার । সেই মিছিল শেষে হয় শহিদ মিনারে তাদের ধরনামঞ্চের সামনে গিয়ে । সেখানে একটি বিরাট সমাবেশের ডাক দিয়েছিল তারা । তাদের মিছিলের আজ মূল স্লোগান ছিল, কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন নয় ।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট কেবল আর কয়েকদিনের অপেক্ষা ৷ তারই মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে নানা টালবাহানা ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজ্যে ইতিমধ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ জেলার গ্রামে গ্রামে পৌঁছতে শুরু করেছে তারা ৷ চলছে রুট মার্চ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.