ETV Bharat / state

কোরোনা সতর্কতায় স্থগিত সরকারি কর্মচারীদের DA মামলার শুনানি

author img

By

Published : Mar 17, 2020, 11:15 PM IST

গত বছর জুলাই মাসে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার রায় দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । এর প্রেক্ষিতে একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য । একের পর এক শুনানি চলে । আগামীকাল শুনানি বা রায়দান হওয়ার কথা ছিল । যা নিয়ে আশাবাদী ছিলেন সরকারি কর্মচারীরা । কিন্তু কোরোনার সতর্কতায় স্থগিত হয়ে গেল SAT-র পরবর্তী শুনানি ।

corona
corona

কলকাতা, 17 মার্চ : কোরোনার জেরে স্থগিত হল রাজ‍্য সরকারি কর্মচারীদের DA মামলার শুনানি । আগামীকাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হবে না শুনানি । উচ্চ আদালতের বার কাউন্সিলের নির্দেশ অনুযায়ী কোনও অ্যাডভোকেট ট্রাইবুনাল মামলায় অংশগ্রহণ করছেন না । এর ফলে আগামীকাল হবে না DA মামলার শুনানি ।

গত বছর জুলাই মাসে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার রায় দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । এর প্রেক্ষিতে একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য । একের পর এক শুনানি চলে ।

সূত্রের খবর, সরকারের তরফে একটি রিভিউ পিটিশন করা হয়েছিল । DA না দেওয়ার কারণ হিসেবে অ্যাডভোকেট জেনেরালের যুক্তি ছিল, রাজ্যের আর্থিক অনটন চলছে । ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন দিয়েছে রাজ্য সরকার । DA পুনর্বিবেচনার মামলার শুনানি SAT শেষ করেছিল সেদিন । যদিও বিচারপতি রঞ্জিত বাগের বেঞ্চ স্থগিত রেখেছে রায়দান । সেইমতো আগামীকাল শুনানি হওয়ার কথা ছিল । যা নিয়ে আশাবাদী ছিলেন সরকারি কর্মচারীরা । কিন্তু কোরোনার সতর্কতায় স্থগিত হয়ে গেল SAT-র পরবর্তী শুনানি ।

কলকাতা, 17 মার্চ : কোরোনার জেরে স্থগিত হল রাজ‍্য সরকারি কর্মচারীদের DA মামলার শুনানি । আগামীকাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হবে না শুনানি । উচ্চ আদালতের বার কাউন্সিলের নির্দেশ অনুযায়ী কোনও অ্যাডভোকেট ট্রাইবুনাল মামলায় অংশগ্রহণ করছেন না । এর ফলে আগামীকাল হবে না DA মামলার শুনানি ।

গত বছর জুলাই মাসে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার রায় দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । এর প্রেক্ষিতে একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য । একের পর এক শুনানি চলে ।

সূত্রের খবর, সরকারের তরফে একটি রিভিউ পিটিশন করা হয়েছিল । DA না দেওয়ার কারণ হিসেবে অ্যাডভোকেট জেনেরালের যুক্তি ছিল, রাজ্যের আর্থিক অনটন চলছে । ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন দিয়েছে রাজ্য সরকার । DA পুনর্বিবেচনার মামলার শুনানি SAT শেষ করেছিল সেদিন । যদিও বিচারপতি রঞ্জিত বাগের বেঞ্চ স্থগিত রেখেছে রায়দান । সেইমতো আগামীকাল শুনানি হওয়ার কথা ছিল । যা নিয়ে আশাবাদী ছিলেন সরকারি কর্মচারীরা । কিন্তু কোরোনার সতর্কতায় স্থগিত হয়ে গেল SAT-র পরবর্তী শুনানি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.