ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যশ - আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যশ

মঙ্গলবার থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷ দুই মেদিনীপুর ও 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ঝড়ের গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷

ঘূর্ণিঝড় যশ
ঘূর্ণিঝড় যশ
author img

By

Published : May 24, 2021, 5:21 PM IST

Updated : May 25, 2021, 1:40 AM IST

কলকাতা, 24 মে : আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে যশ ৷ 26 মে বুধবার দুপুরেই আছড়ে পড়বে যশ ৷ আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 155 থেকে 165 কিলোমিটার, তা সর্বোচ্চ প্রতি ঘণ্টায় 185 কিলোমিটার অবধি পৌঁছতে পারে ৷ আপাতত এই ঘূর্ণিঝড় দিঘা উপকূল থেকে রয়েছে 620 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে ৷

সোমবার বিকেলের আবহাওয়া দফতরের সাংবাদিক বৈঠক থেকে জানা গিয়েছে, কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ও হুগলিতেও ৷ দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে ৷ রাজ্যে মঙ্গলবার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার ৷

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আমফান সাগর দ্বীপের উপর ল্যান্ডফল করে ৷ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছিল ৷ কিন্তু যশের ল্যান্ডফল হবে ওড়িশার বালেশ্বরের কাছে ৷ তারপর যাবে ঝাড়খণ্ডের দিকে ৷ বয়ে যাবে পারাদ্বীপ এবং সাগরের মাঝ দিয়ে ৷

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব মূলত চলবে ওড়িশার বালেশ্বর, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক এবং আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুরের উপর ৷ এরাজ্যের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে ৷ এখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে 185 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ সমুদ্রে জলোচ্ছাস থাকবে 1-4 মিটার উঁচু ৷

আবহাওয়া দফতর জানায়, যশকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলে চিহ্নিত করা হয়েছে ৷

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন

কলকাতা, 24 মে : আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে যশ ৷ 26 মে বুধবার দুপুরেই আছড়ে পড়বে যশ ৷ আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 155 থেকে 165 কিলোমিটার, তা সর্বোচ্চ প্রতি ঘণ্টায় 185 কিলোমিটার অবধি পৌঁছতে পারে ৷ আপাতত এই ঘূর্ণিঝড় দিঘা উপকূল থেকে রয়েছে 620 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে ৷

সোমবার বিকেলের আবহাওয়া দফতরের সাংবাদিক বৈঠক থেকে জানা গিয়েছে, কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ও হুগলিতেও ৷ দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে ৷ রাজ্যে মঙ্গলবার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার ৷

আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আমফান সাগর দ্বীপের উপর ল্যান্ডফল করে ৷ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছিল ৷ কিন্তু যশের ল্যান্ডফল হবে ওড়িশার বালেশ্বরের কাছে ৷ তারপর যাবে ঝাড়খণ্ডের দিকে ৷ বয়ে যাবে পারাদ্বীপ এবং সাগরের মাঝ দিয়ে ৷

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব মূলত চলবে ওড়িশার বালেশ্বর, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক এবং আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুরের উপর ৷ এরাজ্যের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে ৷ এখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে 185 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ সমুদ্রে জলোচ্ছাস থাকবে 1-4 মিটার উঁচু ৷

আবহাওয়া দফতর জানায়, যশকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলে চিহ্নিত করা হয়েছে ৷

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন

Last Updated : May 25, 2021, 1:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.