ETV Bharat / state

Cyclone Mocha: অভিমুখ বদলে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়তে চলেছে মোকা, বঙ্গে ফের তাপপ্রবাহ - hit on bangladesh and myanmar coast

মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর নিম্নচাপ জোরালোভাবে ঘনীভূত হয়েছে । বৃহস্পতিবার বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা ৷

Etv Bharat
রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি
author img

By

Published : May 9, 2023, 7:52 PM IST

Updated : May 9, 2023, 8:34 PM IST

বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা

কলকাতা, 9 মে: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থিত গভীর নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে 11 মে ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির উপর নজর রাখছে আলিপুর হাওয়া অফিস ৷

এই প্রসঙ্গেই আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বঙ্গে ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল এই জেলাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। বুধবার অর্থাৎ 10মে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা একটু কমবে । যদিও পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে । 12 এবং 13 মে দুই 24 পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গের নীচের দুই জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 11 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে । উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 5.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ এই মরশুমে বাঁকুড়ার উষ্ণতম দিন হল আজ ৷ পারদ চড়ার নিরিখে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছে পানাগড় এবং শ্রীনিকেতন। তৃতীয়স্থানে পুরুলিয়া ৷ এদিন পুরুলিয়ার তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস ।

আরও পড়ুন : অতীতের থেকে শিক্ষা, মোকা মোকাবিলায় প্রস্তুত কলকাতা কর্পোরেশন

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগমও ৷ চালু করা হয়েছে কন্ট্রোলরুম ৷ যেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ, সিইএসসি ও দমকল বিভাগের কর্মীরা ৷ পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির উপর নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার এলাকার সুন্দরবন অঞ্চলের মাটির নদীবাঁধ গুলি পরিদর্শন করেছেন বঙ্কিমচন্দ্র হাজরা ৷ সমস্ত পরিস্থিতির উপর নজরদারি চলছে ৷

বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা

কলকাতা, 9 মে: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থিত গভীর নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে 11 মে ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির উপর নজর রাখছে আলিপুর হাওয়া অফিস ৷

এই প্রসঙ্গেই আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বঙ্গে ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল এই জেলাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। বুধবার অর্থাৎ 10মে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার তাপমাত্রা একটু কমবে । যদিও পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে । 12 এবং 13 মে দুই 24 পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গের নীচের দুই জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 11 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে । উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 5.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ এই মরশুমে বাঁকুড়ার উষ্ণতম দিন হল আজ ৷ পারদ চড়ার নিরিখে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছে পানাগড় এবং শ্রীনিকেতন। তৃতীয়স্থানে পুরুলিয়া ৷ এদিন পুরুলিয়ার তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস ৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.9 ডিগ্রি সেলসিয়াস ।

আরও পড়ুন : অতীতের থেকে শিক্ষা, মোকা মোকাবিলায় প্রস্তুত কলকাতা কর্পোরেশন

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগমও ৷ চালু করা হয়েছে কন্ট্রোলরুম ৷ যেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ, সিইএসসি ও দমকল বিভাগের কর্মীরা ৷ পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির উপর নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার এলাকার সুন্দরবন অঞ্চলের মাটির নদীবাঁধ গুলি পরিদর্শন করেছেন বঙ্কিমচন্দ্র হাজরা ৷ সমস্ত পরিস্থিতির উপর নজরদারি চলছে ৷

Last Updated : May 9, 2023, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.