ETV Bharat / state

গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আমফান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

author img

By

Published : May 21, 2020, 9:00 PM IST

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কিছুটা শক্তি কমিয়ে আমফান উত্তর ও উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস ৷

Kolkata
আমফান

কলকাতা , 21 মে : আমফানের দাপটে বিধ্বস্ত গোটা দক্ষিণবঙ্গ ৷ লন্ডভন্ড কলকাতা । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কিছুটা শক্তি কমিয়ে উত্তর ও উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস ৷

ধুবুরি থেকে দেড়শো কিলোমিটার দক্ষিণে রংপুর থেকে 110 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে আমফান । এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । প্রথম তিন ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে । তারপর পরবর্তী ছয় ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে ।

এর প্রভাবে আজ থেকে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 12 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ারে 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় 60 কিলোমিটার ৷

কলকাতা , 21 মে : আমফানের দাপটে বিধ্বস্ত গোটা দক্ষিণবঙ্গ ৷ লন্ডভন্ড কলকাতা । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কিছুটা শক্তি কমিয়ে উত্তর ও উত্তর পূর্বদিকে অগ্রসর হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস ৷

ধুবুরি থেকে দেড়শো কিলোমিটার দক্ষিণে রংপুর থেকে 110 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে আমফান । এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । প্রথম তিন ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে । তারপর পরবর্তী ছয় ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে ।

এর প্রভাবে আজ থেকে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী 12 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ারে 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় 60 কিলোমিটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.