ETV Bharat / state

কবে ফিরবে আগের কোলাহল, জানে না গড়িয়াহাট - কোরোনা ভাইরাস

সরকারের তরফে 27 মে থেকে দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে । তবে অনুমতির সঙ্গে নির্দেশিকাও মানার কথা বলা হয়েছে । সামাজিক দূরত্ববিধি মানতে হবে । অযথা দোকান খুলে ভিড় জমানো যাবে না। এই কাজ সঠিক এবং সুস্থ ভাবে করতে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে ৷

image
গড়িয়াহাট মার্কেট
author img

By

Published : May 29, 2020, 6:42 AM IST

কলকাতা, 28 মে : গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার এই জনবহুল মোড়টি এখন কার্যত সুনসান। লকডাউনের ফাঁকফোকর গলে মানুষ জন আসলেও তার সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনা চলে না। একই অবস্থা চারমাথা বাজারের । যা আদতে সব পেয়েছির দেশ। কিন্তু কোরোনা ভাইরাসের ধাক্কায় এই জনবহুল মার্কেটে সব যেন স্তব্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বাজারের একটা অংশ খুললেও তাতে ক্রেতা বিক্রেতার পরিচিত ছবি চাতক পাখির জল চাওয়ার দশা ।

কলকাতা পৌরনিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন সব দোকান একসঙ্গে খোলা সম্ভব নয় । রোটেশন করে দোকান খুলতে হবে । সরকারের তরফে 27 মে থেকে দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে । তবে অনুমতির সঙ্গে নির্দেশিকাও মানার কথা বলা হয়েছে । সামাজিক দূরত্ববিধি মানতে হবে । অযথা দোকান খুলে ভিড় জমানো যাবে না। এই কাজ সঠিক এবং সুস্থ ভাবে করতে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার কথা বলেছেন । ব্যবসায়ী সমিতির ইউনিয়নের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে । যেখানে ইউনিয়ন নেই সেখানে পারস্পরিক ঐক্যমত্যে দোকান খোলার কথা বলেছেন ।

কবে ফিরবে আগের গড়িয়াহাট ?

নিয়মের অনুশাসনে দোকান খোলার অনুমতি মিললেও আশার আলো দেখছেন না গড়িয়াহাট বাজারের ব্যবসায়ীরা। পুরো বাজার খোলেনি । বিক্ষিপ্তভাবে খোলা দোকানে ক্রেতা নেই । বউনি পর্যন্ত হবে কি না তা জানা নেই । তাই অনাগত আতঙ্কে খড়কুটো ধরে ঘুরে দাড়ানোর চেষ্টা হচ্ছে । যা আদতে বিপুল ক্ষতিপূরণের চেষ্টা মাত্র । পাশাপাশি আশায় বুক বেঁধে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গড়িয়াহাট ।

কলকাতা, 28 মে : গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার এই জনবহুল মোড়টি এখন কার্যত সুনসান। লকডাউনের ফাঁকফোকর গলে মানুষ জন আসলেও তার সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনা চলে না। একই অবস্থা চারমাথা বাজারের । যা আদতে সব পেয়েছির দেশ। কিন্তু কোরোনা ভাইরাসের ধাক্কায় এই জনবহুল মার্কেটে সব যেন স্তব্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বাজারের একটা অংশ খুললেও তাতে ক্রেতা বিক্রেতার পরিচিত ছবি চাতক পাখির জল চাওয়ার দশা ।

কলকাতা পৌরনিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন সব দোকান একসঙ্গে খোলা সম্ভব নয় । রোটেশন করে দোকান খুলতে হবে । সরকারের তরফে 27 মে থেকে দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে । তবে অনুমতির সঙ্গে নির্দেশিকাও মানার কথা বলা হয়েছে । সামাজিক দূরত্ববিধি মানতে হবে । অযথা দোকান খুলে ভিড় জমানো যাবে না। এই কাজ সঠিক এবং সুস্থ ভাবে করতে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার কথা বলেছেন । ব্যবসায়ী সমিতির ইউনিয়নের এই বিষয়ে উদ্যোগ নিতে হবে । যেখানে ইউনিয়ন নেই সেখানে পারস্পরিক ঐক্যমত্যে দোকান খোলার কথা বলেছেন ।

কবে ফিরবে আগের গড়িয়াহাট ?

নিয়মের অনুশাসনে দোকান খোলার অনুমতি মিললেও আশার আলো দেখছেন না গড়িয়াহাট বাজারের ব্যবসায়ীরা। পুরো বাজার খোলেনি । বিক্ষিপ্তভাবে খোলা দোকানে ক্রেতা নেই । বউনি পর্যন্ত হবে কি না তা জানা নেই । তাই অনাগত আতঙ্কে খড়কুটো ধরে ঘুরে দাড়ানোর চেষ্টা হচ্ছে । যা আদতে বিপুল ক্ষতিপূরণের চেষ্টা মাত্র । পাশাপাশি আশায় বুক বেঁধে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গড়িয়াহাট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.