কলকাতা, 6 মার্চ: রাত পেরোলেই দোল উৎসব । রঙের খেলায় মেতে উঠবে আবালবৃদ্ধবনিতা। অনুষঙ্গ হিসেবে থাকবে খানাপিনা আর অবশ্যই নাচ, গানের আসর । কিন্তু তার আগেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল শহরবাসী । দোল পূর্ণিমার আবহে দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে হয়ে গেল একটি মনমুগ্ধকর সাংস্কৃতিক সান্ধ্য অনুষ্ঠান (Cultural Event held in Kolkata) । এক স্বনামধন্য সংস্থার আয়োজনে এই অনুষ্ঠানের নাম রাখা হয় হয় 'কেবল খেলা' (kebol khela) । অনুষ্ঠানটিকে ছিল দু'টি ভাগে ভাগ করে নেওয়া হয় এদিন । প্রথম পর্বের নাম ছিল 'ভাবে-অনুভবে রবীন্দ্রনাথ', দ্বিতীয় পর্বের নাম রাখা হয় 'আজ সন্ধের আমন্ত্রণে' ।
![Cultural Event](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kebolkhela_06032023074018_0603f_1678068618_826.jpg)
প্রথম পর্বে রবীন্দ্রনাথের গানে শ্রোতার মনোরঞ্জন করেন শ্রাবণী সেন এবং অত্যন্ত প্রতিভাময়ী নবীন সঙ্গীতশিল্পী পৌলমী মজুমদার ইমাম । এই অনুষ্ঠানে ভাষ্য পাঠ এবং রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তিতে ছিলেন বাচিক শিল্পী রায়া ভট্টাচার্য । নৃত্য পরিবেশন করেন মধুবনী চট্টোপাধ্যায় । অনুষ্ঠানের ভাষ্য লিখেছেন সুমন্ত্র সান্যাল । অনুষ্ঠানের উদ্বোধনী গান ছিল শ্রাবণী সেনের কন্ঠে, ‘চোখের আলোয় দেখেছিলেম’। এ ছাড়াও তাঁর কণ্ঠে অন্য মাত্রা পায় 'ওগো, তোরা কে যাবি পারে’, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘দাঁড়িয়ে আছো তুমি আমার' গানগুলি । অন্যদিকে পৌলমীর কণ্ঠে অনন্য হয়ে উঠলো ‘গান আমার যায় ভেসে যায়', 'ছিন্ন পাতার সাজাই তরণী', ‘আমার খেলা যখন ছিল’, ‘কোন্ খেলা যে’ সহ রবীন্দ্রনাথের আরও কিছু গান ।
![Cultural Event](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kebolkhela_06032023074018_0603f_1678068618_22.jpg)
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সঞ্চালক ছিলেন অভিনেত্রী মল্লিকা মজুমদার । এই পর্বের নাম রাখা হয় 'আজ সন্ধের আমন্ত্রণে'। আড্ডা, গল্পে মল্লিকা মেতে ওঠেন বিশিষ্ট সঙ্গীত-শিল্পী প্রবুদ্ধ রাহার সঙ্গে । প্রবুদ্ধ রাহা ছিলেন বিবিধ গানের সমাহার নিয়ে। তাঁর কণ্ঠে ‘একটুকু ছোঁয়া লাগে’ গান দিয়ে শুরু করেন তিনি । এরপর একে একে ‘গানে ভুবন ভরিয়ে দেবে’, ‘শোনো বন্ধু শোনো’, ‘বিস্তীর্ণ দু'পারে', 'বর্ণে গন্ধে ছন্দে’, ‘আমার গানের স্বরলিপি’, ‘মধুর আমার মায়ের হাসি'র মতো কালজয়ী সব বাংলা আধুনিক গানে অনায়াস, সাবলীল, পারদর্শী বিচরণ করলেন তিনি ‘আজ সন্ধের আমন্ত্রণে’র পর্বে ।
আরও পড়ুন: 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে অরিত্র! ভয় পেলেন অঙ্কুশ