ETV Bharat / state

পুজোর আগে শেষ রবিবার, বৃষ্টি উপেক্ষা করে চলল কেনাকাটা - crowd in Gariahat

পুজোর আগে শেষ রবিবারে কেনাকাটায় ব্যস্ত কলকাতার মানুষ ৷ বৃষ্টিকে পরোয়া না করেই গড়িয়াহাটে ভিড় জমান ক্রেতারা ৷ বৃষ্টির জন্য প্রথমে আশঙ্কা থাকলেও পরে ভিড় বাড়ায় খুশি বিক্রেতারা ৷

কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা
author img

By

Published : Sep 29, 2019, 11:26 PM IST

Updated : Sep 30, 2019, 12:07 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : পুজোর আগে আজ শেষ রবিবার । শেষ মুহূর্তে কেনাকাটা করতে মানুষ ভিড় জমান গড়িয়াহাটে । আজ সকাল থেকেই ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন, বৃষ্টির জন্য হয়ত রবিবারের ব্যবসাটাই হবে না । কিন্তু বৃষ্টির মধ্যেও ক্রেতারা আসতে থাকেন ৷ আর বৃষ্টি বন্ধ হতেই ভিড় বাড়তে থাকে ৷

কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় । আজ সকালেও মুষলধারে বৃষ্টি হয় । সব মিলিয়ে কেমন বিক্রি হচ্ছে? শাড়ি বিক্রেতা অশ্বিনী পাত্র বলেন, "বিক্রি ভালো হচ্ছে । বৃষ্টিতে একটু ডাউন আছে রবিবারের বাজার । কিন্তু, সেল আমাদের ঠিক হয়ে যাচ্ছে ।" আর একজন শাড়ি বিক্রেতা শম্ভু সাহা বলেন, "মোটামুটি বিক্রি হচ্ছে । সকালে যা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম বাজারটা হবে না । এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে ।"

Gariahat
কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

ব্যবসায়ীদের বক্তব্য, শুধু বৃষ্টির কারণে নয় । এই বছর বাজারই মন্দা যাচ্ছে । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজোর আগের এই শেষ রবিবারে গড়িয়াহাটে ভিড় করেছেন ক্রেতারা । তবে, শেষ রবিবার হলেও অনেকের কাছেই আজ শেষ কেনাকাটার দিন নয় ‌। রুবি থেকে আসা পৌলমী মহত্ব‍ বলেন, "আমাদের তো পঞ্চমী পর্যন্ত চলতে থাকবে । যতদিন না পুজো পুরোপুরি আসে ততদিন চলতে থাকে । বৃষ্টিতে কোনও অসুবিধা নেই । আমাদের কলকাতার বাসিন্দাদের বৃষ্টির মধ্যেও শপিং চলতে থাকবে । আজ সারাদিনের প্ল্যান । তারপরে খেয়েদেয়ে একেবারে রাতে বাড়ি ফিরব ।" টালিগঞ্জ থেকে আসা রিঙ্কু সিং বলেন, "না এখনও বাকি আছে । বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে । কিন্তু, কী করব । কিনতে তো হবে বাচ্চাগুলোর জন্য । আবার অন্যদিন আসব । যতক্ষণ পুজো চলবে ততক্ষণ কিনতেই হবে ।" যোধপুর পার্ক থেকে আসা অনুষা বলেন, "ভালোই চলছে । গড়িয়াহাট বেশ জমজমাট । শেষ শপিং চলছে‌ । আরও কিছু কেনাকাটা বাকি আছে । বৃষ্টি তো চলছে । কিন্তু, কেনাকাটা তো কমছে না ।"

দেখুন ভিডিয়ো

আবার অনেকেই আজ কেনাকাটা শেষ করার টার্গেট নিয়েছেন । বৃষ্টি হলেও কেনাকাটা চলবে বলেও জানাচ্ছেন তাঁরা । আজকেই কি শেষ কেনাকাটা? সায়নী বলেন "একদমই তাই । মহালয়া শেষ, কেনাকাটা শেষ ।" বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে না? সায়নী বলেন, "অবশ্যই । বেরোনোর আগেই বৃষ্টি । ফেঁসে গেছিলাম দুই ঘণ্টার মতো । তারপরে বেরোলাম । পুজো সামনে । কেনাকাটা মিস করা যাবে না। " মায়া মোদক বলেন, "আজ রবিবার আমার ছুটি । তাই আজ কেনাকাটা শুরু হল । বাবা এসেছেন বাইরে থেকে‌ । আবার যেদিন ছুটি পাব আবার সেদিন চলে আসব । আজ পুরো শপিং করতে হবে যতো রাতই হোক । বাবা বাইরে থেকে এসেছেন । তাঁর হাতে দিয়ে সবার জন্য জিনিস কিনে পাঠিয়ে দিতে হবে ।" দমথম ক‍্যান্টনমেন্ট থেকে আসা রিনি বসু বলেন, "সবই কেনা হয়ে গেছে । যেগুলো বাকি ছিল সেগুলো গড়িয়াহাট থেকে টুকটুক করে কিনে নিলাম । সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আসতে পারব না । বেলা বাড়তে দেখলাম বৃষ্টি কমে গেছে । বৃষ্টি হলেও চেষ্টা করতাম দুপুরের দিকে বেরোতে ।"

কলকাতা, 29 সেপ্টেম্বর : পুজোর আগে আজ শেষ রবিবার । শেষ মুহূর্তে কেনাকাটা করতে মানুষ ভিড় জমান গড়িয়াহাটে । আজ সকাল থেকেই ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন, বৃষ্টির জন্য হয়ত রবিবারের ব্যবসাটাই হবে না । কিন্তু বৃষ্টির মধ্যেও ক্রেতারা আসতে থাকেন ৷ আর বৃষ্টি বন্ধ হতেই ভিড় বাড়তে থাকে ৷

কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় । আজ সকালেও মুষলধারে বৃষ্টি হয় । সব মিলিয়ে কেমন বিক্রি হচ্ছে? শাড়ি বিক্রেতা অশ্বিনী পাত্র বলেন, "বিক্রি ভালো হচ্ছে । বৃষ্টিতে একটু ডাউন আছে রবিবারের বাজার । কিন্তু, সেল আমাদের ঠিক হয়ে যাচ্ছে ।" আর একজন শাড়ি বিক্রেতা শম্ভু সাহা বলেন, "মোটামুটি বিক্রি হচ্ছে । সকালে যা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম বাজারটা হবে না । এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে ।"

Gariahat
কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

ব্যবসায়ীদের বক্তব্য, শুধু বৃষ্টির কারণে নয় । এই বছর বাজারই মন্দা যাচ্ছে । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজোর আগের এই শেষ রবিবারে গড়িয়াহাটে ভিড় করেছেন ক্রেতারা । তবে, শেষ রবিবার হলেও অনেকের কাছেই আজ শেষ কেনাকাটার দিন নয় ‌। রুবি থেকে আসা পৌলমী মহত্ব‍ বলেন, "আমাদের তো পঞ্চমী পর্যন্ত চলতে থাকবে । যতদিন না পুজো পুরোপুরি আসে ততদিন চলতে থাকে । বৃষ্টিতে কোনও অসুবিধা নেই । আমাদের কলকাতার বাসিন্দাদের বৃষ্টির মধ্যেও শপিং চলতে থাকবে । আজ সারাদিনের প্ল্যান । তারপরে খেয়েদেয়ে একেবারে রাতে বাড়ি ফিরব ।" টালিগঞ্জ থেকে আসা রিঙ্কু সিং বলেন, "না এখনও বাকি আছে । বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে । কিন্তু, কী করব । কিনতে তো হবে বাচ্চাগুলোর জন্য । আবার অন্যদিন আসব । যতক্ষণ পুজো চলবে ততক্ষণ কিনতেই হবে ।" যোধপুর পার্ক থেকে আসা অনুষা বলেন, "ভালোই চলছে । গড়িয়াহাট বেশ জমজমাট । শেষ শপিং চলছে‌ । আরও কিছু কেনাকাটা বাকি আছে । বৃষ্টি তো চলছে । কিন্তু, কেনাকাটা তো কমছে না ।"

দেখুন ভিডিয়ো

আবার অনেকেই আজ কেনাকাটা শেষ করার টার্গেট নিয়েছেন । বৃষ্টি হলেও কেনাকাটা চলবে বলেও জানাচ্ছেন তাঁরা । আজকেই কি শেষ কেনাকাটা? সায়নী বলেন "একদমই তাই । মহালয়া শেষ, কেনাকাটা শেষ ।" বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে না? সায়নী বলেন, "অবশ্যই । বেরোনোর আগেই বৃষ্টি । ফেঁসে গেছিলাম দুই ঘণ্টার মতো । তারপরে বেরোলাম । পুজো সামনে । কেনাকাটা মিস করা যাবে না। " মায়া মোদক বলেন, "আজ রবিবার আমার ছুটি । তাই আজ কেনাকাটা শুরু হল । বাবা এসেছেন বাইরে থেকে‌ । আবার যেদিন ছুটি পাব আবার সেদিন চলে আসব । আজ পুরো শপিং করতে হবে যতো রাতই হোক । বাবা বাইরে থেকে এসেছেন । তাঁর হাতে দিয়ে সবার জন্য জিনিস কিনে পাঠিয়ে দিতে হবে ।" দমথম ক‍্যান্টনমেন্ট থেকে আসা রিনি বসু বলেন, "সবই কেনা হয়ে গেছে । যেগুলো বাকি ছিল সেগুলো গড়িয়াহাট থেকে টুকটুক করে কিনে নিলাম । সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আসতে পারব না । বেলা বাড়তে দেখলাম বৃষ্টি কমে গেছে । বৃষ্টি হলেও চেষ্টা করতাম দুপুরের দিকে বেরোতে ।"

Intro:কলকাতা, 29 সেপ্টেম্বর: পুজোর ঢাকের কাঠি পড়ে গেছে। পুজোর আগে আজ শেষ রবিবার। শেষ মুহূর্তে কেনাকাটি করতে মানুষ ভিড় জমিয়েছেন গড়িয়াহাটে। আজ সকাল থেকেই ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন, বৃষ্টির জন‍্য হয়তো রবিবারের ব্যবসাটাই হবে না। কিন্তু, বৃষ্টি বন্ধ হতেই আসা শুরু করেছেন মানুষ। গড়িয়াহাটে আসা মানুষদের কারো কারো কাছে আবার এটা শেষ মুহূর্তের কেনাকাটা নয়। তাঁদের কেনাকাটা পঞ্চমী, পুজো পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন।


Body:কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। পুজোর আগে আজ শেষ রবিবার। ব‍্যবসার দিন। এইদিনও সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে। সবমিলিয়ে কেমন বিক্রি হচ্ছে? এক চাদর ব‍্যাবসায়ী এস প্রামাণিক বলেন, "মার্কেট ভালো নেই। বৃষ্টির জন্য খুব খারাপ অবস্থা। কালকেও একই অবস্থা, পরশুদিনও বৃষ্টি। আজকেও সকালবেলা বৃষ্টি। এখনও অব্দি অবস্থা খুব খারাপ। সকাল থেকে এখনও পর্যন্ত 1, 2 হাজার টাকার বিক্রি পর্যন্ত হয়নি।" এক শাড়ি বিক্রেতা অশ্বিনী পাত্র বলেন, "বিক্রি ভাল হচ্ছে। বৃষ্টিতে একটু ডাউন আছে রবিবারের বাজার। কিন্তু, সেল আমাদের ঠিক হয়ে যাচ্ছে।" আরেক শাড়ি বিক্রেতা শম্ভু সাহা বলেন, "মোটামুটি বিক্রি হচ্ছে। সকালে যা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম বাজারটা হবে না। এখন একটু আস্তে আস্তে ভিড় হচ্ছে।"

ব‍্যবসায়ীদের বক্তব‍্য, শুধু বৃষ্টির কারণে নয়। এই বছর বাজারই মন্দা যাচ্ছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুজোর আগের এই শেষ রবিবারে গড়িয়াহাটে ভিড় করেছেন ক্রেতারা। তবে, শেষ রবিবার হলেও অনেকের কাছেই আজ শেষ কেনাকাটার দিন নয় এটা‌। রুবি থেকে আসা পৌলমী মহত্ব‍ বলেন, "আমাদের তো পঞ্চমী অব্দি চলতে থাকবে। যতদিন না পুজো পুরোপুরি আসে ততদিন চলতে থাকে। বৃষ্টিতে কোন অসুবিধা নেই। আমাদের কলকাতার বাসিন্দাদের বৃষ্টির মধ্যেও শপিং চলতে থাকবে। আজ সারাদিনের প্ল্যান। তারপরে খেয়েদেয়ে একেবারে রাতে বাড়ি ফিরব।" টালিগঞ্জ থেকে আসা রিঙ্কু সিং বলেন, "না এখনও বাকি আছে। বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে। কিন্তু, কী করব। কিনতে তো হবে বাচ্চাগুলোর জন্য। আবার অন্যদিন আসব। যতক্ষণ পুজো চলবে ততক্ষণ কিনতেই হবে।" যোধপুর পার্ক থেকে আসা অনুষা বলেন, "চলছে ভালোই চলছে। গড়িয়াহাট বেশ জমজমাট। শেষ শপিং চলছে‌। আরও কিছু কেনাকাটা বাকি আছে। বৃষ্টি তো চলছে। কিন্তু, কেনাকাটা তো কমছে না।"

আবার অনেকেই আজ কেনাকাটা শেষ করার টার্গেট নিয়েছেন। বৃষ্টি হলেও তাঁদের কেনাকাটা চলবে বলেও জানাচ্ছেন তাঁরা। আজকেই কি শেষ কেনাকাটা? সায়নী বলেন "একদমই তাই। এরপরে আর কোনো কথা হবে না। মহালয়া শেষ, কেনাকাটা শেষ।" বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে না? সায়নী বলেন, "অবশ্যই। বেরোনোর আগেই বৃষ্টি। ফেঁসে গেছিলাম দুই ঘন্টার মতো। তারপরে বেরোলাম। বেরোতে তো হয়েইছে। পুজো সামনে। কেনাকাটা মিস করা যাবে না।" মায়া মোদক বলেন, "আজ রবিবার আমার ছুটি। তাই আজ কেনাকাটা শুরু হল। বাবা এসেছেন বাইরে থেকে‌। আবার যেদিন ছুটি পাব আবার সেদিন চলে আসব। আজ পুরো শপিং করতে হবে যতো রাতই হোক। বাবা বাইরে থেকে এসেছেন। তাঁর হাত দিয়ে সবার জন্য জিনিস কিনে পাঠিয়ে দিতে হবে।" দমথম ক‍্যান্টনমেন্ট থেকে আসা রিনি বসু বলেন, "সবই কেনা হয়ে গেছে। যেগুলো বাকি ছিল সেগুলো গড়িয়াহাট থেকে টুকটুক করে কিনে নিলাম। সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আসতে পারব না। বেলা বাড়তে দেখলাম বৃষ্টি কমে গেছে। বৃষ্টি হলেও চেষ্টা করতাম দুপুরের দিকে বের হতে। আজ তো রোববার। আর পরের সপ্তাহে পুজো। চেষ্টা করতাম।"





Conclusion:
Last Updated : Sep 30, 2019, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.