ETV Bharat / state

Critical Surgery in SSKM: মহিলার পেটে প্রায় সাড়ে 6 কেজি টিউমার, এসএসকেএমে সফল অস্ত্রোপচার

ফের অসাধ্যসাধন করল এসএসকেএম(Critical Surgery in SSKM)৷ প্রায় সাড়ে 6 কেজির টিউমার অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা ৷

Etv Bharat
মহিলার পেট থেকে বেরোল প্রায় সাড়ে 6 কেজি টিউমার
author img

By

Published : Dec 12, 2022, 10:49 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: দেখে মনে হয়েছিল গর্ভবতী । কিন্তু পরীক্ষার নিরীক্ষার রিপোর্ট হাতে আসতেই চমকে গিয়েছিলেন এসএসকেএমের চিকিৎসকরা । পেটের মধ্যে বিশাল বড় একটি টিউমার (Critical Tumor Surgery in SSKM)। যা ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে । অবশেষে অস্ত্রোপচার করে সুস্থ হলেন বছর 45-এর মহিলা । আবারও অসাধ্যসাধন করল এসএসকেএম ৷

দমদমের বাসিন্দা রমা হালদার । প্রায় দেড় বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি । পরিবার বলতে প্রতিবেশি ছাড়া আর কেউ নেই । তাই তাঁদের সাহায্যে এসএসকেএম হাসপাতাল আসেন তিনি । তবে কিছুতেই মিলছিল না বেড । বারবার স্ত্রীরোগ বিভাগের আউটডোরে দেখিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন রমা দেবী । মঙ্গলবার আউটডোরে ডাক্তার দেখাতে এলে চিকিৎসক সিরাজ আহমেদ তাঁকে দেখেই অবিলম্বে ভর্তি হওয়ার পরামর্শ দেন । সেই মতো ভর্তি হয়ে । শনিবার দুপুরে হয় অস্ত্রোপচার । প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর বের করা হয় প্রায় সাড়ে 6 কেজির টিউমার ৷ যা খাদ্যনালি থেকে জরায়ু পর্যন্ত পেটের 70 ভাগ জায়গা জুড়ে ছিল । এই বিষয়ে চিকিত্‍সক জানান, টিউমারের ওজন এত বেশি হওয়ায় তাঁর শরীর থেকে ক্রমেই রক্তপাত হয় । হিমোগ্লোবিন নেমে যায় 5-এর নীচে । রক্তসঞ্চালন করে শরীরের অবস্থা কিছুটা স্বাভাবিক করা হয় । তারপর করা হয় অস্ত্রোপচার ।

চিকিৎসক সিরাজ আহমেদের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম শনিবার দুপুরে অস্ত্রোপচার করেন ৷ টিউমারটি বের করার পর তা ওজন করে দেখা যায় প্রায় সাড়ে ছয় কেজি । চিকিৎসকদের অনুমান রমা দেবী অত্যন্ত গরিব । ফলে হয়তো ঠিক সময় খাবার না-খাওয়া ও অপুষ্টির জন্যই এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । তবে অস্ত্রোপচার করার পর বর্তমানে সুস্থ তিনি ।

কলকাতা, 12 ডিসেম্বর: দেখে মনে হয়েছিল গর্ভবতী । কিন্তু পরীক্ষার নিরীক্ষার রিপোর্ট হাতে আসতেই চমকে গিয়েছিলেন এসএসকেএমের চিকিৎসকরা । পেটের মধ্যে বিশাল বড় একটি টিউমার (Critical Tumor Surgery in SSKM)। যা ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে । অবশেষে অস্ত্রোপচার করে সুস্থ হলেন বছর 45-এর মহিলা । আবারও অসাধ্যসাধন করল এসএসকেএম ৷

দমদমের বাসিন্দা রমা হালদার । প্রায় দেড় বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি । পরিবার বলতে প্রতিবেশি ছাড়া আর কেউ নেই । তাই তাঁদের সাহায্যে এসএসকেএম হাসপাতাল আসেন তিনি । তবে কিছুতেই মিলছিল না বেড । বারবার স্ত্রীরোগ বিভাগের আউটডোরে দেখিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন রমা দেবী । মঙ্গলবার আউটডোরে ডাক্তার দেখাতে এলে চিকিৎসক সিরাজ আহমেদ তাঁকে দেখেই অবিলম্বে ভর্তি হওয়ার পরামর্শ দেন । সেই মতো ভর্তি হয়ে । শনিবার দুপুরে হয় অস্ত্রোপচার । প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর বের করা হয় প্রায় সাড়ে 6 কেজির টিউমার ৷ যা খাদ্যনালি থেকে জরায়ু পর্যন্ত পেটের 70 ভাগ জায়গা জুড়ে ছিল । এই বিষয়ে চিকিত্‍সক জানান, টিউমারের ওজন এত বেশি হওয়ায় তাঁর শরীর থেকে ক্রমেই রক্তপাত হয় । হিমোগ্লোবিন নেমে যায় 5-এর নীচে । রক্তসঞ্চালন করে শরীরের অবস্থা কিছুটা স্বাভাবিক করা হয় । তারপর করা হয় অস্ত্রোপচার ।

চিকিৎসক সিরাজ আহমেদের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল টিম শনিবার দুপুরে অস্ত্রোপচার করেন ৷ টিউমারটি বের করার পর তা ওজন করে দেখা যায় প্রায় সাড়ে ছয় কেজি । চিকিৎসকদের অনুমান রমা দেবী অত্যন্ত গরিব । ফলে হয়তো ঠিক সময় খাবার না-খাওয়া ও অপুষ্টির জন্যই এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । তবে অস্ত্রোপচার করার পর বর্তমানে সুস্থ তিনি ।

আরও পড়ুন : ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.