ETV Bharat / state

অডিতে কোরিয়ান কনসুলেটের নম্বর, মদ্যপান করে ঘুরে বেড়ানোয় গ্রেপ্তার 3 - লকডাউনের শহরে দেদার মদ্যপান, গ্রেপ্তার 3

গতরাতে মিডিলটন স্ট্রিট এবং রাসেল স্ট্রিটের সংযোগস্থানে নাকা চেকিংয়ে আটক করা হয় গাড়িটি । ধৃত তিন যুবক নিজেদের দক্ষিণ কোরিয়া কনসুলেটের কর্মী বলে পরিচয় দেয় ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 10:21 PM IST

কলকাতা, 1 মে : দক্ষিণ কোরিয়া কনসুলেটের নম্বর লাগানো অডি গাড়ি। মধ্যরাতের কলকাতায় ছুটছিল প্রচণ্ড গতিতে। মিডিলটন স্ট্রিট এবং রাসেল স্ট্রিটের সংযোগস্থানে নাকা চেকিংয়ে আটক করা হয় সেই গাড়িটি। ছিলেন তিন যুবক। গাড়ি থেকে বেরোতেই বোঝা যায় মদ্যপান করেছেন তিনজনই । তাঁদের আটক করা হয়। পরে জানা যায়, তারা কোরিয়ান দূতাবাসের গাড়ির নম্বর ভাঁড়িয়ে শহর দাপাচ্ছিল। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেক্সপিয়র সরণিতে আরসানাল কর্তার ছেলের কীর্তির স্মৃতি এখনও শহরবাসীর কাছে টাটকা। গত অগাস্টে জাগুয়ার গাড়ি দুরন্ত গতিতে চালাচ্ছিলেন রাঘিব পারভেজ়। সেই একই কায়দায় গতরাতে প্রচণ্ড গতিতে চলছিল অডি গাড়িটি। গাড়িটি আটক করার পর বোঝা যায়, তিনজনই মদ্যপান করে রয়েছে । বুঝতে পেরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অভিযোগ, তারা নিজেদের কোরিয়ান দূতাবাসের কর্মী বলে পরিচয় দেয়। ওই তিনজনের নাম বন্ধন আগরওয়াল, বরুণ হাদা এবং মনোজ আগরওয়াল। কিন্তু কেউই পুলিশকে নিজেদের পরিচয়পত্র দেখাতে পারেনি। সেই সূত্রেই তিনজনকে আটক করে রেখে দেওয়া হয়।

আজ সকালে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই একই নম্বরের একটি গাড়ি আছে কোরিয়ান কনসুলেটে। কিন্তু ধৃতরা কেউই তাদের কর্মী নয়। তারপর ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নিজেদের গাড়ির নম্বর প্লেট খুলে তারা দক্ষিণ কোরিয়া কনসুলেটের ওই নম্বর লাগিয়েছিল। কিন্তু কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছিল তা জানার চেষ্টা চলছে। এর পিছনে কোনও অপরাধের পরিকল্পনা আছে কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা, 1 মে : দক্ষিণ কোরিয়া কনসুলেটের নম্বর লাগানো অডি গাড়ি। মধ্যরাতের কলকাতায় ছুটছিল প্রচণ্ড গতিতে। মিডিলটন স্ট্রিট এবং রাসেল স্ট্রিটের সংযোগস্থানে নাকা চেকিংয়ে আটক করা হয় সেই গাড়িটি। ছিলেন তিন যুবক। গাড়ি থেকে বেরোতেই বোঝা যায় মদ্যপান করেছেন তিনজনই । তাঁদের আটক করা হয়। পরে জানা যায়, তারা কোরিয়ান দূতাবাসের গাড়ির নম্বর ভাঁড়িয়ে শহর দাপাচ্ছিল। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেক্সপিয়র সরণিতে আরসানাল কর্তার ছেলের কীর্তির স্মৃতি এখনও শহরবাসীর কাছে টাটকা। গত অগাস্টে জাগুয়ার গাড়ি দুরন্ত গতিতে চালাচ্ছিলেন রাঘিব পারভেজ়। সেই একই কায়দায় গতরাতে প্রচণ্ড গতিতে চলছিল অডি গাড়িটি। গাড়িটি আটক করার পর বোঝা যায়, তিনজনই মদ্যপান করে রয়েছে । বুঝতে পেরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অভিযোগ, তারা নিজেদের কোরিয়ান দূতাবাসের কর্মী বলে পরিচয় দেয়। ওই তিনজনের নাম বন্ধন আগরওয়াল, বরুণ হাদা এবং মনোজ আগরওয়াল। কিন্তু কেউই পুলিশকে নিজেদের পরিচয়পত্র দেখাতে পারেনি। সেই সূত্রেই তিনজনকে আটক করে রেখে দেওয়া হয়।

আজ সকালে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই একই নম্বরের একটি গাড়ি আছে কোরিয়ান কনসুলেটে। কিন্তু ধৃতরা কেউই তাদের কর্মী নয়। তারপর ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নিজেদের গাড়ির নম্বর প্লেট খুলে তারা দক্ষিণ কোরিয়া কনসুলেটের ওই নম্বর লাগিয়েছিল। কিন্তু কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছিল তা জানার চেষ্টা চলছে। এর পিছনে কোনও অপরাধের পরিকল্পনা আছে কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.