ETV Bharat / state

সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে একের পর টুইট ক্রিকেট দুনিয়ার - cricket fraternity wishes Sourav Ganguly

সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

হাসপাতালে সৌরভ
হাসপাতালে সৌরভ
author img

By

Published : Jan 2, 2021, 2:52 PM IST

Updated : Jan 2, 2021, 3:21 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আইসিইউ-তে ভরতি করা হয়েছে মহারাজকে । হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যরা । এদিকে খবর ছড়িয়ে পড়ার পর মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক টুইট-বার্তা আসতে থাকে ক্রিকেট দুনিয়া থেকে।

টুইটারে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেন শিখর ধাওয়ান ৷ তিনি লেখেন, ‘‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করি দাদা ৷ দ্রুত সুস্থ হও ৷’’

  • Praying for your speedy recovery Dada @SGanguly99 🙏 Get well soon.

    — Shikhar Dhawan (@SDhawan25) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি লিখেছেন, ‘‘দাদা তাড়াতাড়ি ঠিক হতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

  • Dada , jaldi se theek hone ka.
    Praying for your quick and speedy recovery @SGanguly99 .

    — Virender Sehwag (@virendersehwag) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝাও সৌরভের আরোগ্য কামনা করে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করি দাদা ৷’’

ভারতীয় বোর্ড টুইটারে লিখেছে, ‘‘ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

বিসিসিআই সচিব জয় শাহও টুইট করে সৌরভের আরোগ্য কামনা করেছেন ৷ তাঁর টুইট, ‘‘আমি সৌরভের দ্রুত সুস্থতা কামনা করি ৷ দাদার পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ দাদা বর্তমানে স্থিতিশীল ও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ৷’’

  • I wish and pray for the speedy recovery of @SGanguly99. I’ve spoken to his family. Dada is stable and is responding well to the treatment.

    — Jay Shah (@JayShah) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত অধিনায়ক বিরাট কোহলিও বোর্ড সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করি ৷ তাড়াতাড়ি সুস্থ হও ৷’’

আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউ-তে সৌরভ, অবস্থা স্থিতিশীল

আরোগ্য কামনা করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফেও ৷ টুইটারে আইসিসি লিখেছে, ‘‘ প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হৃদরোগে আক্রান্ত ৷ বর্তমানে তিনি স্থিতিশীল আছেন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ৷"

  • Former India captain and current BCCI President Sourav Ganguly suffered a mild cardiac arrest earlier today. He is now in a stable condition.

    We wish him a speedy recovery! pic.twitter.com/HkiwFhjyih

    — ICC (@ICC) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ দাদির খবর শুনে স্তম্ভিত ৷ ওনার দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

  • Shocked to hear about Dadi! Wishing him a speedy recovery..@SGanguly99

    — Wriddhiman Saha (@Wriddhipops) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় পেসার মহম্মদ শামি সৌরভের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হও দাদা ।’’

কলকাতা, 2 জানুয়ারি : হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আইসিইউ-তে ভরতি করা হয়েছে মহারাজকে । হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যরা । এদিকে খবর ছড়িয়ে পড়ার পর মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক টুইট-বার্তা আসতে থাকে ক্রিকেট দুনিয়া থেকে।

টুইটারে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেন শিখর ধাওয়ান ৷ তিনি লেখেন, ‘‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করি দাদা ৷ দ্রুত সুস্থ হও ৷’’

  • Praying for your speedy recovery Dada @SGanguly99 🙏 Get well soon.

    — Shikhar Dhawan (@SDhawan25) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন বীরেন্দ্র সেওয়াগ ৷ তিনি লিখেছেন, ‘‘দাদা তাড়াতাড়ি ঠিক হতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

  • Dada , jaldi se theek hone ka.
    Praying for your quick and speedy recovery @SGanguly99 .

    — Virender Sehwag (@virendersehwag) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝাও সৌরভের আরোগ্য কামনা করে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করি দাদা ৷’’

ভারতীয় বোর্ড টুইটারে লিখেছে, ‘‘ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

বিসিসিআই সচিব জয় শাহও টুইট করে সৌরভের আরোগ্য কামনা করেছেন ৷ তাঁর টুইট, ‘‘আমি সৌরভের দ্রুত সুস্থতা কামনা করি ৷ দাদার পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ দাদা বর্তমানে স্থিতিশীল ও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ৷’’

  • I wish and pray for the speedy recovery of @SGanguly99. I’ve spoken to his family. Dada is stable and is responding well to the treatment.

    — Jay Shah (@JayShah) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত অধিনায়ক বিরাট কোহলিও বোর্ড সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ তোমার দ্রুত আরোগ্য কামনা করি ৷ তাড়াতাড়ি সুস্থ হও ৷’’

আরও পড়ুন : হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউ-তে সৌরভ, অবস্থা স্থিতিশীল

আরোগ্য কামনা করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফেও ৷ টুইটারে আইসিসি লিখেছে, ‘‘ প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হৃদরোগে আক্রান্ত ৷ বর্তমানে তিনি স্থিতিশীল আছেন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ৷"

  • Former India captain and current BCCI President Sourav Ganguly suffered a mild cardiac arrest earlier today. He is now in a stable condition.

    We wish him a speedy recovery! pic.twitter.com/HkiwFhjyih

    — ICC (@ICC) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘ দাদির খবর শুনে স্তম্ভিত ৷ ওনার দ্রুত আরোগ্য কামনা করি ৷’’

  • Shocked to hear about Dadi! Wishing him a speedy recovery..@SGanguly99

    — Wriddhiman Saha (@Wriddhipops) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় পেসার মহম্মদ শামি সৌরভের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হও দাদা ।’’

Last Updated : Jan 2, 2021, 3:21 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.