ETV Bharat / state

চক্ররেলে ভেঙে পড়ল KPT ক্রেন, আহত 2 - crane broke down on habra local

হাবরা লোকালের উপর ভেঙে পড়ে এই ক্রেন । ঘটনায় দু'জন আহত হয়েছেন ৷

ছবি
author img

By

Published : Oct 25, 2019, 7:34 PM IST

Updated : Oct 26, 2019, 12:56 AM IST

কলকাতা, 25 অক্টোবর : চক্ররেলে ভেঙে পড়ল KPT ক্রেন । হাবরা লোকালের উপর ভেঙে পড়ে এই ক্রেন । দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন ৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

বন্দর এলাকায় রেললাইনের কাছে কাজ করছিল ক্রেনটি ৷ তখন খিদিরপুর ও প্রিন্সেপঘাটের মাঝে ছিল মাঝেরহাট-হাবরা লোকাল ৷ বিকেল 5টা 43 মিনিট নাগাদ ক্রেনটি চক্ররেলের ওভারহেডে ধাক্কা মারে ৷ এর জেরে ওভারহেডের অংশবিশেষ ভেঙে যায় ৷ পরে তা হাবরা লোকালের একটি কামরায় গিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল ৷ কলকাতা ও বিবাদী বাগের মধ্যে সময়মতো চলছে ট্রেনগুলি ৷

কলকাতা, 25 অক্টোবর : চক্ররেলে ভেঙে পড়ল KPT ক্রেন । হাবরা লোকালের উপর ভেঙে পড়ে এই ক্রেন । দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন ৷ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

বন্দর এলাকায় রেললাইনের কাছে কাজ করছিল ক্রেনটি ৷ তখন খিদিরপুর ও প্রিন্সেপঘাটের মাঝে ছিল মাঝেরহাট-হাবরা লোকাল ৷ বিকেল 5টা 43 মিনিট নাগাদ ক্রেনটি চক্ররেলের ওভারহেডে ধাক্কা মারে ৷ এর জেরে ওভারহেডের অংশবিশেষ ভেঙে যায় ৷ পরে তা হাবরা লোকালের একটি কামরায় গিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল ৷ কলকাতা ও বিবাদী বাগের মধ্যে সময়মতো চলছে ট্রেনগুলি ৷

Intro:কলকাতা, 25 অক্টোবর: সার্কুলার রেলে ভাঙল KPT ক্রেন। হাবরা লোকাল এর উপর এই ক্রেন ভেঙে পড়ে। ঘটনায় ইতিমধ্যেই 2 আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে কলকাতা পুলিশ।Body:বিস্তারিত আসছেConclusion:
Last Updated : Oct 26, 2019, 12:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.