ETV Bharat / state

Fake Voters List: 27 হাজার ভুয়ো ভোটারের তালিকা কমিশনে জমা দিল সিপিএম - নির্বাচন কমিশনে অভিযোগ সিপিএমের

রাজ্য নির্বাচন কমিশনে 27 হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিল সিপিএম কলকাতা জেলা কমিটি (CPM submitted list of fake voters to CEO)

ETV Bharat
Fake Voter List
author img

By

Published : Dec 5, 2022, 10:30 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: প্রায় প্রতিবারই নির্বাচনের সময় ভোটের দিন মৃত ভোটার কিংবা ভুয়ো ভোটারের নামে ভোট পড়ার অভিযোগ ওঠে । নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও তার কোনও সুরাহা হয় না বলে অভিযোগ সিপিএমের । তাই এবার নিজেদের উদ্যোগেই রাজ্যজুড়ে মৃত ও ভুয়ো ভোটারদের তালিকা তৈরি করেছে সিপিএম । সোমবার সেই 27 হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দেওয়া হয়েছে কমিশনে (Fake Voters List) । এদের মধ্যে প্রায় 2 হাজার 600 জন মৃত ভোটার রয়েছেন বলে সিপিএম সূত্রে খবর (CPM submitted list of fake voters to CEO)।

সোমবার সিপিএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদারের নেতৃত্বে সিপিএম নেতারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন । তাতে লেখা হয়েছে,"সর্বশেষ সর্বদলীয় বৈঠকে আমরা মৃত ভোটারদের বিষয়টিতে জোর দিয়েছিলাম । প্রায় সব বুথে কয়েকজন ভোটারের কোনও খোঁজ নেই । এইসব ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ না দিলে নির্বাচনকে প্রহসন বলে মনে হচ্ছে । তালিকা সংশোধনের সময়, আমরা বিশেষভাবে এই ধরনের নামগুলি সংগ্রহ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি । আমরা নমুনা হিসাবে আপনার দেখার জন্য সংশ্লিষ্ট ফর্ম-7 তথ্য জমা দিচ্ছি । যাতে এই ভুয়ো ভোটারদের নাম সঠিকভাবে যাচাইয়ের মাধ্যমে ভোটার তালিকা থেকে মুছে ফেলা যায় ৷ আশা করি প্রয়োজনীয় কাজটি আপনারা করবেন ।"

27 হাজার ভুয়ো ভোটারের তালিকা কমিশনে জমা দিল সিপিএম

আরও পড়ুন: 'ব্যালটে থাকবে শুধু তৃণমূল আর নোটা', পঞ্চায়েত ভোটে কর্মীদের কাস্তে-কোদাল সঙ্গে রাখার পরামর্শ মদনের

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্লোল মজুমদার বলেন,"এর আগে বহুবার আমরা ভুয়ো, মৃত ভোটারের উপস্থিতি নিয়ে বলেছি । কিন্তু, কোনও কাজ হয়নি । ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে । যারা বল-পূর্বক নির্বাচন করাতে চায় তারা মৃত ভোটারকেও ছাড়ে না । মৃত দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের নামেও ভোট পড়েছে । নির্বাচন কমিশন কোনও কাজ করেনি । আমরা গ্যারান্টি দিয়ে বলছি আমাদের দেওয়া তালিকা থেকে একটাও সঠিক ভোটার বের করতে পারবে না ।"

কলকাতা, 5 ডিসেম্বর: প্রায় প্রতিবারই নির্বাচনের সময় ভোটের দিন মৃত ভোটার কিংবা ভুয়ো ভোটারের নামে ভোট পড়ার অভিযোগ ওঠে । নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও তার কোনও সুরাহা হয় না বলে অভিযোগ সিপিএমের । তাই এবার নিজেদের উদ্যোগেই রাজ্যজুড়ে মৃত ও ভুয়ো ভোটারদের তালিকা তৈরি করেছে সিপিএম । সোমবার সেই 27 হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দেওয়া হয়েছে কমিশনে (Fake Voters List) । এদের মধ্যে প্রায় 2 হাজার 600 জন মৃত ভোটার রয়েছেন বলে সিপিএম সূত্রে খবর (CPM submitted list of fake voters to CEO)।

সোমবার সিপিএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদারের নেতৃত্বে সিপিএম নেতারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন । তাতে লেখা হয়েছে,"সর্বশেষ সর্বদলীয় বৈঠকে আমরা মৃত ভোটারদের বিষয়টিতে জোর দিয়েছিলাম । প্রায় সব বুথে কয়েকজন ভোটারের কোনও খোঁজ নেই । এইসব ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ না দিলে নির্বাচনকে প্রহসন বলে মনে হচ্ছে । তালিকা সংশোধনের সময়, আমরা বিশেষভাবে এই ধরনের নামগুলি সংগ্রহ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি । আমরা নমুনা হিসাবে আপনার দেখার জন্য সংশ্লিষ্ট ফর্ম-7 তথ্য জমা দিচ্ছি । যাতে এই ভুয়ো ভোটারদের নাম সঠিকভাবে যাচাইয়ের মাধ্যমে ভোটার তালিকা থেকে মুছে ফেলা যায় ৷ আশা করি প্রয়োজনীয় কাজটি আপনারা করবেন ।"

27 হাজার ভুয়ো ভোটারের তালিকা কমিশনে জমা দিল সিপিএম

আরও পড়ুন: 'ব্যালটে থাকবে শুধু তৃণমূল আর নোটা', পঞ্চায়েত ভোটে কর্মীদের কাস্তে-কোদাল সঙ্গে রাখার পরামর্শ মদনের

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্লোল মজুমদার বলেন,"এর আগে বহুবার আমরা ভুয়ো, মৃত ভোটারের উপস্থিতি নিয়ে বলেছি । কিন্তু, কোনও কাজ হয়নি । ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে । যারা বল-পূর্বক নির্বাচন করাতে চায় তারা মৃত ভোটারকেও ছাড়ে না । মৃত দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের নামেও ভোট পড়েছে । নির্বাচন কমিশন কোনও কাজ করেনি । আমরা গ্যারান্টি দিয়ে বলছি আমাদের দেওয়া তালিকা থেকে একটাও সঠিক ভোটার বের করতে পারবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.