ETV Bharat / state

Panchayat Elections 2023: বাদুড়িয়ার সিপিএমের ছাপ্পা ভোটকে প্রতিরোধের অঙ্গ হিসেবে দেখছে আলিমুদ্দিন স্ট্রিট - chappa voting incident at baduria booth

শনিবার পঞ্চায়েত ভোট চলাকালীন বাদুড়িয়ার এক বুথে সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে ৷ ঘটনার সাফাই দিয়েছে সিপিএম নেতৃত্ব ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 9, 2023, 4:14 PM IST

কলকাতা, 9 জুলাই : মোমবাতির আলোয় ফটাফট ছাপ্পা ভোট পড়ছে । তাও আবার বেছে বেছে কাস্তে হাতুড়ি তারাতেই দেওয়া হচ্ছে ভোট। শনিবার পঞ্চায়েত ভোটপর্ব চলাকালীন উত্তর 24 পরগনার বাদুড়িয়ার আতুড়িয়া গ্রাম পঞ্চায়েতের 183 নম্বর বুথের এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ৷ অভিযোগ, পুলিশের সামনেই ওই ছাপ্পা ভোট দেওয়া হয় ৷ যদিও সিপিএমের তরফে ছাপ্পার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

সিপিএমের দাবি, তাদের দলকে কলুষিত করতে তৃণমূল ও বিজেপি এই কাজ করতে পারে ৷ এমনটাই মনে করছে আলিমুদ্দিন স্ট্রিটও। আর নিতান্তই তা যদি না-হয়ে থাকে তাহলে বিষয়টিকে সাধারণ ভোটারদের প্রতিবাদ বলেই ব্যাখ্যা করছে এই বাম দল ৷ উলটে, ভোট গণনার দিনও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিয়ম বহির্ভূত কাজ আটকাবে বলে আশা করছে সিপিএম ৷

এই প্রসঙ্গে, রবিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "শাসকদল তৃণমূল ও বিজেপি গোটা রাজ্যজুড়েই ভোট, লুট, ছাপ্পা,সন্ত্রাস চালিয়েছে । আর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করেছে বাম ও গণতান্ত্রিক শক্তি । সেটা দেখেছে মানুষ । আর সিপিআইএমের বদনাম করতে তৃণমূল বা বিজেপি এই ছাপ্পা দেয়নি, তার গ্যারান্টি কি আছে ! বামেরা প্রথম থেকেই প্রতিরোধের রাস্তায় আছে। ভোট গণনার দিনেও প্রতিরোধ হবে ।"

আরও পড়ুন: মোমবাতির আলোর দেদার ছাপ্পা সিপিএমের ! বাদুড়িয়ার ঘটনা কী তবে বদলের ইঙ্গিত ?

অন্যদিকে, সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বলেন, "বাদুড়িয়ার ওই বুথের পাশের বুথে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস । প্রতিরোধে রাস্তা অবরুদ্ধ করেছিল সাধারণ মানুষ এবং সিপিএম কর্মীরা । পুলিশ ছিল নিরুপায় । বাধ্য হয়ে স্থানীয় মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে একের পর এক ভোট দিয়েছেন । এটাকে ছাপ্পা বললে ভুল হবে সাধারণ মানুষ প্রতিরোধ করেছেন লুঠ আটকাতে ।" রামচন্দ্র ডোমের সুরে সিপিআইএমের আরেক নেতা রবীন দেব জানান, পাশের বুথে ছাপ্পা চলেছে বলে সাধারণ মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে নিয়ম না-মেনেই ভোট দিয়েছে ।"

কলকাতা, 9 জুলাই : মোমবাতির আলোয় ফটাফট ছাপ্পা ভোট পড়ছে । তাও আবার বেছে বেছে কাস্তে হাতুড়ি তারাতেই দেওয়া হচ্ছে ভোট। শনিবার পঞ্চায়েত ভোটপর্ব চলাকালীন উত্তর 24 পরগনার বাদুড়িয়ার আতুড়িয়া গ্রাম পঞ্চায়েতের 183 নম্বর বুথের এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ৷ অভিযোগ, পুলিশের সামনেই ওই ছাপ্পা ভোট দেওয়া হয় ৷ যদিও সিপিএমের তরফে ছাপ্পার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

সিপিএমের দাবি, তাদের দলকে কলুষিত করতে তৃণমূল ও বিজেপি এই কাজ করতে পারে ৷ এমনটাই মনে করছে আলিমুদ্দিন স্ট্রিটও। আর নিতান্তই তা যদি না-হয়ে থাকে তাহলে বিষয়টিকে সাধারণ ভোটারদের প্রতিবাদ বলেই ব্যাখ্যা করছে এই বাম দল ৷ উলটে, ভোট গণনার দিনও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিয়ম বহির্ভূত কাজ আটকাবে বলে আশা করছে সিপিএম ৷

এই প্রসঙ্গে, রবিবার সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "শাসকদল তৃণমূল ও বিজেপি গোটা রাজ্যজুড়েই ভোট, লুট, ছাপ্পা,সন্ত্রাস চালিয়েছে । আর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করেছে বাম ও গণতান্ত্রিক শক্তি । সেটা দেখেছে মানুষ । আর সিপিআইএমের বদনাম করতে তৃণমূল বা বিজেপি এই ছাপ্পা দেয়নি, তার গ্যারান্টি কি আছে ! বামেরা প্রথম থেকেই প্রতিরোধের রাস্তায় আছে। ভোট গণনার দিনেও প্রতিরোধ হবে ।"

আরও পড়ুন: মোমবাতির আলোর দেদার ছাপ্পা সিপিএমের ! বাদুড়িয়ার ঘটনা কী তবে বদলের ইঙ্গিত ?

অন্যদিকে, সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম বলেন, "বাদুড়িয়ার ওই বুথের পাশের বুথে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস । প্রতিরোধে রাস্তা অবরুদ্ধ করেছিল সাধারণ মানুষ এবং সিপিএম কর্মীরা । পুলিশ ছিল নিরুপায় । বাধ্য হয়ে স্থানীয় মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে একের পর এক ভোট দিয়েছেন । এটাকে ছাপ্পা বললে ভুল হবে সাধারণ মানুষ প্রতিরোধ করেছেন লুঠ আটকাতে ।" রামচন্দ্র ডোমের সুরে সিপিআইএমের আরেক নেতা রবীন দেব জানান, পাশের বুথে ছাপ্পা চলেছে বলে সাধারণ মানুষ নিজের অধিকার প্রয়োগ করতে নিয়ম না-মেনেই ভোট দিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.