কলকাতা, 31 জুলাই: কুণাল ঘোষকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । সোমবার আলিপুরের বেসরকারি হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন তিনি । বুদ্ধবাবুকে দেখে হাসপাতাল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ক্ষোভ প্রকাশ করেন । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছিলেন তাঁর জবাব দেন । কিন্তু কুণালের সমালোচনা করতে গিয়ে তিনিও পালটা কটূক্তি করেন ৷
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবরে আলোড়ন পড়ে রাজনৈতিক মহলে । সংবাদমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে দিনভর সংবাদ সম্প্রচারিত হতে থাকে । সামাজিক মাধ্যমেও নেট নাগরিকরা তাঁর সুস্থতা কামনায় নানারকম মন্তব্য করতে থাকেন । এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, "বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না । সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে ।"
কুণালের এই ফেসবুক পোস্টের পরই রাজনৈতিক তরজা শুরু হয়ে যায় । কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নানা বিষয়ে কটাক্ষ করে আসতে শুরু করে । রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীও কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা এবং তাঁর মানসিক ও রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন ।
সোমবার কুণাল ঘোষের সেই ফেসবুক পোস্ট নিয়ে মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হয় । প্রশ্ন শুনে ক্ষেপে যান সিপিএমের রাজ্য সম্পাদক । পরে তিনি বলেন, "বুদ্ধবাবুর চিকিৎসা হচ্ছে নানারকম পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে । পার্টি সমস্ত রকম দায়িত্ব নিয়েছে । এর মধ্যে ওই ভদ্রলোক কোত্থেকে এলো । উনি পোস্ট পাচ্ছেন না বলেই পোস্ট করেছেন ।’’ এর পর তিনি কুণাল ঘোষ সম্পর্কেও কটূক্তি করেন ৷
আরও পড়ুন: 'বুদ্ধদেবকে মহাপুরুষ সাজানো হচ্ছে', কুণালের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক চরমে
অন্যদিকে বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে সেলিম বলেন, ‘‘সকালে একটা মেডিকেল বুলেটিন আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বিকেলে হয়তো আবারও হাসপাতালের তরফে একটা মেডিকেল বুলেটিন দেওয়া হবে । এই সংক্রান্ত বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোনও কিছুই বলার নেই ৷ কারণ, আমি এই বিষয়ে বিজ্ঞ নই ৷ সেটা চিকিৎসকরা বলবেন । তবে আগের থেকে বুদ্ধবাবুর অবস্থা অনেকটাই ভালো ৷ তিনি ইশারায় জবাব দিচ্ছেন ৷ বুঝতে পারছেন কথাবার্তা শুনতে পাচ্ছেন । বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ হবে এটাই আশা ।"