কলকাতা, 30 নভেম্বর: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম (CPIM) নেতা মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee) মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গত অগস্ট মাস থেকে তিনি অসুস্থ ছিলেন । গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন । তাঁর মরদেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে ।
বুধবার সকালে সেখান থেকে দেহ নিয়ে বেলেঘাটায় সিপিএমের দফতরে পৌঁছালে এলাকার মানুষ থেকে দলের কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান । সেখান থেকেই তাঁর মরদেহ আনা হয় ডিওয়াইএফআই-এর (DYFI) রাজ্য অফিস দীনেশ মজুমদার ভবনে । কারণ, তিনি ছিলেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা । আর সেখানে ছাত্র, যুব, বর্তমান ও প্রাক্তন নেতা-কর্মীরা তাঁকে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এক সময়ের সহ-যোদ্ধাকে বিদায় জানাতে এদিন অসুস্থ শরীর নিয়েই সেখানে হাজির হন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা গৌতম দেব ।
এর পর মানব মুখোপাধ্যায়ের দেহ আনা হয় পার্টির রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে । সেখানেই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ (Md Salim) রাজ্য নেতারা শ্রদ্ধা জানান । তাঁর মরদেহে লাল পতাকা দেওয়া হয় । সেখানেই দলের সদস্য সমর্থকরা এসে অনেকেই শ্রদ্ধা জানান । এর পর দেহ নিয়ে যাওয়া হয় পার্টির কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে । সেখানে জেলা পার্টির তরফে শ্রদ্ধা জানান জেলা সম্পাদক কল্লোল মজুমদার-সহ বাকি জেলা নেতারা ।
এর পর দলের কর্মীরা মিছিল করে সেখান থেকে দেহদানের উদ্দেশ্যে প্রাক্তন মন্ত্রীর দেহ নিয়ে রওনা হন কলেজ স্ট্রিটে কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) দিকে । অর্ধনমিত লাল পতাকা হাতে একাধিক কণ্ঠে ইন্টারন্যাশনাল গেয়ে সহ-যোদ্ধার শেষ বিদায়ে পা মেলালেন বহু বাম নেতা-কর্মী । চিকিৎসাবিদ্যার কাজের জন্য তাঁর দেহ দান করা হবে বলে জানানো হয়েছে পার্টির তরফে ।
আরও পড়ুন: প্রয়াত বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়